ETV Bharat / sitara

Aryan khan at IPL Auction: এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল নিলামে আরিয়ান, এবার সঙ্গী সুহানা - আইপিএল নিলামে আরিয়ান খান

আইপিএল-এর নিলামে (IPL auction) দেখা গেল শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে (Aryan khan at IPL auction) ৷ ছিলেন কন্যা সুহানাও (Suhana Khan at IPL auction) ৷

ipl-auction-2022-aryan-khan-represents-srk-second-year-in-row-suhana-debuts
থাম্বনেইল
author img

By

Published : Feb 12, 2022, 2:49 PM IST

Updated : Feb 12, 2022, 4:26 PM IST

বেঙ্গালুরু, 12 ফেব্রুয়ারি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে (IPL auction) এবারেও নেই বলিউডের সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan misses IPL auction) ৷ শুক্রবার প্রি-অকশন টিম ব্রিফিং-এ ছিলেন তাঁর পুত্র আরিয়ান খান (Aryan khan at IPL auction) ৷ গত বছরের নিলামেও ছিলেন শাহরুখ-তনয় ৷ তবে এবারের নিলামে প্রথমবার দেখা গেল অভিনেতার কন্যা সুহানা খানকে (Suhana Khan at IPL auction)৷

প্রাক-নিলাম ইভেন্টের কিছু ছবি নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Ayan Suhana at IPL auction) ৷ সেগুলিরই একটি ছবিতে দেখা যাচ্ছে নিলামে পাশে বসে থাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন আরিয়ান খান ৷ আর তাঁর পাশে বসে রয়েছেন সুহানা খান ৷ এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল নিলামে অংশ নিলেন শাহরুখ-পুত্র ৷ তবে সুহানার নিলামে অংশগ্রহণ এই প্রথম ৷

আরও পড়ুন: NCB on Aryan Khan's bail: ফের অস্বস্তিতে অরিয়ান ! জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে এনসিবি

গত বছর অক্টোবরে মাদক মামলায় গ্রেফতারির পরবর্তী অধ্যায়ে কঠিন সময় কাটাতে হয়েছে আরিয়ান খানকে ৷ প্রায় এক মাস হাজতবাসের পর গত বছর 30 অক্টোবর তিনি জামিনে মুক্তি পান ৷ সেই পর্বের পর এই প্রথম প্রকাশ্যে আসতে দেখা গেল আরিয়ানকে ৷ অপরদিকে, সুহানা বর্তমানে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজের কোর্স করছেন ৷ ছুটিতে তিনি দেশে ফিরেছেন ৷ জোয়া আখতারের ফিল্ম দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে সুহানার ৷ সেই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকেও ৷

আরও পড়ুন: IPL Final : বিসলা হতে পারলেন না ভেঙ্কটেশ-গিল, নাইটদের হারিয়ে চতুর্থ আইপিএল জয় চেন্নাইয়ের

আজ ও কাল চলবে আইপিএল-এর নিলাম ৷ 370 জন ভারতীয় ও 220 জন বিদেশি মিলিয়ে মোট 590 জন খেলোয়াড় এ বার নিলামে উঠছেন ৷

বেঙ্গালুরু, 12 ফেব্রুয়ারি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে (IPL auction) এবারেও নেই বলিউডের সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan misses IPL auction) ৷ শুক্রবার প্রি-অকশন টিম ব্রিফিং-এ ছিলেন তাঁর পুত্র আরিয়ান খান (Aryan khan at IPL auction) ৷ গত বছরের নিলামেও ছিলেন শাহরুখ-তনয় ৷ তবে এবারের নিলামে প্রথমবার দেখা গেল অভিনেতার কন্যা সুহানা খানকে (Suhana Khan at IPL auction)৷

প্রাক-নিলাম ইভেন্টের কিছু ছবি নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Ayan Suhana at IPL auction) ৷ সেগুলিরই একটি ছবিতে দেখা যাচ্ছে নিলামে পাশে বসে থাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন আরিয়ান খান ৷ আর তাঁর পাশে বসে রয়েছেন সুহানা খান ৷ এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল নিলামে অংশ নিলেন শাহরুখ-পুত্র ৷ তবে সুহানার নিলামে অংশগ্রহণ এই প্রথম ৷

আরও পড়ুন: NCB on Aryan Khan's bail: ফের অস্বস্তিতে অরিয়ান ! জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে এনসিবি

গত বছর অক্টোবরে মাদক মামলায় গ্রেফতারির পরবর্তী অধ্যায়ে কঠিন সময় কাটাতে হয়েছে আরিয়ান খানকে ৷ প্রায় এক মাস হাজতবাসের পর গত বছর 30 অক্টোবর তিনি জামিনে মুক্তি পান ৷ সেই পর্বের পর এই প্রথম প্রকাশ্যে আসতে দেখা গেল আরিয়ানকে ৷ অপরদিকে, সুহানা বর্তমানে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজের কোর্স করছেন ৷ ছুটিতে তিনি দেশে ফিরেছেন ৷ জোয়া আখতারের ফিল্ম দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে সুহানার ৷ সেই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকেও ৷

আরও পড়ুন: IPL Final : বিসলা হতে পারলেন না ভেঙ্কটেশ-গিল, নাইটদের হারিয়ে চতুর্থ আইপিএল জয় চেন্নাইয়ের

আজ ও কাল চলবে আইপিএল-এর নিলাম ৷ 370 জন ভারতীয় ও 220 জন বিদেশি মিলিয়ে মোট 590 জন খেলোয়াড় এ বার নিলামে উঠছেন ৷

Last Updated : Feb 12, 2022, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.