কলকাতা : স্বামী রোশনের সঙ্গে প্রথমবার দীপাবলি পালন শ্রাবন্তীর । দিনটিকে নিজের মতো করেই উপভোগ করছেন তিনি । খুব স্পেশাল কিছু না হলেও পরিবারের সবার সঙ্গেই দিনটি কাটাবেন বলে জানিয়েছেন ।
রোশন সিংয়ের সঙ্গে বিয়ের পর এটাই শ্রাবন্তীর প্রথম দীপাবলি । আজকের দিনের প্ল্যান সম্পর্কে তিনি বলেন, "আমার শাশুড়ি মা পুজো করেন । তাঁর কাছে যাব । গিয়ে পুজোর কাজ করব । এছাড়া বাড়িতে কিছু লোজজন আসবে । সবাই একসঙ্গে প্রদীপ জ্বালাব, ফানুস ওড়াব । আর কিছু বাজি পোড়াব । মা লক্ষ্মী গণেশের কাছে প্রার্থনা করব যেন সবাই ভালো থাকে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এছাড়া, দীপাবলিতে কী গিফট পেলেন তিনি ? জিজ্ঞাসা করা হলে বলেন, "রোশন খুব সুন্দর একটা ড্রেস দিয়েছে । এছাড়া শ্বশুরবাড়ি থেকে অনেক গিফট পেয়েছি । আর ধনতেরাস উপলক্ষ্যে সোনা কিনেছি । তবে গয়না কিনিনি । শুধু 10 গ্রাম সোনার একটা বিস্কিট কিনেছি ।"
সামনে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'টেকো'। আর ছবিটি যে ভালো হবে সে বিষয়ও বেশ আশাবাদী শ্রাবন্তী । এছাড়া শোনা যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'থালি গার্ল' হিসেবে দেখা যাবে তাঁকে ।