ETV Bharat / sitara

৩০ মে গল্প শেষ হয়েছিল ঋতুপর্ণর, তাঁকে মনে করল 'অবশেষের গল্প' - Bengali Film

৩০ মে প্রয়াণ ঘটেছিল পরিচালক ঋতুপর্ণ ঘোষের। তাই তাঁকে সম্মান দিতেই মধ্য কলকাতার রোটারি সদনে হয়ে গেল অনঞ্জন মজুমদার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি 'অবশেষের গল্প'-র স্পেশাল স্ক্রিনিং। কাকতালীয়ভাবে সেদিনই ছিল পরিচালক অনঞ্জনের জন্মদিন।

অবশেষের গল্প
author img

By

Published : May 31, 2019, 1:14 PM IST

কলকাতা : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা'-র শেষ হয় নায়ক-নায়িকা অমিত ও লাবণ্যর বিচ্ছেদে। তারপর কী হয় তাঁদের? এটা নিয়েই একটি গল্প তৈরি করেছেন পরিচালক অঞ্জন মজুমদার। এখানে দেখানো হচ্ছে বিচ্ছেদের পর কেটে গিয়েছে ২৫টা বছর। অমিত মারা গিয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে। তাঁর একটি ছেলে রয়েছে স্পন্দন। স্পন্দনের যে মেয়েটিকে ভালো লেগেছে তার নাম পালক। পালক হল লাবণ্য ও শোভনলালের একমাত্র মেয়ে।

অবশেষের গল্প
স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত সবাই

ছবির এই বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ছবির মুখ্য চরিত্র লাবণ্য (অঞ্জনা বসু), শোভনলাল (বাদশা মৈত্র), পরিচালক নিজে এবং অন্যান্য কলাকুশলীরা। আর উপস্থিত ছিলেন 'শেষের গল্প' ফিচার ফিল্মের পরিচালক জিৎ চক্রবর্তী। উপস্থিত ছিল ETV ভারতও।

অবশেষের গল্প
গল্পের শোভনলাল ও লাবণ্য


স্পেশাল স্ক্রিনিংয়ের পর ছবিটি 'আমারা মিউজিক'-এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। দর্শকের জন্য খুলে দেওয়া হয়েছে 'অবশেষের গল্প'।

দেখে নিন ভিডিয়ো..

কলকাতা : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা'-র শেষ হয় নায়ক-নায়িকা অমিত ও লাবণ্যর বিচ্ছেদে। তারপর কী হয় তাঁদের? এটা নিয়েই একটি গল্প তৈরি করেছেন পরিচালক অঞ্জন মজুমদার। এখানে দেখানো হচ্ছে বিচ্ছেদের পর কেটে গিয়েছে ২৫টা বছর। অমিত মারা গিয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে। তাঁর একটি ছেলে রয়েছে স্পন্দন। স্পন্দনের যে মেয়েটিকে ভালো লেগেছে তার নাম পালক। পালক হল লাবণ্য ও শোভনলালের একমাত্র মেয়ে।

অবশেষের গল্প
স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত সবাই

ছবির এই বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ছবির মুখ্য চরিত্র লাবণ্য (অঞ্জনা বসু), শোভনলাল (বাদশা মৈত্র), পরিচালক নিজে এবং অন্যান্য কলাকুশলীরা। আর উপস্থিত ছিলেন 'শেষের গল্প' ফিচার ফিল্মের পরিচালক জিৎ চক্রবর্তী। উপস্থিত ছিল ETV ভারতও।

অবশেষের গল্প
গল্পের শোভনলাল ও লাবণ্য


স্পেশাল স্ক্রিনিংয়ের পর ছবিটি 'আমারা মিউজিক'-এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। দর্শকের জন্য খুলে দেওয়া হয়েছে 'অবশেষের গল্প'।

দেখে নিন ভিডিয়ো..
Intro:৩০ মে প্রয়াণ ঘটেছিল পরিচালক ঋতুপর্ণ ঘোষের। তাই তাঁকে সম্মান দিতেই মধ্য কলকাতার রোটারি সদনে হয়ে গেল অনঞ্জন মজুমদার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি 'অবশেষের গল্প'র স্পেশল স্ক্রিনিং। কাকতালীয়ভাবে সেদিনই ছিল পরিচালকের জন্মদিন।


Body:রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা'র গল্পের শেষ হয় নায়ক-নায়িকা অমিত ও লাবণ্যর বিচ্ছেদে। তারপর কী হয় তাঁদের? এটা নিয়েই একটি গল্প তৈরি করেছেন পরিচালক অঞ্জন মজুমদার। এখানে দেখান হয় কেটে গিয়েছে ২৫টা বছর। অমিত মারা গিয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে। তাঁর একটি ছেলে রয়েছে স্পন্দন। স্পন্দনের যে মেয়েটিকে ভালো লেগেছে পালক, সে আবার লাবণ্য ও শোভনলালের একমাত্র মেয়ে। এটা অবশ্যই পরিচালকের সংযোজন।


Conclusion:স্পেশাল স্ক্রিনিংয়ের পর ছবিটি আমারা মিউজিকের ইউটিউব চ্যানেলে সকলেই আপলোড করা হয়। এখন সকলেই দেখতে পাবেন।

ছবির এই বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ছবির মুখ্য চরিত্র লাবণ্য (অঞ্জনা বসু), শোভনলাল (বাদশা মৈত্র), পরিচালক নিজে এবং অন্যান্য কলাকুশলীরা। উপস্থিত ছিল ETV Bharatও। কলাকুশলীরা প্রত্যেকেই কথা বললেন ETV Bharat'এর সঙ্গে। আর উপস্থিত ছিলেন 'শেষের গল্প' ফিচার ফিল্মের পরিচালক জিত চক্রবর্তীও। তারা প্রত্যেকেই কথা বললেন ETV Bharat'এর সঙ্গে। দেখুন ভিডিও :
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.