ETV Bharat / sitara

কেমন কাটল টলি সেলেবদের 2019 ? - tollywood celeb

কেমন কাটল টলি সেলেবদের 2019 ? ETV ভারত সিতারার সঙ্গে নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, পায়েল সরকার, বনি সেনগুপ্ত ও হিরণ চ্যাটার্জি ।

df
df
author img

By

Published : Dec 31, 2019, 5:06 PM IST

কলকাতা : 2019 শেষ হয়ে শুরু হতে চলেছে 2020 । কেমন কাটল টলি সেলেবদের 2019 ? নতুন বছরই বা কেমন কাটতে চলেছে ? ETV ভারত সিতারার সঙ্গে নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, পায়েল সরকার, বনি সেনগুপ্ত ও হিরণ চ্যাটার্জি ।

এই বছরটা প্রসেনজিৎ চ্যাটার্জি শুরু করেছিলেন 'জেষ্ঠপুত্র' দিয়ে । তারপর মুক্তি পায় 'গুমনামী'। এবং বছর শেষে প্রেক্ষাগৃহে আসে 'রবিবার'। বুম্বাদার মতে, দারুণ কেটেছে তাঁর নতুন বছর । প্রত্যেকেরই নতুন বছরের কিছু রেজ়োলিউশন থাকে । বুম্বাদার কাছে, তা "কেবলমাত্র, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট!"

অভিনেতা হিরণ এখন খুব বেছে বেছে ছবিতে অভিনয় করেন । আমনেই মুক্তি পেতে চলেছে তাঁর 'জিও জামাই'। হিরণ বলেন, "2019 আমার খুবই ভালো কেটেছে । আমি সবসময় সবকিছু পজ়িটিভলি নিই । খারাপভাবে কোনও কিছুই নিই না । সব জিনিসকে ভালোভাবে দেখা খুব দরকার । আমাদের দেশে বিভিন্ন কারণে খুব অস্থিরতা চলছে। সেটা আমার মনে হয় উচিত নয়। শান্তি খুব প্রয়োজন ।"

2019-এ প্রচুর কাজ করেছেন বনি সেনগুপ্ত । বলেন, "যেটা ছবিটা ভালো ফল করবে বলে ভেবেছিলাম, তার জায়গায় অন্য ছবি বেশি হিট করে গেছে । এই জিনিসগুলো আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে ।"

2019 সালের এপ্রিল মাসে শ্রাবন্তী চ্যাটার্জি বিয়ে করেছেন রোশন সিংকে । তাছাড়াও বেশ কিছু ছবিতে কাজও করেছেন শ্রাবন্তী । তাই 2019-এ তাঁর একাধিক ভালো স্মৃতি রয়েছে বলে জানিয়েছেন ।

নতুন বছরে মুক্তি পাবে পায়েল সরকারের 'মুখোশ' ছবিটি । সেই ছবির শুটিংয়ের অভিজ্ঞতাকেই পায়েল স্মরণীয় করে রাখতে চান । নতুন বাড়িতে শিফট করেছেন পায়েল । সেখানকার দুর্গা পুজোতে অংশগ্রহণ করেছেন প্রথমবারের জন্য । আর সবচেয়ে বড় কথা সেই নতুন বাড়িতে থাকতে এসেছেন অভিনেত্রীর বাবা-মা । সেটিকেও 2019 সালের বড় পাওয়া বলে মনে করছেন অভিনেত্রী ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : 2019 শেষ হয়ে শুরু হতে চলেছে 2020 । কেমন কাটল টলি সেলেবদের 2019 ? নতুন বছরই বা কেমন কাটতে চলেছে ? ETV ভারত সিতারার সঙ্গে নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, পায়েল সরকার, বনি সেনগুপ্ত ও হিরণ চ্যাটার্জি ।

এই বছরটা প্রসেনজিৎ চ্যাটার্জি শুরু করেছিলেন 'জেষ্ঠপুত্র' দিয়ে । তারপর মুক্তি পায় 'গুমনামী'। এবং বছর শেষে প্রেক্ষাগৃহে আসে 'রবিবার'। বুম্বাদার মতে, দারুণ কেটেছে তাঁর নতুন বছর । প্রত্যেকেরই নতুন বছরের কিছু রেজ়োলিউশন থাকে । বুম্বাদার কাছে, তা "কেবলমাত্র, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট!"

অভিনেতা হিরণ এখন খুব বেছে বেছে ছবিতে অভিনয় করেন । আমনেই মুক্তি পেতে চলেছে তাঁর 'জিও জামাই'। হিরণ বলেন, "2019 আমার খুবই ভালো কেটেছে । আমি সবসময় সবকিছু পজ়িটিভলি নিই । খারাপভাবে কোনও কিছুই নিই না । সব জিনিসকে ভালোভাবে দেখা খুব দরকার । আমাদের দেশে বিভিন্ন কারণে খুব অস্থিরতা চলছে। সেটা আমার মনে হয় উচিত নয়। শান্তি খুব প্রয়োজন ।"

2019-এ প্রচুর কাজ করেছেন বনি সেনগুপ্ত । বলেন, "যেটা ছবিটা ভালো ফল করবে বলে ভেবেছিলাম, তার জায়গায় অন্য ছবি বেশি হিট করে গেছে । এই জিনিসগুলো আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে ।"

2019 সালের এপ্রিল মাসে শ্রাবন্তী চ্যাটার্জি বিয়ে করেছেন রোশন সিংকে । তাছাড়াও বেশ কিছু ছবিতে কাজও করেছেন শ্রাবন্তী । তাই 2019-এ তাঁর একাধিক ভালো স্মৃতি রয়েছে বলে জানিয়েছেন ।

নতুন বছরে মুক্তি পাবে পায়েল সরকারের 'মুখোশ' ছবিটি । সেই ছবির শুটিংয়ের অভিজ্ঞতাকেই পায়েল স্মরণীয় করে রাখতে চান । নতুন বাড়িতে শিফট করেছেন পায়েল । সেখানকার দুর্গা পুজোতে অংশগ্রহণ করেছেন প্রথমবারের জন্য । আর সবচেয়ে বড় কথা সেই নতুন বাড়িতে থাকতে এসেছেন অভিনেত্রীর বাবা-মা । সেটিকেও 2019 সালের বড় পাওয়া বলে মনে করছেন অভিনেত্রী ।

দেখুন ভিডিয়ো
Intro:২০১৯ শেষ হয়ে শুরু হতে চলেছে ২০২০। কেমন কাটল সেলেবদের '১৯? কেমনই বা কাটতে চলেছে তাঁদের নতুন বছর? প্রসেনজিৎ চ্যাটার্জি, পায়েল সরকার, জয়া আহসান, বনি সেনগুপ্ত, হিরণ চ্যাটার্জিরা জানালেন ETV ভারত সিতারাকে।


Body:এই বছরটা বুম্বাদা, অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি শুরু করেছিলেন বড় ভাইয়ের মতো 'জেষ্ঠপুত্র' দিয়ে। তারপর মুক্তি পায় তাঁর অভিনীত 'গুমনামি'। এবং বছর শেষে প্রেক্ষাগৃহে আসে 'রবিবার'। বুম্বাদার মতে, দারুণ কেটেছে তাঁর নতুন বছর। প্রত্যেকেরই নতুন বছরের কিছু রেসলুশন থাকে। বুম্বাদার কাছে, সেই রেসলুশন কেবল, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট! সেইসঙ্গে বুম্বাদা বলেন, "আমাদের ইন্ডাস্ট্রির প্রত্যেকেরই এক প্লাটফর্মে আসা খুব দরকার। আমাদের এখানে মাথা খুব কম। ভাগ তারচেয়ে বেশি হয়ে যাচ্ছে। সেটা বোধহয় ভালো বিষয় নয়। ২০২০তে যদি সবাই এক প্লাটফর্মে আসে, আমি খুব খুশি হব। আমি সারা জীবন ধরে চেষ্টা করে গেছি, সবাইকে একটা জায়গায় আনতে।"

অভিনেতা হিরণ এখন খুব বেছে বেছে ছবিতে অভিনয় করেন। আমনেই মুক্তি পেতে চলেছে হিরণ অভিনীত 'জিও জামাই'। হিরণ আমাদের বলেন, "২০১৯ আমার খুবই ভালো কেটেছে। আমি সবসময় সবকিছু পসিটিভলি নিই। খারাপভাবে কোনও কিছুই নিই না। সব জিনিসকে ভালোভাবে দেখা খুব দরকার। আমাদের দেশে বিভিন্ন কারণে খুব অস্থিরতা চলছে। সেটা আমার মনে হয় উচিত নয়। শান্তি খুব প্রয়োজন। সেটা আমাদের পেশায় প্ৰভাব ফেলছে। মানুষ শান্তিতে নেই, যে তাঁরা সিনেমা দেখতে যাবে। এই অস্থিরতা যত তাড়াতাড়ি শেষ হয়, ততই ভালো।"

২০১৯ সালে প্রচুর কাজ করেছেন বনি সেনগুপ্ত। বললেন, "যেটা এক্সপেক্টেড ভালো ফল করা উচিত ছিল, তার জায়গায় অন্য ছবি বেশি হিট করে গেছে। এই জিনিসগুলো আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।"

২০১৯ সালের এপ্রিল মাসে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বিয়ে করেছেন রোশন সিংকে। তা ছাড়াও বেশ কিছু ছবিতে কাজ করেন শ্রাবন্তী। আমাদের বলেন, "২০১৯ সালে অনেক ভালো স্মৃতি আছে আমার। এপ্রিলে আমার বিয়ে হয়েছে। অনেকগুলো ছবিও রিলিজ করেছে। অনেক ভালো সময় কাটিয়েছি।"




Conclusion:নতুন বছরে মুক্তি পাবে পায়েল সরকার অভিনীত 'মুখোশ' ছবিটি। সেই ছবির শুটিংয়ের অভিজ্ঞতাকেই পায়েল স্মরণীয় করে রাখতে চান। নতুন বাড়িতে শিফট করেছেন পায়েল। সেখানকার দুর্গা পুজোতে অংশগ্রহণ করেছেন প্রথমবারের জন্য। আর সবচেয়ে বড় কথা সেই নতুন বাড়িতে থাকতে এসেছেন অভিনেত্রীর বাবা-মা। সেটিকেই ২০১৯ সালের বড় পাওয়া বলে মনে করছেন অভিনেত্রী।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.