মুম্বই, 22 মার্চ: বলিউডে কাস্টিং কাউচ নতুন কিছু নয় ৷ নানা সময়ে নানা অভিনেত্রীকে নির্মাতা ও নায়কদের কুপ্রস্তাব দেওয়ার ঘটনা নিয়ে সরব হয়েছেন অনেকেই ৷ এ বার নিজের সেরকমই একটি অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ তাঁর কেরিয়ারের শুরুর দিকে এক পরিচালক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন দেশি গার্ল ৷ তাঁকে অন্তর্বাস খুলতে বলা হয়েছিল বলে জানান তিনি ৷ তবে ভয় পেয়ে তিনি কখনও কারওকে এ কথা জানাতে পারেননি ৷
ওপরাহ উইনফ্রেকে দেওয়া সাক্ষাত্কারে প্রিয়াঙ্কা সেই কঠিন সময়ের কথা শেয়ার করেছেন ৷ ওই পরিচালকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারার আক্ষেপ তাঁকে এখনও কুড়ে কুড়ে খায় ৷ তবে সেই সময়ে একটা ভয় কাজ করেছিল ৷ তাই কারওকে কিছু বলতে পারেননি পিগ্গি চপস ৷ ওই চিত্রনির্মাতা একটি শ্যুটিং-এর সেটে প্রিয়াঙ্কাকে একটি উত্তেজক নাচ করতে বলেছিলেন ৷ আর নাচতে নাচতেই অভিনেত্রীকে স্ট্রিপ করতে বলেন পরিচালক ৷ এমনকী অন্তর্বাস পর্যন্ত খুলতে বলেন তিনি ৷ যদিও তাতে রাজি হননি প্রিয়াঙ্কা এবং পরের দিনই তিনি সেই ফিল্ম ছেড়ে দেন ৷ তবে এই ঘটনা কারওকে বলতে পারেননি তিনি ৷ সাক্ষাত্কারেও ওই পরিচালকের নাম বলেননি প্রিয়াঙ্কা ৷
আরও পড়ুন: বিষ্ণু বিশালের সঙ্গে শিগগিরই বিয়ের পিঁড়িতে জোয়ালা গুট্টা
তবে ছবিটি ছেড়ে দেওয়ার সাহস তিনি কোথায় পেলেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, "আমার আপব্রিঙ্গিং থেকেই সেটা পেয়েছি ৷ আমার যখন 9 বছর বয়স, তখন মা বলতেন, তুমি জীবনে যা-ই করো, আর্থিকভাবে স্বাধীন থেকো ৷ সবসময় আমায় অন্যায়ের বিরুদ্ধে গলা তোলার শিক্ষা দেওয়া হয়েছিল ৷ তবে সেই চিত্রনির্মাতাকে আমি কোনওদিন কিছু বলতে পারিনি, সেটাই আমার আক্ষেপ ৷ আমি সিস্টেমের মধ্যে থেকে কাজ করে গিয়েছি ৷ কখনও তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে বলিনি যে, আপনি ভুল করেছেন ৷ কারণ আমি ভয় পেয়েছিলাম ৷ আমার সামনে একটাই রাস্তা খোলা ছিল, সেখান থেকে বেরিয়ে আসা ৷ সেটাই করি ৷"
প্রাক্তন মিস ইন্ডিয়া ও মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া দোস্তানা, বরফি, ফ্যাশন, মেরি কম, বাজিরাও মস্তানি, দ্য স্কাই ইজ় পিঙ্ক, ডন-সহ বিভিন্ন হিট ফিল্মে অভিনয় করেছেন ৷ এখন হলিউডেও তিনি বেশ কয়েকটি ফিল্মে কাজ করছেন ৷