ওয়াশিংটন : টম হ্যাঙ্কসের পর এবার কোরোনায় আক্রান্ত হলেন আরও এক হলিউড অভিনেতা ইদ্রিস এলবা । টুইটারে খবরটি প্রকাশ্যে আনেন তিনি ।
ইদ্রিসের শরীরে কোরোনার কোনও উপসর্গ পাওয়া যায়নি । কিন্তু, কয়েকদিন ধরেই অস্বস্তি হচ্ছিল তাঁর । তারপরই পরীক্ষা করেন । তিনি কোরোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে রিপোর্টে । বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গেই কোয়ারেন্টাইনে চলে যান তিনি ।
টুইটারে স্ত্রী সবরিনা ধৌরের সঙ্গে তোলা একটি ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, "সবাই যতটা পারবেন বাড়িতে থাকুন । আমি কী করছি না করছি সবই আপডেট দিতে থাকব । এ নিয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই ।"
-
This morning I tested positive for Covid 19. I feel ok, I have no symptoms so far but have been isolated since I found out about my possible exposure to the virus. Stay home people and be pragmatic. I will keep you updated on how I’m doing 👊🏾👊🏾 No panic. pic.twitter.com/Lg7HVMZglZ
— Idris Elba (@idriselba) March 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This morning I tested positive for Covid 19. I feel ok, I have no symptoms so far but have been isolated since I found out about my possible exposure to the virus. Stay home people and be pragmatic. I will keep you updated on how I’m doing 👊🏾👊🏾 No panic. pic.twitter.com/Lg7HVMZglZ
— Idris Elba (@idriselba) March 16, 2020This morning I tested positive for Covid 19. I feel ok, I have no symptoms so far but have been isolated since I found out about my possible exposure to the virus. Stay home people and be pragmatic. I will keep you updated on how I’m doing 👊🏾👊🏾 No panic. pic.twitter.com/Lg7HVMZglZ
— Idris Elba (@idriselba) March 16, 2020
ভিডিয়োতে ইদ্রিস বলেন, "এটা খুবই গুরুত্বপূর্ণ ।এখন সময় এসেছে পারিপার্শ্বিক মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখা ও বার বার হাত ধোয়া । যদি আপনারা কেউ অসুস্থতা অনুভব করেন তাহলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করুন । তবে নভেল করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে নিজেকে পরিষ্কার রাখুন । চিকিৎসকের পরামর্শ মেনে চলুন । তাহলেই এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে ।"
শুধু এলবাই নন । কোরোনা ভাইরাসে আক্রান্ত ক্রিস্টোফার হিবজু । 'গেম অফ থ্রোনস' ছবিতে অভিনয় করেছিলেন তিনি । ভাইরাসে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই নরওয়েতে থাকা নিজের পরিবারের কাছে চলে যান তিনি । সেখানে কোয়ান্টাইনে থাকেন ।
তার আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী রিটা উইলসন । অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁরা । সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন । যদিও ঘরে আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে ।
গোটা বিশ্বেই থাবা বসিয়েছে কোরোনা । প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার বিচারে এখনও সবার উপরে রয়েছে চিন ৷ চিনের পরই মৃতের সংখ্যার বিচারে তালিকায় রয়েছে ইট্যালি ৷ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই কোরোনা ভাইরাসকে 'প্যানডেমিক' বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।