ETV Bharat / sitara

'মুখার্জি দার বউ'-কে নিয়ে আড্ডায় পরিচালক পৃথা চক্রবর্তী - Debutant director

হতে চেয়েছিলেন গায়িকা। তারপর মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন পৃথা চক্রবর্তী। তিনি রানাঘাটের মেয়ে। ছোটো শহর থেকে এলেও তাঁর স্বপ্ন ছিল বড়। তাই, নিজেই নিজের জীবন ঠিক করে নিলেন। বিজ্ঞানের ছাত্রী পৃথাকে কে যেন বলেছিলেন মাস কমিউনিকেশন পড়লে নাকি গায়িকা হওয়া যায়। কথাটা সহজ সরল পৃথা বিশ্বাসও করে নেন। আর সেটা যে একেবারেই সত্যি নয়, জানতে পারেন পড়াশোনা করতে করতে। সেখান থেকেই তৈরি হয় পৃথার চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহ।

pritha chakraborty
author img

By

Published : Feb 20, 2019, 8:14 PM IST

কয়েক বছর আগে পৃথা মাদার্স ডে এবং ফাদার্স ডে'কে কেন্দ্র করে দুটি শর্ট ফিল্ম বানিয়েছেন। একটি 'মায়েরা মিথ্যা কথা বলে' এবং অন্যটি 'বাবারা থাকেন এভাবেই নিঃশব্দে'। এই দুটি শর্ট ফিল্ম দেখেই তাঁকে উইন্ডোজ়ের অফিসে ডেকে পাঠান শিবপ্রসাদ মুখোপাধ্যায়। উদ্দেশ্য একটাই, পৃথাকে দিয়ে একটি ছবি পরিচালনা করানো। এভাবেই ফিচার ফিল্ম পরিচালক হিসেবে জীবন শুরু হয় পৃথার।

পৃথার পরিচালনায় প্রথম ছবি 'মুখার্জি দার বউ' মুক্তি পেতে চলেছে নারী দিবসে অর্থাৎ ৮ মার্চ। ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, শিশুশিল্পী অ্যাডোলিনা এবং বিশ্বনাথ। পৃথার গোটা টিমটাই মহিলাবাহিনী। ছবি নিয়ে তিনি স্বাভাবিকভাবেই খুবই উচ্ছ্বসিত। সেই উচ্ছ্বাস ধরা পরল ইটিভি ভারতের ক্যামেরার সামনে। একান্ত সাক্ষাৎকারে পৃথা জানালেন তাঁর জীবনের অনেককিছু।

শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় কীভাবে তাঁর পাশে এসে দাঁড়ালেন? একজন মহিলা পরিচালককে বাংলা চলচ্চিত্র জগৎ কীভাবে দেখে ? নারীদের নিয়ে কথা বলতে গিয়ে নিজের মধ্যে নারীসত্তার কতখানি পরিবর্তন এসেছে? এসব কিছুই বললেন অবলীলায়। পুরোটা জানতে দেখুন ভিডিয়ো...

pritha chakraborty

কয়েক বছর আগে পৃথা মাদার্স ডে এবং ফাদার্স ডে'কে কেন্দ্র করে দুটি শর্ট ফিল্ম বানিয়েছেন। একটি 'মায়েরা মিথ্যা কথা বলে' এবং অন্যটি 'বাবারা থাকেন এভাবেই নিঃশব্দে'। এই দুটি শর্ট ফিল্ম দেখেই তাঁকে উইন্ডোজ়ের অফিসে ডেকে পাঠান শিবপ্রসাদ মুখোপাধ্যায়। উদ্দেশ্য একটাই, পৃথাকে দিয়ে একটি ছবি পরিচালনা করানো। এভাবেই ফিচার ফিল্ম পরিচালক হিসেবে জীবন শুরু হয় পৃথার।

পৃথার পরিচালনায় প্রথম ছবি 'মুখার্জি দার বউ' মুক্তি পেতে চলেছে নারী দিবসে অর্থাৎ ৮ মার্চ। ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, শিশুশিল্পী অ্যাডোলিনা এবং বিশ্বনাথ। পৃথার গোটা টিমটাই মহিলাবাহিনী। ছবি নিয়ে তিনি স্বাভাবিকভাবেই খুবই উচ্ছ্বসিত। সেই উচ্ছ্বাস ধরা পরল ইটিভি ভারতের ক্যামেরার সামনে। একান্ত সাক্ষাৎকারে পৃথা জানালেন তাঁর জীবনের অনেককিছু।

শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় কীভাবে তাঁর পাশে এসে দাঁড়ালেন? একজন মহিলা পরিচালককে বাংলা চলচ্চিত্র জগৎ কীভাবে দেখে ? নারীদের নিয়ে কথা বলতে গিয়ে নিজের মধ্যে নারীসত্তার কতখানি পরিবর্তন এসেছে? এসব কিছুই বললেন অবলীলায়। পুরোটা জানতে দেখুন ভিডিয়ো...

pritha chakraborty
Intro:Body:

Blank 1


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.