ETV Bharat / sitara

ভাইয়ের মৃত্যুর জন্য এবছর জন্মদিন পালন করছেন না ইন্দ্রানী

author img

By

Published : Jan 6, 2020, 3:21 PM IST

আজ 48-এ পা দিলেন ইন্দ্রানী হালদার । যদিও কিছুদিন আগে ভাই মারা যাওয়ার পর এবার জন্মদিন পালন করছেন না তিনি ।

sdf
df

কলকাতা : আজ ইন্দ্রানী হালদারের জন্মদিন । 48-এ পা দিলেন বাংলা সিনেমা ও টেলি জগতের এই অভিনেত্রী । প্রতিবারই ধুমধাম করে নিজের জন্মদিন পালন করেন । এবারও তাই হওয়ার কথা ছিল । কিন্তু, কিছুদিন আগে ছোটোভাইকে হারিয়েছেন । তাই আর জন্মদিন পালন করার কোনও ইচ্ছেই নেই তাঁর ।

ইন্দ্রানী বলেন, "আসলে কয়েকদিন আগে আমার ছোটো ভাই মারা গেছে তো, তাই সেরকমভাবে সেলিব্রেট করছি না । শুটিংয়ে যাব । কিন্তু, পরের বছর সেলিব্রেট করব ।"

dfg
ইন্দ্রানী হালদার

ইন্দ্রানী বাংলা ছবি এবং ধারাবাহিকের খুবই পরিচিত মুখ । জোছন দস্তিদারের 'তেরো পার্বণ' ধারাবাহিকে প্রথম অভিনয় করেন তিনি । তারপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি । পরপর কাজের সুযোগ আসে । এতদিনের ফিল্মি ক্যারিয়ারে ইন্দ্রানী প্রায় 51 টি ছবি এবং 23 টি ধারাবাহিকে অভিনয় করেছেন দাপটের সঙ্গে । ধারাবাহিকে তাঁর জনপ্রিয়তা অন্য মাত্রায় পৌঁছেছে । তাঁর চরিত্রগুলিকে খুব সহজেই আপন করে নিয়েছেন দর্শকরা । 2003 থেকে 2008 সাল পর্যন্ত মুম্বইতে থেকে হিন্দি ধারাবাহিকেও কাজ করেন তিনি ।

cfg
ইন্দ্রানী হালদার

সাম্প্রতিককালে 'গোয়েন্দা গিন্নি' ও 'সীমারেখা'-তে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন ইন্দ্রানী । এখন তিনি অভিনয় করছেন 'শ্রীময়ী' ধারাবাহিকে । ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি । সেখানে এক অসহায় গৃহবধূর অদম্য লড়াইয়ের ঘুরে দাঁড়ানোর গল্প বলা হচ্ছে ।

df
ইন্দ্রানী হালদার

ধারাবাহিক ছাড়া বাংলা ছবিতেও সাফল্য পেয়েছেন ইন্দ্রানী । পেয়েছেন জাতীয় পুরস্কারও । ঋতুপর্ণ ঘোষের 'দহন' ছবিতে অভিনয় করে 1997 সালে পান জাতীয় পুরষ্কার । আজ ইন্দ্রানীর জন্মদিনে ETV ভারত সিতারার তরফে তাঁকে অনেক শুভেচ্ছা ।

কলকাতা : আজ ইন্দ্রানী হালদারের জন্মদিন । 48-এ পা দিলেন বাংলা সিনেমা ও টেলি জগতের এই অভিনেত্রী । প্রতিবারই ধুমধাম করে নিজের জন্মদিন পালন করেন । এবারও তাই হওয়ার কথা ছিল । কিন্তু, কিছুদিন আগে ছোটোভাইকে হারিয়েছেন । তাই আর জন্মদিন পালন করার কোনও ইচ্ছেই নেই তাঁর ।

ইন্দ্রানী বলেন, "আসলে কয়েকদিন আগে আমার ছোটো ভাই মারা গেছে তো, তাই সেরকমভাবে সেলিব্রেট করছি না । শুটিংয়ে যাব । কিন্তু, পরের বছর সেলিব্রেট করব ।"

dfg
ইন্দ্রানী হালদার

ইন্দ্রানী বাংলা ছবি এবং ধারাবাহিকের খুবই পরিচিত মুখ । জোছন দস্তিদারের 'তেরো পার্বণ' ধারাবাহিকে প্রথম অভিনয় করেন তিনি । তারপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি । পরপর কাজের সুযোগ আসে । এতদিনের ফিল্মি ক্যারিয়ারে ইন্দ্রানী প্রায় 51 টি ছবি এবং 23 টি ধারাবাহিকে অভিনয় করেছেন দাপটের সঙ্গে । ধারাবাহিকে তাঁর জনপ্রিয়তা অন্য মাত্রায় পৌঁছেছে । তাঁর চরিত্রগুলিকে খুব সহজেই আপন করে নিয়েছেন দর্শকরা । 2003 থেকে 2008 সাল পর্যন্ত মুম্বইতে থেকে হিন্দি ধারাবাহিকেও কাজ করেন তিনি ।

cfg
ইন্দ্রানী হালদার

সাম্প্রতিককালে 'গোয়েন্দা গিন্নি' ও 'সীমারেখা'-তে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন ইন্দ্রানী । এখন তিনি অভিনয় করছেন 'শ্রীময়ী' ধারাবাহিকে । ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি । সেখানে এক অসহায় গৃহবধূর অদম্য লড়াইয়ের ঘুরে দাঁড়ানোর গল্প বলা হচ্ছে ।

df
ইন্দ্রানী হালদার

ধারাবাহিক ছাড়া বাংলা ছবিতেও সাফল্য পেয়েছেন ইন্দ্রানী । পেয়েছেন জাতীয় পুরস্কারও । ঋতুপর্ণ ঘোষের 'দহন' ছবিতে অভিনয় করে 1997 সালে পান জাতীয় পুরষ্কার । আজ ইন্দ্রানীর জন্মদিনে ETV ভারত সিতারার তরফে তাঁকে অনেক শুভেচ্ছা ।

Intro:আজ ইন্দ্রানী হালদারের জন্মদিন। ৪৮'এ পা দিলেন বাংলা সিনেমা ও টেলি জগতের ডাকসাইটে অভিনেত্রী। প্রতিবারই তিনি ধুমধাম করে পালন করেন নিজের জন্মদিন। এবারও তাই হওয়ার কথা ছিল। কিন্তু কিছুদিন আগে নিজের আদরের ছোটভাইকে হারিয়েছেন ইন্দ্রানী। তাই আর জন্মদিন পালন করার কোনও ইচ্ছেই নেই তাঁর। সেই কথাই ইন্দ্রানী জানালেন ETV ভারত সিতারাকে।


Body:ইন্দ্রানী আমাদের বললেন, "আসলে কয়েকদিন আগে আমার ছোটো ভাই মারা গেছে তো, তাই সেরকমভাবে সেলিব্রেট করছি না। শুটিং আছে। একটু পরে শুটিংয়েই যাব। কিন্তু পরের বছর সেলিব্রেট করব। তখন তোমাদের আসতে বলব।"

ইন্দ্রানী বাংলা ছবি এবং ধারাবাহিকের খুবই পরিচিত মুখ। জোছন দস্তিদারের 'তেরো পার্বণ' ধারাবাহিকে প্রথম অভিনয় করার সুযোগ পান ইন্দ্রানী। তারপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। পরপর কাজের সুযোগ আসে ছবিতে এবং ধারাবাহিকে। এতদিনের ফিল্মি ক্যারিয়ারে ইন্দ্রানী প্রায় ৫১টি ছবি এবং ২৩টি ধারাবাহিকে অভিনয় করেছেন দাপটের সঙ্গে। ধারাবাহিকে তাঁর জনপ্রিয়তা অন্য মাত্রায় পৌঁছেছে। সেখানে ইন্দ্রাণীর করা চরিত্রগুলি তাঁকে খুব সহজেই দর্শকের আপন করে তুলেছে। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত মুম্বইতে থেকে হিন্দি ধারাবাহিকেও কাজ করেন তিনি।

সাম্প্রতিককালে 'গোয়েন্দা গিন্নি' ও 'সীমারেখা'তে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন ইন্দ্রানী। এখন তিনি অভিনয় করছেন 'শ্রীময়ী' ধারাবাহিকে। যে ধারাবাহিকে শ্রীময়ী নাম ভূমিকায় ইন্দ্রানী। সেখানে এক অসহায় গৃহবধুর অদম্য লড়াইয়ের ঘুরে দাঁড়ানোর গল্প বলা হচ্ছে।




Conclusion:ধারাবাহিক ছাড়া বাংলা ছবিতেও সাফল্য পেয়েছেন ইন্দ্রানী। পেয়েছেন জাতীয় পুরস্কার। ঋতুপর্ণ ঘোষের 'দহন' ছবিতে অভিনয় করে ১৯৯৭ সালে পেয়েছেন জাতীয় পুরষ্কারও।

আজ ইন্দ্রানীর জন্মদিনে ETV ভারত সিতারার পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.