কলকাতা : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা'-র শেষ হয় নায়ক-নায়িকা অমিত ও লাবণ্যর বিচ্ছেদে। তারপর কী হয় তাঁদের? এটা নিয়েই একটি গল্প তৈরি করেছেন পরিচালক অঞ্জন মজুমদার। এখানে দেখানো হচ্ছে বিচ্ছেদের পর কেটে গিয়েছে ২৫টা বছর। অমিত মারা গিয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে। তাঁর একটি ছেলে রয়েছে স্পন্দন। স্পন্দনের যে মেয়েটিকে ভালো লেগেছে তার নাম পালক। পালক হল লাবণ্য ও শোভনলালের একমাত্র মেয়ে।
ছবির এই বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ছবির মুখ্য চরিত্র লাবণ্য (অঞ্জনা বসু), শোভনলাল (বাদশা মৈত্র), পরিচালক নিজে এবং অন্যান্য কলাকুশলীরা। আর উপস্থিত ছিলেন 'শেষের গল্প' ফিচার ফিল্মের পরিচালক জিৎ চক্রবর্তী। উপস্থিত ছিল ETV ভারতও।
স্পেশাল স্ক্রিনিংয়ের পর ছবিটি 'আমারা মিউজিক'-এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। দর্শকের জন্য খুলে দেওয়া হয়েছে 'অবশেষের গল্প'।