ETV Bharat / sitara

Nusrat Jahan : নুসরতের রোদচশমায় কার প্রতিচ্ছবি ? সরগরম নেটপাড়া - যশ দাশগুপ্তের খবর

নুসরত জাহানের (Nusrat Jahan) পোস্ট করা নতুন একটি ছবি নিয়ে ফের জল্পনা শুরু হল নেটপাড়ায় ৷ অভিনেত্রীর রোদচশমায় কি যশ দাশগুপ্তের (Yash Dasgupta) প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ? এই প্রশ্নে তোলপাড় সোশ্যাল মিডিয়া ৷

is yash Dasgupta seen on Nusrat Jahan's sunglass ? netizen quaestioned in her new instagram pic
নুসরতের রোদচশমায় কি যশের প্রতিচ্ছবি ? সরগরম নেটপাড়া
author img

By

Published : Jun 28, 2021, 2:07 PM IST

কলকাতা, 28 জুন : বিয়ে, প্রেম, সন্তান - এ সব নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) ৷ তবে তিনি সে সবে আদৌ চিন্তিত নন ৷ বরং তিনি চুটিয়ে উপভোগ করছেন মাতৃত্বকে ৷ প্রায় রোজই সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করছেন ৷ প্রতিটি ছবিতেই তাঁর চোখে মুখে ধরা দিচ্ছে মাতৃত্বের জেল্লা ৷ তবে এ বার তাঁর পোস্ট করা একটি ছবি নিয়ে নয়া জল্পনা শুরু করেছেন নেট নাগরিকরা ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনটি ছবি পোস্ট করেছেন নুসরত জাহান ৷ সাদা ফুলস্লিভ টপ আর ডেনিম জিন্সে মোহময়ী রূপে ধরা দিয়েছেন তিনি ৷ তাঁর গ্ল্যামার আরও বাড়িয়ে দিয়েছে খোলা চুল ও রোদচশমা ৷ ছবিটি পোস্ট করে নুসরত ক্যাপশনে তুলে ধরেছেন রৌদ্রজ্জ্বল দিনের কথা ৷

তবে এই ছবি নিয়েই নয়া প্রশ্ন জেগেছে নেটিজেনদের মনে ৷ ছবিটিতে নুসরতের চশমায় কোনও এক ব্যক্তির প্রতিচ্ছবি ধরা পড়েছে ৷ এক নজরে দেখে মনে হচ্ছে সেই ব্যক্তিই অভিনেত্রীর ছবিগুলি তুলেছেন ৷ কে সেই ব্যক্তি ? কৌতূহল চেপে রাখতে পারেননি নেট নাগরিকরা ৷ অনেকেই মনে করছেন, রহস্যময় সেই মানুষটি আর কেউ নন, নুসরতের বর্তমান প্রেমিক অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ৷ একজন তো কমেন্ট বক্সে জিজ্ঞেসই করে ফেলেছেন ৷ তিনি লিখেছেন, "আমি কি সানগ্লাসের কাচে যশকে দেখতে পাচ্ছি ?"

আরও পড়ুন: নারী শক্তিশালী হলেই সবাই তাঁকে অন্য নজরে দেখে: নুসরত

তবে এ সব প্রশ্ন স্বাভাবিকভাবেই কোনও প্রভাব ফেলেনি তৃণমূল সাংসদের জীবনযাপনে ৷ তিনি বরাবরই নিজের শর্তে বাঁচার ইঙ্গিত দিয়েছেন ৷ নিজের শক্তিতে ভরসা রেখেছেন ৷ বারবার সোশ্যাল মিডিয়াতেও দিয়েছেন সেই বার্তা ৷ তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়ে নানা প্রশ্ন উঠেছে ৷ তবে সে সবে কান না দিয়ে একের পর এক বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন নুসরত জাহান ৷ তিনি যে তাঁর মাতৃত্বকে উপভোগ করতেই বেশি মনোযোগী, বুঝিয়ে দিয়েছেন তাও ৷

আরও পড়ুন: 6 মাসের অন্তঃসত্ত্বা ! তবে কি নুসরতের সন্তানের বাবা যশই ? হিসেব কষছে নেটিজেন

সন্তানের প্রসঙ্গে সরাসরি এখনও কিছু না বললেও, নুসরত বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে হয়নি ৷ তিনি জানান, "তুরস্কের বিয়ের আইন অনুযায়ী বিদেশের ওই অনুষ্ঠান অবৈধ ৷ আর যেহেতু এটা দুই ধর্মে বিয়ে, সে জন্য এটি বৈধতা পেতে স্পেশ্য়াল ম্যারেজ অ্যাক্টের স্বীকৃতি প্রয়োজন, যেটা ঘটেনি ৷ আইন অনুযায়ী এটা কোনও বিয়ে নয় ৷ এটা একটা সম্পর্ক অথবা একটা লিভ-ইন সম্পর্ক ৷ সুতরাং বিবাহ বিচ্ছেদের প্রশ্নই ওঠে না ৷ দীর্ঘদিন হল আমরা আলাদা আছি ৷ তবে এ নিয়ে কখনও কিছু বলিনি, কারণ আমার ব্যক্তিগত জীবন নিজের কাছেই রাখতে চেয়েছি ৷ তাই আমার সঙ্গে জড়িত কেউ বা কোনও সংবাদমাধ্যম এই সেপারেশনের ভিত্তিতে আমার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলতে পারে না ৷ এই বিয়ে বেআইনি ও অবৈধ ৷" তাঁর এই দাবির পর থেকেই জলঘোলা হয়েছে বিনোদন ও রাজনীতির আঙিনায় ৷ সোশ্যাল মিডিয়ায় চলছে রসিকতা ৷ মিমের বন্যায় ভাসছে ফেসবুক, ইনস্টাগ্রাম ৷ তবে মাতৃত্বের উদযাপনে পিছপা হতে দেখা যায়নি অভিনেত্রীকে ৷

কলকাতা, 28 জুন : বিয়ে, প্রেম, সন্তান - এ সব নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) ৷ তবে তিনি সে সবে আদৌ চিন্তিত নন ৷ বরং তিনি চুটিয়ে উপভোগ করছেন মাতৃত্বকে ৷ প্রায় রোজই সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করছেন ৷ প্রতিটি ছবিতেই তাঁর চোখে মুখে ধরা দিচ্ছে মাতৃত্বের জেল্লা ৷ তবে এ বার তাঁর পোস্ট করা একটি ছবি নিয়ে নয়া জল্পনা শুরু করেছেন নেট নাগরিকরা ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনটি ছবি পোস্ট করেছেন নুসরত জাহান ৷ সাদা ফুলস্লিভ টপ আর ডেনিম জিন্সে মোহময়ী রূপে ধরা দিয়েছেন তিনি ৷ তাঁর গ্ল্যামার আরও বাড়িয়ে দিয়েছে খোলা চুল ও রোদচশমা ৷ ছবিটি পোস্ট করে নুসরত ক্যাপশনে তুলে ধরেছেন রৌদ্রজ্জ্বল দিনের কথা ৷

তবে এই ছবি নিয়েই নয়া প্রশ্ন জেগেছে নেটিজেনদের মনে ৷ ছবিটিতে নুসরতের চশমায় কোনও এক ব্যক্তির প্রতিচ্ছবি ধরা পড়েছে ৷ এক নজরে দেখে মনে হচ্ছে সেই ব্যক্তিই অভিনেত্রীর ছবিগুলি তুলেছেন ৷ কে সেই ব্যক্তি ? কৌতূহল চেপে রাখতে পারেননি নেট নাগরিকরা ৷ অনেকেই মনে করছেন, রহস্যময় সেই মানুষটি আর কেউ নন, নুসরতের বর্তমান প্রেমিক অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ৷ একজন তো কমেন্ট বক্সে জিজ্ঞেসই করে ফেলেছেন ৷ তিনি লিখেছেন, "আমি কি সানগ্লাসের কাচে যশকে দেখতে পাচ্ছি ?"

আরও পড়ুন: নারী শক্তিশালী হলেই সবাই তাঁকে অন্য নজরে দেখে: নুসরত

তবে এ সব প্রশ্ন স্বাভাবিকভাবেই কোনও প্রভাব ফেলেনি তৃণমূল সাংসদের জীবনযাপনে ৷ তিনি বরাবরই নিজের শর্তে বাঁচার ইঙ্গিত দিয়েছেন ৷ নিজের শক্তিতে ভরসা রেখেছেন ৷ বারবার সোশ্যাল মিডিয়াতেও দিয়েছেন সেই বার্তা ৷ তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়ে নানা প্রশ্ন উঠেছে ৷ তবে সে সবে কান না দিয়ে একের পর এক বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন নুসরত জাহান ৷ তিনি যে তাঁর মাতৃত্বকে উপভোগ করতেই বেশি মনোযোগী, বুঝিয়ে দিয়েছেন তাও ৷

আরও পড়ুন: 6 মাসের অন্তঃসত্ত্বা ! তবে কি নুসরতের সন্তানের বাবা যশই ? হিসেব কষছে নেটিজেন

সন্তানের প্রসঙ্গে সরাসরি এখনও কিছু না বললেও, নুসরত বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে হয়নি ৷ তিনি জানান, "তুরস্কের বিয়ের আইন অনুযায়ী বিদেশের ওই অনুষ্ঠান অবৈধ ৷ আর যেহেতু এটা দুই ধর্মে বিয়ে, সে জন্য এটি বৈধতা পেতে স্পেশ্য়াল ম্যারেজ অ্যাক্টের স্বীকৃতি প্রয়োজন, যেটা ঘটেনি ৷ আইন অনুযায়ী এটা কোনও বিয়ে নয় ৷ এটা একটা সম্পর্ক অথবা একটা লিভ-ইন সম্পর্ক ৷ সুতরাং বিবাহ বিচ্ছেদের প্রশ্নই ওঠে না ৷ দীর্ঘদিন হল আমরা আলাদা আছি ৷ তবে এ নিয়ে কখনও কিছু বলিনি, কারণ আমার ব্যক্তিগত জীবন নিজের কাছেই রাখতে চেয়েছি ৷ তাই আমার সঙ্গে জড়িত কেউ বা কোনও সংবাদমাধ্যম এই সেপারেশনের ভিত্তিতে আমার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলতে পারে না ৷ এই বিয়ে বেআইনি ও অবৈধ ৷" তাঁর এই দাবির পর থেকেই জলঘোলা হয়েছে বিনোদন ও রাজনীতির আঙিনায় ৷ সোশ্যাল মিডিয়ায় চলছে রসিকতা ৷ মিমের বন্যায় ভাসছে ফেসবুক, ইনস্টাগ্রাম ৷ তবে মাতৃত্বের উদযাপনে পিছপা হতে দেখা যায়নি অভিনেত্রীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.