ETV Bharat / sitara

'বালা' কি পাভেলের মৌলিক গল্প?

যদিও পাভেল প্রথম থেকেই বলছেন 'বালা' তাঁর মৌলিক গল্প । এবার প্রশ্ন, পুরুষদের মাথার টাক পড়া নিয়ে যদি একটি কন্নড় ছবি ২০১৭ সালে মুক্তি পেয়ে থাকে, যার অফিশিয়াল রিমেক করা হিন্দি ছবিটি মুক্তি পাচ্ছে ৮ নভেম্বর, তাহলে কী করে 'বালা' পাভেলের মৌলিক গল্প হয় ?

ছবি
author img

By

Published : Oct 20, 2019, 7:53 PM IST

কলকাতা : ২০১৭ সালে 'ওন্দু মোত্তেয়া কাথে' ছবিটি মুক্তি পেয়েছিল কন্নড় ভাষায় । টাক মাথা এক ব্যক্তির জীবনের কথা বলেছিল সেই ছবি । সেই ছবিরই অফিশিয়াল রিমেক 'উজরা চমন'। ছবিটি মুক্তি পাচ্ছে ২০১৯ সালের ৮ নভেম্বর । এবং তার আগের দিনই মুক্তি পাচ্ছে পরিচালক অমর কৌশিকের 'বালা'। ছবির গল্প বাঙালি পরিচালক পাভেলের । 'বালা'ও এক টাক মাথার ব্যক্তির জীবনের সংগ্রামের কথা বলে । যদিও পাভেল প্রথম থেকেই বলছেন 'বালা' তাঁর মৌলিক গল্প । এবার প্রশ্ন, পুরুষদের মাথার টাক পড়া নিয়ে যদি একটি কন্নড় ছবি ২০১৭ সালে মুক্তি পেয়ে থাকে, যার অফিশিয়াল রিমেক করা হিন্দি ছবিটি মুক্তি পাচ্ছে ৮ নভেম্বর, তাহলে কী করে 'বালা' পাভেলের মৌলিক গল্প হয় ?

পাভেল বলেন, "আমার 'বালা'র রেজিস্ট্রেশন ২০১৬ সালের এপ্রিল মাসে । সেটা কোর্টে দেওয়া আছে, আরও সব জায়গায় দেওয়া আছে । তাহলে এবার আমি প্রশ্ন করি, কন্নড় ছবির রেজিস্ট্রেশন কবে ? উত্তর হল ২০১৬ সালের নভেম্বর মাসে । আমি তাহলে প্রশ্ন করি, কন্নড় ছবিটা কীভাবে মৌলিক গল্প ? বা টেকো কীভাবে মৌলিক গল্প ? আমার বক্তব্য হল, রেপ নিয়ে ঋতুপর্ণ ঘোষ একটা ছবি করেছিলেন, তাহলে তো তিনি কপি ছবি করেছেন । কেন না তার আগে তো রেপ নিয়ে ছবি হয়েছে । ছেলেদের মাথার টাক পড়া, যার অন্যতম কারণ হল লাইফস্টাইল, জল ও আরও অনেক কিছু । এরকমভাবে আগেও ছেলেদের মাথা থেকে চুল পড়ত । কিন্তু সেটাকে ততটা খেয়াল করা হত না । এখন মাথার চুল হল স্টাইল স্টেটমেন্ট । মেয়েদের রূপের ক্ষেত্রে যেমন অনেককিছু দেখা হয়, ছেলেদের ক্ষেত্রে তাদের মাথার চুল দেখা হয় । বলা যেতে পারে মিডিয়াম অফ ডিস্ক্রিমিনেশন। সুতরাং, এটা একটা ঘটনা । একটা হয়ত কপি ছবি হচ্ছে, আমরা একটা মৌলিক গল্প নিয়ে করছি । টেকো হয়তো অন্য কথা বলছে । এবং তিনজনেরই জীবনের সমস্যা চুল পড়া । আমার বক্তব্য, চুল পড়া নিয়ে তিনটে ছবি হচ্ছে, তাতে কিছু করার নেই। 'বালা' যে আগে আসবে, সেটা আগে বলা ছিল । তারপর 'উজরা চমন'এর ট্রেলার মুক্তি পায় । এবার 'টেকো' বলছে ২২ তারিখ রিলিজ় করবে । এখানে আমি কোনও অসুবিধা দেখছি না । যার ছবি দর্শকের ভালো লাগবে, সেটা চলবে । বাকিদের এত টেনশন কেন জানি না । আমার তো কোনও টেনশন নেই ।"

এই দুটো ছবিতেই অভিনয় করেছেন সৌরভ শুক্লা । এ প্রসঙ্গে পাভেল বলেন, "জোকস অ্যাপার্ট! টেকো আর্টিস্টের অভাব আছে হয়ত । 'প্যাডম্যান' রিলিজ় করার আগে তো 'ফুল্লু' বেরিয়েছিল । তাহলে কি 'প্যাডম্যান' 'ফুল্লু'র কপি ? অত ভাবার দরকার নেই । তিনটি আলাদা ছবি, কমন বিষয় হয়ত চুল পড়ে যাওয়া । এর আগেও তো একজন কোর্ট কেস করেছিল । আমি তো প্রমাণ করে এসেছি, তখন তো সবকিছু চেপে গেছে । আপনি 'মিশন মঙ্গল' দেখেছেন? সেখানে সোনাক্ষী সিনহার চরিত্রের নাম কী ছিল ? অঙ্কিতা গান্ধি । কেন ছিল গান্ধি ? কারণ চরিত্রটি একটি অনাথ আশ্রমে মানুষ হয়েছে এবং মহাত্মা গান্ধি আমাদের ভারতের ফাদার অব দা নেশন । তাহলে কি ওঁরা পাভেলের 'বাবার নাম গান্ধিজি' ছবি থেকে চুরি করল ? তাহলে কি চুল পড়ে যাওয়াটা কারও পার্সোনাল ?"

কলকাতা : ২০১৭ সালে 'ওন্দু মোত্তেয়া কাথে' ছবিটি মুক্তি পেয়েছিল কন্নড় ভাষায় । টাক মাথা এক ব্যক্তির জীবনের কথা বলেছিল সেই ছবি । সেই ছবিরই অফিশিয়াল রিমেক 'উজরা চমন'। ছবিটি মুক্তি পাচ্ছে ২০১৯ সালের ৮ নভেম্বর । এবং তার আগের দিনই মুক্তি পাচ্ছে পরিচালক অমর কৌশিকের 'বালা'। ছবির গল্প বাঙালি পরিচালক পাভেলের । 'বালা'ও এক টাক মাথার ব্যক্তির জীবনের সংগ্রামের কথা বলে । যদিও পাভেল প্রথম থেকেই বলছেন 'বালা' তাঁর মৌলিক গল্প । এবার প্রশ্ন, পুরুষদের মাথার টাক পড়া নিয়ে যদি একটি কন্নড় ছবি ২০১৭ সালে মুক্তি পেয়ে থাকে, যার অফিশিয়াল রিমেক করা হিন্দি ছবিটি মুক্তি পাচ্ছে ৮ নভেম্বর, তাহলে কী করে 'বালা' পাভেলের মৌলিক গল্প হয় ?

পাভেল বলেন, "আমার 'বালা'র রেজিস্ট্রেশন ২০১৬ সালের এপ্রিল মাসে । সেটা কোর্টে দেওয়া আছে, আরও সব জায়গায় দেওয়া আছে । তাহলে এবার আমি প্রশ্ন করি, কন্নড় ছবির রেজিস্ট্রেশন কবে ? উত্তর হল ২০১৬ সালের নভেম্বর মাসে । আমি তাহলে প্রশ্ন করি, কন্নড় ছবিটা কীভাবে মৌলিক গল্প ? বা টেকো কীভাবে মৌলিক গল্প ? আমার বক্তব্য হল, রেপ নিয়ে ঋতুপর্ণ ঘোষ একটা ছবি করেছিলেন, তাহলে তো তিনি কপি ছবি করেছেন । কেন না তার আগে তো রেপ নিয়ে ছবি হয়েছে । ছেলেদের মাথার টাক পড়া, যার অন্যতম কারণ হল লাইফস্টাইল, জল ও আরও অনেক কিছু । এরকমভাবে আগেও ছেলেদের মাথা থেকে চুল পড়ত । কিন্তু সেটাকে ততটা খেয়াল করা হত না । এখন মাথার চুল হল স্টাইল স্টেটমেন্ট । মেয়েদের রূপের ক্ষেত্রে যেমন অনেককিছু দেখা হয়, ছেলেদের ক্ষেত্রে তাদের মাথার চুল দেখা হয় । বলা যেতে পারে মিডিয়াম অফ ডিস্ক্রিমিনেশন। সুতরাং, এটা একটা ঘটনা । একটা হয়ত কপি ছবি হচ্ছে, আমরা একটা মৌলিক গল্প নিয়ে করছি । টেকো হয়তো অন্য কথা বলছে । এবং তিনজনেরই জীবনের সমস্যা চুল পড়া । আমার বক্তব্য, চুল পড়া নিয়ে তিনটে ছবি হচ্ছে, তাতে কিছু করার নেই। 'বালা' যে আগে আসবে, সেটা আগে বলা ছিল । তারপর 'উজরা চমন'এর ট্রেলার মুক্তি পায় । এবার 'টেকো' বলছে ২২ তারিখ রিলিজ় করবে । এখানে আমি কোনও অসুবিধা দেখছি না । যার ছবি দর্শকের ভালো লাগবে, সেটা চলবে । বাকিদের এত টেনশন কেন জানি না । আমার তো কোনও টেনশন নেই ।"

এই দুটো ছবিতেই অভিনয় করেছেন সৌরভ শুক্লা । এ প্রসঙ্গে পাভেল বলেন, "জোকস অ্যাপার্ট! টেকো আর্টিস্টের অভাব আছে হয়ত । 'প্যাডম্যান' রিলিজ় করার আগে তো 'ফুল্লু' বেরিয়েছিল । তাহলে কি 'প্যাডম্যান' 'ফুল্লু'র কপি ? অত ভাবার দরকার নেই । তিনটি আলাদা ছবি, কমন বিষয় হয়ত চুল পড়ে যাওয়া । এর আগেও তো একজন কোর্ট কেস করেছিল । আমি তো প্রমাণ করে এসেছি, তখন তো সবকিছু চেপে গেছে । আপনি 'মিশন মঙ্গল' দেখেছেন? সেখানে সোনাক্ষী সিনহার চরিত্রের নাম কী ছিল ? অঙ্কিতা গান্ধি । কেন ছিল গান্ধি ? কারণ চরিত্রটি একটি অনাথ আশ্রমে মানুষ হয়েছে এবং মহাত্মা গান্ধি আমাদের ভারতের ফাদার অব দা নেশন । তাহলে কি ওঁরা পাভেলের 'বাবার নাম গান্ধিজি' ছবি থেকে চুরি করল ? তাহলে কি চুল পড়ে যাওয়াটা কারও পার্সোনাল ?"

Intro:২০১৭ সালে 'ওন্দু মোত্তেয়া কাথে' ছবিটি মুক্তি পেয়েছিল কন্নড় ভাষায়। টাক মাথা এক ব্যক্তির জীবনের কথা বলেছিল সেই ছবি। সেই ছবিরই অফিশিয়াল রিমেক 'উজ্জা চমন'। ছবিটি মুক্তি পাচ্ছে ২০১৯ সালের ৮ নভেম্বর। এবং তার আগের দিনই, অর্থাৎ ৭ নভেম্বর মুক্তি পাচ্ছে 'স্ত্রী' ছবির পরিচালক অমর কৌশিকের 'বালা'। ছবির গল্প বাঙালি পরিচালক পাভেলের। বালাও এক টাক মাথার ব্যক্তির জীবনের সংগ্রামের কথা বলে। যদিও পাভেল প্রথম থেকেই বলছেন 'বালা' তাঁর মৌলিক গল্প। এবার প্রশ্ন, পুরুষদের মাথার টাক পড়া নিয়ে যদি একটি কন্নড় ছবি ২০১৭ সালে মুক্তি পেয়ে থাকে, যার অফিশিয়াল রিমেক করা হিন্দি ছবিটি মুক্তি পাচ্ছে ৮ নভেম্বর, তাহলে কি করে ৭ নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা পাভেলের 'বালা' তাঁর মৌলিক গল্প হয়? প্রশ্ন করা হলে, বিষয়টি নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে সরাসরি কথা বলেন পাভেল।


Body:পাভেল বলেন, "আমার 'বালা'র রেজিস্ট্রেশন ২০১৬ সালের এপ্রিল মাসে। সেটা কোর্টে দেওয়া আছে, আরও সব জায়গায় দেওয়া আছে। তাহলে এবার আমি প্রশ্ন করি, কন্নড় ছবির রেজিস্ট্রেশন কবে? উত্তর হল ২০১৬ সালের নভেম্বর মাসে। আমি তাহলে প্রশ্ন করি, কন্নড় ছবিটা কীভাবে মৌলিক গল্প? বা টেকো কীভাবে মৌলিক গল্প? আমার বক্তব্য হল, রেপ নিয়ে ঋতুপর্ণ ঘোষ একটা ছবি করেছিল, তাহলে তো তিনি কপি ছবি করেছেন। কেন না তার আগে তো রেপ নিয়ে ছবি হয়েছে। একটা ফেনোমেনা, ছেলেদের মাথার টাক পড়া, যার অন্যতম কারণ লাইফস্টাইল, জল ও আরও অনেককিছু। এরকমভাবে আগেও ছেলেদের মাথা থেকে চুল পড়ত। কিন্তু সেটাকে ততটা খেয়াল করা হত না। এখন মাথার চুল হল স্টাইল স্টেটমেন্ট। মেয়েদের রূপের ক্ষেত্রে যেমন অনেককিছু দেখা হয়, ছেলেদের ক্ষেত্রে তাদের মাথার চুল দেখা হয়। বলা যেতে পারে মিডিয়াম অফ ডিস্ক্রিমিনেশন। সুতরাং, এটা একটা ঘটনা। একটা হয়তো কপি ছবি হচ্ছে, আমরা একটা মৌলিক গল্প নিয়ে করছি। টেকো হয়তো অন্য কথা বলছে। এবং তিনজনেরই জীবনের সমস্যা চুল পড়া। আমার বক্তব্য, চুল পড়া নিয়ে তিনটে ছবি হচ্ছে, তাতে কিছু করার নেই। 'বালা' যে আগে আসবে, সেটা আগে বলা ছিল। তারপর 'উজ্জা চমন'এর ট্রেলার বেরোয়। এবার 'টেকো' বলছে ২২ তারিখ রিলিজ করবে। যে যার মতো করবে। এখানে আমি আমার তো কোনও অসুবিধা দেখছি না। যার ছবির দর্শকের ভালো লাগবে, সেটা চলবে। বাকিদের এত টেনশন কেন জানি না। আমার তো কোনও টেনশন নেই। আমি তো জানি আমার গল্পটা কী। কেন বাকিদের চাপটা হচ্ছে জানেন? কেন না, আমার ছবিটা বেটার সিনেমা। আমার ছবিতে আয়ুষ্মান খুরানা আছে। আমার ছবিতে ইয়ামি গৌতম আছে, ভূমি পেদনেকার আছে। আমার ছবির পরিচালকে আগের ছবির নাম 'স্ত্রী'। ছবিটা ম্যাডক্স প্রডিউস করেছে। এইজন্য সকলের চাপ হচ্ছে।"




Conclusion:এই দুটো ছবিতেই অভিনয় করেছেন সৌরভ শুক্লা। প্রসঙ্গে পাভেল বললেন, "জোকস অ্যাপার্ট, টেকো আর্টিস্টের অভাব আছে হয়তো। 'প্যাডম্যান' রিলিজ করার আগে তো 'ফুল্লু' বেরিয়েছিল। তাহলে কি 'প্যাডম্যান' 'ফুল্লু'র কপি? অত ভাবার দরকার নেই। তিনটি আলাদা ছবি, কমন বিষয় হয়তো চুল পড়ে যাওয়া। আমি তো বলছি না আমার রেজিস্ট্রেশন আগে হয়েছে, আমার আইডিয়াটা লিক হয়েছে। এরকম তো হতেও পারে। আমি তো এতকিছু চাপ নিচ্ছি না। এর আগেও তো একজন কোর্ট কেস করেছিল। আমি তো প্রমাণ করে এসেছি, তখন তো সবকিছু চেপে গেছে। আপনি 'মিশন মঙ্গল' দেখেছেন? সেখানে সোনাক্ষী সিনহার চরিত্রের নাম কী ছিল? অঙ্কিতা গান্ধী। কেন ছিল গান্ধী? কারণ চরিত্রটি একটি অনাথ আশ্রমে মানুষ হয়েছে এবং মহাত্মা গান্ধী আমাদের ভারতবর্ষের ফাদার অব দা নেশন। তাহলে কি ওঁরা পাভেলের 'বাবার নাম গান্ধীজী' ছবি থেকে চুরি করল? তাহলে কি চুল পড়ে যাওয়াটা কারোর পার্সোনাল?"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.