তেলাঙ্গানা : গতকাল 6 ডিসেম্বর যখন TBFF শুরু হচ্ছে, সমগ্র তেলাঙ্গানা জুড়ে তখন আরও এক কারণে উল্লাসের আমেজ। হায়দরাবাদে হওয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় চার অভিযুক্তের এনকাউন্টার কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে। তবে বেশিরভাগ মানুষ অভিযুক্তদের এই পরিণতিতে খুশি হলেও কেউ কেউ এর বিপক্ষে মন্তব্য করেছেন। এই প্রসঙ্গে কী বললেন শাশ্বত চ্যাটার্জি?
অভিনেতা বললেন, "মৃত্যুদণ্ডের তো দরকার ছিল বলে আমার মনে হয়। আমরা যেটাই মানি বা বিশ্বাস করি, সেটা কোনও একটা ভয়ের কারণে। বেশিরভাগ লোক গাড়ির সিটবেল্ট লাগায় পুলিশে ধরবে বলে। একটা ভয় কোথাও তৈরি হওয়া দরকার আছে। নাহলে এ জিনিস চলতেই থাকবে।"
তবে কারো মৃত্যদণ্ডই কাঙ্খিত নয় বলে মনে করেন শাশ্বত। তিনি বললেন, "এই এনকাউন্টারটা হল, কতটা কী হয়েছে ডিটেলস তো জানি না..মৃত্যুদণ্ড কাঙ্খিত নয়, কিন্তু এমন কিছু হওয়া উচিত যাতে মানুষ ভয় পেয়ে এই পথে না হাঁটে।"
শাশ্বত কথা বললেন, ফিল্মের পরিবর্তিত ভাষা নিয়ে, বব বিশ্বাস চরিত্রে অভিষেক বচ্চনের অভিনয় করা নিয়ে। কোনও রাখঢাক না করে তিনি যেন মনের কথা উগড়ে দিলেন। সঙ্গে মজার ছলে এটাও বললেন যে, ফিল্মের থেকেও এটা অনেক বেশি সেলফি তোলার ফেস্টিভাল।
দেখে নিন ভিডিয়ো..