কলকাতা, 20 জানুয়ারি: পারিবারিক বিবাদের (family quarrel) কারণেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণী অভিনেতা ধনুষ ও তাঁর স্ত্রী ঐশ্বর্য (Dhanush Aishwaryaa Separation)৷ একটি তামিল সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি অভিনেতার বাবা কস্তুরী রাজার ৷ তবে এই তারকা জুটি আইনি ভাবে বিবাহবিচ্ছেদের পথে যাচ্ছেন না বলে দাবি করেছেন ধনুষের বাবা (Dhanush's Father)৷
লহরেঁ ও অন্যান্য কয়েকটি পোর্টালের প্রতিবেদনে কস্তুরী রাজাকে উদ্ধৃত করে এই খবর প্রকাশিত হয়েছে ৷ সেখানে তিনি নাকি বলেছেন, "ধনুষ ও ঐশ্বর্য বর্তমানে চেন্নাইতে নেই ৷ দুজনেই হায়দরাবাদে আছেন ৷ ফোনে আমি দুজনের সঙ্গেই কথা বলেছি ৷ তাঁদের কিছু পরামর্শও দিয়েছি ৷" ধনুষ ও ঐশ্বর্যের বিবাহবিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, "এটা একটা পারিবারিক বিবাদ, যেটা যে কোনও বিবাহিত দম্পতির জীবনেই হয়ে থাকে ৷ এটা বিবাহবিচ্ছেদ নয় ৷"
আরও পড়ুন: Dhanush Wife Aishwaryaa Separate: 18 বছরের সম্পর্কে ইতি, ঐশ্বর্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা ধনুষের
18 বছর একসঙ্গে থাকার পর সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন ধনুষ ও ঐশ্বর্য ৷ টুইটারে ধনুষ লেখেন, "বন্ধু, দম্পতি, বাবা-মা ও একে-অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে 18 বছর একসঙ্গে ছিলাম ৷ আজ আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখান থেকে আমাদের পথটা আলাদা হয়ে গিয়েছে ৷ ঐশ্বর্য ও আমি দম্পতি হিসেবে আর একসঙ্গে থাকব না বলে সিদ্ধান্ত নিয়েছি ৷ আরও ভাল থাকার জন্য নিজেরা পৃথক ব্যক্তিত্ব হিসেবে নিজেদের বোঝার জন্য সময় নেব ৷" একই বিবৃতি টুইট করেছিলেন ঐশ্বর্যও ৷
2004 সালের 18 নভেম্বর সাত পাকে বাঁধা পড়েন এই তারকা জুটি ৷ তাঁদের দুটি ছেলে রয়েছে - যাত্রা ও লিঙ্গা, যথাক্রমে 2006 ও 2010 সালে তাদের জন্ম ৷ কর্মক্ষেত্রে ধনুষকে শেষ দেখা গিয়েছে বলিউডের ছবি অতরঙ্গি রে-তে ৷ সেই ছবিতে তিনি ছাড়াও ছিলেন অক্ষয় কুমার ও সারা আলি খান ৷