কয়েক বছর আগে পৃথা মাদার্স ডে এবং ফাদার্স ডে'কে কেন্দ্র করে দুটি শর্ট ফিল্ম বানিয়েছেন। একটি 'মায়েরা মিথ্যা কথা বলে' এবং অন্যটি 'বাবারা থাকেন এভাবেই নিঃশব্দে'। এই দুটি শর্ট ফিল্ম দেখেই তাঁকে উইন্ডোজ়ের অফিসে ডেকে পাঠান শিবপ্রসাদ মুখোপাধ্যায়। উদ্দেশ্য একটাই, পৃথাকে দিয়ে একটি ছবি পরিচালনা করানো। এভাবেই ফিচার ফিল্ম পরিচালক হিসেবে জীবন শুরু হয় পৃথার।
পৃথার পরিচালনায় প্রথম ছবি 'মুখার্জি দার বউ' মুক্তি পেতে চলেছে নারী দিবসে অর্থাৎ ৮ মার্চ। ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, শিশুশিল্পী অ্যাডোলিনা এবং বিশ্বনাথ। পৃথার গোটা টিমটাই মহিলাবাহিনী। ছবি নিয়ে তিনি স্বাভাবিকভাবেই খুবই উচ্ছ্বসিত। সেই উচ্ছ্বাস ধরা পরল ইটিভি ভারতের ক্যামেরার সামনে। একান্ত সাক্ষাৎকারে পৃথা জানালেন তাঁর জীবনের অনেককিছু।
শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় কীভাবে তাঁর পাশে এসে দাঁড়ালেন? একজন মহিলা পরিচালককে বাংলা চলচ্চিত্র জগৎ কীভাবে দেখে ? নারীদের নিয়ে কথা বলতে গিয়ে নিজের মধ্যে নারীসত্তার কতখানি পরিবর্তন এসেছে? এসব কিছুই বললেন অবলীলায়। পুরোটা জানতে দেখুন ভিডিয়ো...