ETV Bharat / sitara

অভিনয় করি বলে এত সস্তা-ঘরভাঙানি নই, এটা আমার রক্তে নেই, নীরবতা ভাঙলেন শ্রীময়ী - কাঞ্চন শ্রীময়ী

অভিনয় করি বলে আমি এত সস্তা-ঘরভাঙানি নই, এটা আমার রক্তে নেই ৷ কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) সঙ্গে তাঁর নাম জড়ানোয় এমনই প্রতিক্রিয়া শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) ৷ ইনস্টাগ্রামে ভিডিয়ো বার্তায় বললেন, তিনি এই নেগেটিভ পাবলিসিটিতে লজ্জিত ৷

i-might-have-played-negative-characters-but-i-am-not-a-negative-person-sreemoyee-chattorajs-video-statement-on-rumour-love-affair-with-kanchan-mullick
অভিনয় করি বলে এত সস্তা-ঘরভাঙানি নই, এটা আমার রক্তে নেই : শ্রীময়ী
author img

By

Published : Jun 21, 2021, 7:01 PM IST

Updated : Jun 21, 2021, 8:15 PM IST

আপনারা জানেন, নেগেটিভ পাবলিসিতে আমার নামটা এখন হাইলাইটেড হয়েছে ৷ এ জন্য আমি দুঃখিত ও লজ্জিত ৷ অনেকে নেগেটিভ কমেন্ট করেছেন ৷ তবে অনেকে যাঁরা আমাকে কাছ থেকে দেখেছেন, তাঁরা জানেন আমি কী ধরনের ৷ আমি হয়তো নেগেটিভ চরিত্রে অভিনয় করি, তবে বাস্তব জীবনে শ্রীময়ী একেবারেই নেগেটিভ নয় ৷ আমি মানুষের সঙ্গে মিশতে পারি, আমি আড্ডা মারতে ভালবাসি ৷ আমার বয়সটা তো খুব বেশি নয় ৷ সদ্য কলেজ পাস আউট করেছি 2018 সালে ৷ আজ যা হল, তাতে আমার মানসিক চাপ বাড়ল এবং কাজের ক্ষেত্রেও ক্ষতি হবে ৷ আমার পরিবারও খুব অবাক হয়ে গিয়েছে ৷ আমি যে পরিবারে বড় হয়েছি, তারা কখনও এত লাইমলাইট দেখেনি ৷ তাঁরা কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না ৷ এটা খুবই দুর্ভাগ্যজনক ৷ কাজের বাইরে এ ভাবে শিরোনামে আসতে হল ৷

সময় লাগবে তবে সত্যিটা সামনে আসবে ৷ কারও সংসার ভেঙে, পরকীয়া করে, কারও ক্ষতি করে নোংরাভাবে কারও সঙ্গে জড়াতে চাই না ৷ আমি এতটা হতাশ নই এবং আমার সেই দিন আসেনি যে, আমি একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব ৷ আমার এখন এ সবের সময় নয়, এখন আমার কাজের সময় ৷ মানুষকে মনোরঞ্জন করতে হবে ৷ যে জন্য মানুষ আমায় ভালবেসেছেন ৷

আরও পড়ুন: এবার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন কাঞ্চন মল্লিক

যিনি এই কুত্সা করলেন, কেন করলেন, আমি জানি না ৷ আমার সম্পর্কে যে কথা বলা হয়েছে, এফআইআর দায়ের করেছেন ৷ খুব ভাল করেছেন ৷ পুলিশ সত্যতা যাচাই করবে ৷ আপনারা যদি ভিডিয়োটা দেখে থাকেন, যে ভিডিয়োটা নিয়ে কথা হয়েছে, তাহলেই সব স্পষ্ট হয়ে যাবে ৷ একজন মেয়ে হিসেবে, আমার একটা সম্মান আছে ৷ আমি যদি কোনও অন্যায় করতাম, তাহলে আমি তাঁর মুখোমুখি হতাম না ৷ আমি খুবই অপরাধবোধে ভুগছিলাম ৷ তাঁদের দীর্ঘ বৈবাহিক জীবনে যে চিড় ধরেছিল, তার জন্য আমাকে কেন শিখণ্ডী খাঁড়া করা হল ?

আমি একটা মানুষকে 10 বছর ধরে চিনি ৷ আপনারা যদি আমার সোশ্যাল মিডিয়া দেখে থাকেন তাহলে দেখবেন, কোনও না কোনও কাজে, কোনও রিয়েলিটি শোতে, কোনও অ্যাওয়ার্ড শোতে আমার কাঞ্চনদার (Kanchan Mullick) সঙ্গে ছবি পোস্ট হয়েছে ৷ আমার বলতেও লজ্জা লাগে, আমার পরিবারের যদি কেউ হত, আমার দাদা বলুন, আমার সিনিয়র কারও কথা বলুন, তাহলেও আমার লজ্জায় মাথা কাটা যেত ৷ সেটা আমার এখনও হচ্ছে ৷

আরও পড়ুন : কাঞ্চন প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ তৃণমূল

আমরা অভিনয় করি বলি আমরা এত সস্তা, ঘরভাঙানি নই ৷ এটা আমার রক্তে নেই ৷ আমি কোনও বিতর্ককে উপেক্ষা করতে পারি না ৷ কিন্তু আমি আমার মন্তব্য দিতে পারি ৷ কেন এগুলো করা হচ্ছে, তা আমি জানি না ৷ জানতেও চাই না ৷ আমি আইনি ব্য়বস্থা নিয়েছি ৷ আমি নির্দোষ ৷ আমার সম্পর্কে যে যে মন্তব্য করা হয়েছে তার সবটাই মিথ্যে ৷ তিনি নাকি বলছেন তিনি ট্রমাটাইজড, আমি চড়াও হয়েছি ৷ ভিডিয়োটাই তো কথা বলবে ৷ ভিডিয়োতে বসে দেখতে পাচ্ছেন, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinky Banerjee) দাদা কাঁচ পরিষ্কার করছেন এবং কনস্ট্য়ান্ট রেকর্ড করছেন ৷ পাশে তাঁর বাচ্চার চিত্কারেরও গলা নেই ৷ পাশে পিঙ্কিদিও বলেছে, নোটেড দিস পিপল, নোটেড দিস পিপল ৷ আমি সেখানে একা ছিলাম ৷ আমার কোনও রকম অ্যাগ্রেসন ছিল না ৷ আমি একটা বাচ্চা মেয়ে, ওঁনার থেকে বয়সে আমি অনেক ছোট ৷ আমার মনে হয় না আমি কোনও ভুল আচরণ করেছি ৷

আপনারা হয়তো আমাকে অনেক খারাপ কথা বলছেন, আমার জন্য একটা সম্পর্ক কেন চিড় ধরল, এই প্রশ্ন তুলছেন ৷ তবে এটার জন্য আমি দায়ী নই ৷ আমি একদমই নির্দোষ ৷ এই কারণেই আমি সমস্যা মেটাতে গিয়েছিলাম ৷ বলেছিলাম, আমার সঙ্গে কী প্রবলেম, সেটা মেটাও ৷ একবার আমার সঙ্গে কথা বলো ৷ আমি ক্লিয়ারেন্স চেয়েছিলাম ৷ আমি চাইনি এত অসভ্যতামো, এত নোংরামো, এত কাদা ছোড়াছুড়ি ৷ আমার কপাল খারাপ ৷ উনি রিয়্য়াক্ট করেছেন ৷ পুরো ঘটনা রং চড়িয়ে বলা হয়েছে ৷ একদম মিথ্যে কথা ৷

আরও পড়ুন: প্রেম জানাজানি হতেই হেনস্থা ! কাঞ্চন, তাঁর বান্ধবীর বিরুদ্ধে থানায় স্ত্রী পিঙ্কি

আমি যদি কারওকে ভালবাসি, তাহলে অকপটে সেটা স্বীকার করে নেব ৷ আর আমার মনে হয় একজনের সংসার ভেঙে আমাকে কারওকে ভালবাসতে হবে না ৷ তাঁর সঙ্গে স্নেহের সম্পর্ক হতে পারে, মেন্টরের সম্পর্ক হতে পারে, শুভাকাঙ্ক্ষী হতে পারে, কারণ আমি তাঁকে দশ বছর ধরে চিনি ৷ তাঁর সঙ্গে কাজ করেছি ৷ আমাদের নবীন প্রজন্মের শিক্ষাগুরু তাঁরাই থাকবেন ৷ খরাজদা, কাঞ্চনদা, বিশ্বনাথদা ৷ এঁরাই আমাদের শিক্ষাগুরু ৷ তাঁদের সম্পর্কে উল্টোপাল্টা কথা রটিয়ে দিল ৷

আমি এ রকম পাবলিসিটি চাইনি ৷ আমি সত্যিই হতাশ ৷ আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী ৷ আমার প্রতি আপনাদের খারাপ চিন্তাধারা আসছে ৷ সত্যিটা সামনে আসবে ৷ আমি আমির ভার্সান জানিয়েছি ৷ কাঁহাতক চুপ করে থাকা যায় ৷ আপনারা প্লিজ আমার পাশে থাকুন ৷ কুত্সা রটাবেন, তবে আগে সত্যতা দেখুন ৷ আগামী দিনে কী হয়, আমি কোনও নোংরামি করলাম কি না, ধান্দাবাজি করলাম কি না, সেগুলো আগে দেখুন ৷ তারপর মন্তব্য করুন ৷ সব ঘটনা রটনা ৷ একতরফা কোনও কথা শুনবেন না ৷

আমি চড়াও হতে যাইনি ৷ আমি জাস্ট বলেছিলাম, একবার দেখা করব, কথা বলব ৷ সেই জন্যই তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম ৷ কারণ আমি পিঙ্কিদিকে চিনেছিলাম কাঞ্চনদার মাধ্যমেই ৷ আমি পিঙ্কিদির সঙ্গে ভয়েস মেসেজ করে তাঁর অনুমতি নিয়েই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ৷ তাঁর সব প্রমাণ আমার কাছে আছে ৷ একজন যদি সত্যিই পরকীয়া করত, তাহলে সে এতটা ক্লিয়ারেন্স দিতে যেত না ৷ আমি ভাবতেও পারিনি এতটা নোংরামির শিকার হব ৷

আপনারা জানেন, নেগেটিভ পাবলিসিতে আমার নামটা এখন হাইলাইটেড হয়েছে ৷ এ জন্য আমি দুঃখিত ও লজ্জিত ৷ অনেকে নেগেটিভ কমেন্ট করেছেন ৷ তবে অনেকে যাঁরা আমাকে কাছ থেকে দেখেছেন, তাঁরা জানেন আমি কী ধরনের ৷ আমি হয়তো নেগেটিভ চরিত্রে অভিনয় করি, তবে বাস্তব জীবনে শ্রীময়ী একেবারেই নেগেটিভ নয় ৷ আমি মানুষের সঙ্গে মিশতে পারি, আমি আড্ডা মারতে ভালবাসি ৷ আমার বয়সটা তো খুব বেশি নয় ৷ সদ্য কলেজ পাস আউট করেছি 2018 সালে ৷ আজ যা হল, তাতে আমার মানসিক চাপ বাড়ল এবং কাজের ক্ষেত্রেও ক্ষতি হবে ৷ আমার পরিবারও খুব অবাক হয়ে গিয়েছে ৷ আমি যে পরিবারে বড় হয়েছি, তারা কখনও এত লাইমলাইট দেখেনি ৷ তাঁরা কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না ৷ এটা খুবই দুর্ভাগ্যজনক ৷ কাজের বাইরে এ ভাবে শিরোনামে আসতে হল ৷

সময় লাগবে তবে সত্যিটা সামনে আসবে ৷ কারও সংসার ভেঙে, পরকীয়া করে, কারও ক্ষতি করে নোংরাভাবে কারও সঙ্গে জড়াতে চাই না ৷ আমি এতটা হতাশ নই এবং আমার সেই দিন আসেনি যে, আমি একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব ৷ আমার এখন এ সবের সময় নয়, এখন আমার কাজের সময় ৷ মানুষকে মনোরঞ্জন করতে হবে ৷ যে জন্য মানুষ আমায় ভালবেসেছেন ৷

আরও পড়ুন: এবার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন কাঞ্চন মল্লিক

যিনি এই কুত্সা করলেন, কেন করলেন, আমি জানি না ৷ আমার সম্পর্কে যে কথা বলা হয়েছে, এফআইআর দায়ের করেছেন ৷ খুব ভাল করেছেন ৷ পুলিশ সত্যতা যাচাই করবে ৷ আপনারা যদি ভিডিয়োটা দেখে থাকেন, যে ভিডিয়োটা নিয়ে কথা হয়েছে, তাহলেই সব স্পষ্ট হয়ে যাবে ৷ একজন মেয়ে হিসেবে, আমার একটা সম্মান আছে ৷ আমি যদি কোনও অন্যায় করতাম, তাহলে আমি তাঁর মুখোমুখি হতাম না ৷ আমি খুবই অপরাধবোধে ভুগছিলাম ৷ তাঁদের দীর্ঘ বৈবাহিক জীবনে যে চিড় ধরেছিল, তার জন্য আমাকে কেন শিখণ্ডী খাঁড়া করা হল ?

আমি একটা মানুষকে 10 বছর ধরে চিনি ৷ আপনারা যদি আমার সোশ্যাল মিডিয়া দেখে থাকেন তাহলে দেখবেন, কোনও না কোনও কাজে, কোনও রিয়েলিটি শোতে, কোনও অ্যাওয়ার্ড শোতে আমার কাঞ্চনদার (Kanchan Mullick) সঙ্গে ছবি পোস্ট হয়েছে ৷ আমার বলতেও লজ্জা লাগে, আমার পরিবারের যদি কেউ হত, আমার দাদা বলুন, আমার সিনিয়র কারও কথা বলুন, তাহলেও আমার লজ্জায় মাথা কাটা যেত ৷ সেটা আমার এখনও হচ্ছে ৷

আরও পড়ুন : কাঞ্চন প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ তৃণমূল

আমরা অভিনয় করি বলি আমরা এত সস্তা, ঘরভাঙানি নই ৷ এটা আমার রক্তে নেই ৷ আমি কোনও বিতর্ককে উপেক্ষা করতে পারি না ৷ কিন্তু আমি আমার মন্তব্য দিতে পারি ৷ কেন এগুলো করা হচ্ছে, তা আমি জানি না ৷ জানতেও চাই না ৷ আমি আইনি ব্য়বস্থা নিয়েছি ৷ আমি নির্দোষ ৷ আমার সম্পর্কে যে যে মন্তব্য করা হয়েছে তার সবটাই মিথ্যে ৷ তিনি নাকি বলছেন তিনি ট্রমাটাইজড, আমি চড়াও হয়েছি ৷ ভিডিয়োটাই তো কথা বলবে ৷ ভিডিয়োতে বসে দেখতে পাচ্ছেন, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinky Banerjee) দাদা কাঁচ পরিষ্কার করছেন এবং কনস্ট্য়ান্ট রেকর্ড করছেন ৷ পাশে তাঁর বাচ্চার চিত্কারেরও গলা নেই ৷ পাশে পিঙ্কিদিও বলেছে, নোটেড দিস পিপল, নোটেড দিস পিপল ৷ আমি সেখানে একা ছিলাম ৷ আমার কোনও রকম অ্যাগ্রেসন ছিল না ৷ আমি একটা বাচ্চা মেয়ে, ওঁনার থেকে বয়সে আমি অনেক ছোট ৷ আমার মনে হয় না আমি কোনও ভুল আচরণ করেছি ৷

আপনারা হয়তো আমাকে অনেক খারাপ কথা বলছেন, আমার জন্য একটা সম্পর্ক কেন চিড় ধরল, এই প্রশ্ন তুলছেন ৷ তবে এটার জন্য আমি দায়ী নই ৷ আমি একদমই নির্দোষ ৷ এই কারণেই আমি সমস্যা মেটাতে গিয়েছিলাম ৷ বলেছিলাম, আমার সঙ্গে কী প্রবলেম, সেটা মেটাও ৷ একবার আমার সঙ্গে কথা বলো ৷ আমি ক্লিয়ারেন্স চেয়েছিলাম ৷ আমি চাইনি এত অসভ্যতামো, এত নোংরামো, এত কাদা ছোড়াছুড়ি ৷ আমার কপাল খারাপ ৷ উনি রিয়্য়াক্ট করেছেন ৷ পুরো ঘটনা রং চড়িয়ে বলা হয়েছে ৷ একদম মিথ্যে কথা ৷

আরও পড়ুন: প্রেম জানাজানি হতেই হেনস্থা ! কাঞ্চন, তাঁর বান্ধবীর বিরুদ্ধে থানায় স্ত্রী পিঙ্কি

আমি যদি কারওকে ভালবাসি, তাহলে অকপটে সেটা স্বীকার করে নেব ৷ আর আমার মনে হয় একজনের সংসার ভেঙে আমাকে কারওকে ভালবাসতে হবে না ৷ তাঁর সঙ্গে স্নেহের সম্পর্ক হতে পারে, মেন্টরের সম্পর্ক হতে পারে, শুভাকাঙ্ক্ষী হতে পারে, কারণ আমি তাঁকে দশ বছর ধরে চিনি ৷ তাঁর সঙ্গে কাজ করেছি ৷ আমাদের নবীন প্রজন্মের শিক্ষাগুরু তাঁরাই থাকবেন ৷ খরাজদা, কাঞ্চনদা, বিশ্বনাথদা ৷ এঁরাই আমাদের শিক্ষাগুরু ৷ তাঁদের সম্পর্কে উল্টোপাল্টা কথা রটিয়ে দিল ৷

আমি এ রকম পাবলিসিটি চাইনি ৷ আমি সত্যিই হতাশ ৷ আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী ৷ আমার প্রতি আপনাদের খারাপ চিন্তাধারা আসছে ৷ সত্যিটা সামনে আসবে ৷ আমি আমির ভার্সান জানিয়েছি ৷ কাঁহাতক চুপ করে থাকা যায় ৷ আপনারা প্লিজ আমার পাশে থাকুন ৷ কুত্সা রটাবেন, তবে আগে সত্যতা দেখুন ৷ আগামী দিনে কী হয়, আমি কোনও নোংরামি করলাম কি না, ধান্দাবাজি করলাম কি না, সেগুলো আগে দেখুন ৷ তারপর মন্তব্য করুন ৷ সব ঘটনা রটনা ৷ একতরফা কোনও কথা শুনবেন না ৷

আমি চড়াও হতে যাইনি ৷ আমি জাস্ট বলেছিলাম, একবার দেখা করব, কথা বলব ৷ সেই জন্যই তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম ৷ কারণ আমি পিঙ্কিদিকে চিনেছিলাম কাঞ্চনদার মাধ্যমেই ৷ আমি পিঙ্কিদির সঙ্গে ভয়েস মেসেজ করে তাঁর অনুমতি নিয়েই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ৷ তাঁর সব প্রমাণ আমার কাছে আছে ৷ একজন যদি সত্যিই পরকীয়া করত, তাহলে সে এতটা ক্লিয়ারেন্স দিতে যেত না ৷ আমি ভাবতেও পারিনি এতটা নোংরামির শিকার হব ৷

Last Updated : Jun 21, 2021, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.