ETV Bharat / sitara

জিশু সেনগুপ্তের আত্মজীবনী দেখাবে পথ

জিশু সেনগুপ্তের নতুন উদ্যোগ ৷ তাঁর আত্মজীবনী 'আবহমান :মাই জার্নি সো ফার' দেখাবে পথ ৷ তাঁর এই আত্মজীবনী মূলত হতে চলেছে অনুপ্রেরণামূলক ৷ 2022 সালেই প্রকাশ পাবে এই বই ৷

latest news of Jisshu Sengupta
জিশু সেনগুপ্ত, ছবি সৌজন্য সোশাল মিডিয়া
author img

By

Published : Mar 17, 2021, 6:25 PM IST

পশ্চিমবঙ্গ 17 মার্চ : অভিনেতা জিশু সেনগুপ্ত এবার ধরা দেবে লেখক রুপেও ৷ অভিনেতা নিজের জীবনের উপলব্ধীগুলিকে এক সুতোয় বেঁধে প্রকাশ করতে চলেছেন তাঁর আত্মজীবনী 'আবহমান :মাই জার্নি সো ফার' ৷

অভিনেতা হিসেবে আজ যখন আমরা তাঁকে এতটা সফল দেখি ,তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে ইচ্ছে জাগে তাঁর সফলতার রহস্য জানার ৷ আর অভিনেতাও নিরাশ করবার পাত্র নয় তাঁর ভক্তদের ৷ এবার তাই সেই সব প্রশ্নের যথাযথ উত্তর মিলে যাবে তাঁর আত্মজীবনীতে ৷

latest news of Jisshu Sengupta
জিশু সেনগুপ্ত, ছবি সৌজন্য ইনস্টাগ্রাম

একটি সংবাদ সংস্থার কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, 2022 সালেই মুক্তি পাবে তাঁর আত্মজীবনী 'আবহমান :মাই জার্নি সো ফার' ৷ তিনি আরও বলেছেন, একসময় তাঁকে 'অশুভ' বলেও ডাকা হত ৷ কিন্তু সেই জায়গা থেকে তাঁর ঘুরে দাড়ানো, 23 বছরের ফিল্ম জগতের অভিজ্ঞতা সবকিছুই থাকতে চলেছে তাঁর বইতে ৷ অভিনেতা থেকে তাঁর নায়ক পর্যায়ে যাওয়ার জার্নি সব থাকবে এই বইতে ৷

অভিনেতা আরও বলেন যে,'আগের বছরটি খুবই চিন্তাশীল একটি বছর ছিল ৷ আমি আমার ঘরে আমার পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি, এরই সঙ্গে সময় কাটিয়েছি নিজের সঙ্গেও ৷ যেটা আমি আগে কখনও করতে পারিনি ৷ ...তখন আমি দেখেছিলাম কত মানুষ নানা কারনে উদ্বিগ্ন ও চিন্তিত থাকে ৷ অথচ আমরা কেউ জানি না আগামীকাল কি হতে চলেছে ৷...তাই এবার সময় এই বিষয়ে কথা বলার' ৷

তিনি জানিয়েছেন, এই বইটি তাদেঁর জন্য খুব উপকারী হবে যাঁরা ফিল্ম জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান ৷ এরই সঙ্গে তিনি বলেন, যেহেতু ক্রমাগত প্রবাহিত হয়ে চলাই জীবন তাই তিনি তাঁর ছবির নাম রেখেছেন 'আবহমান' ৷

পশ্চিমবঙ্গ 17 মার্চ : অভিনেতা জিশু সেনগুপ্ত এবার ধরা দেবে লেখক রুপেও ৷ অভিনেতা নিজের জীবনের উপলব্ধীগুলিকে এক সুতোয় বেঁধে প্রকাশ করতে চলেছেন তাঁর আত্মজীবনী 'আবহমান :মাই জার্নি সো ফার' ৷

অভিনেতা হিসেবে আজ যখন আমরা তাঁকে এতটা সফল দেখি ,তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে ইচ্ছে জাগে তাঁর সফলতার রহস্য জানার ৷ আর অভিনেতাও নিরাশ করবার পাত্র নয় তাঁর ভক্তদের ৷ এবার তাই সেই সব প্রশ্নের যথাযথ উত্তর মিলে যাবে তাঁর আত্মজীবনীতে ৷

latest news of Jisshu Sengupta
জিশু সেনগুপ্ত, ছবি সৌজন্য ইনস্টাগ্রাম

একটি সংবাদ সংস্থার কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, 2022 সালেই মুক্তি পাবে তাঁর আত্মজীবনী 'আবহমান :মাই জার্নি সো ফার' ৷ তিনি আরও বলেছেন, একসময় তাঁকে 'অশুভ' বলেও ডাকা হত ৷ কিন্তু সেই জায়গা থেকে তাঁর ঘুরে দাড়ানো, 23 বছরের ফিল্ম জগতের অভিজ্ঞতা সবকিছুই থাকতে চলেছে তাঁর বইতে ৷ অভিনেতা থেকে তাঁর নায়ক পর্যায়ে যাওয়ার জার্নি সব থাকবে এই বইতে ৷

অভিনেতা আরও বলেন যে,'আগের বছরটি খুবই চিন্তাশীল একটি বছর ছিল ৷ আমি আমার ঘরে আমার পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি, এরই সঙ্গে সময় কাটিয়েছি নিজের সঙ্গেও ৷ যেটা আমি আগে কখনও করতে পারিনি ৷ ...তখন আমি দেখেছিলাম কত মানুষ নানা কারনে উদ্বিগ্ন ও চিন্তিত থাকে ৷ অথচ আমরা কেউ জানি না আগামীকাল কি হতে চলেছে ৷...তাই এবার সময় এই বিষয়ে কথা বলার' ৷

তিনি জানিয়েছেন, এই বইটি তাদেঁর জন্য খুব উপকারী হবে যাঁরা ফিল্ম জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান ৷ এরই সঙ্গে তিনি বলেন, যেহেতু ক্রমাগত প্রবাহিত হয়ে চলাই জীবন তাই তিনি তাঁর ছবির নাম রেখেছেন 'আবহমান' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.