ETV Bharat / sitara

শ্রাবন্তীর দীপাবলি - srabanti and roshan diwali

খুব সাধারণভাবেই দীপাবলি পালন করবেন শ্রাবন্তী । প্রদীপ জ্বালাবেন, ফানুস ওড়াবেন ।

ছবি
author img

By

Published : Oct 27, 2019, 5:29 PM IST

কলকাতা : স্বামী রোশনের সঙ্গে প্রথমবার দীপাবলি পালন শ্রাবন্তীর । দিনটিকে নিজের মতো করেই উপভোগ করছেন তিনি । খুব স্পেশাল কিছু না হলেও পরিবারের সবার সঙ্গেই দিনটি কাটাবেন বলে জানিয়েছেন ।

রোশন সিংয়ের সঙ্গে বিয়ের পর এটাই শ্রাবন্তীর প্রথম দীপাবলি । আজকের দিনের প্ল্যান সম্পর্কে তিনি বলেন, "আমার শাশুড়ি মা পুজো করেন । তাঁর কাছে যাব । গিয়ে পুজোর কাজ করব । এছাড়া বাড়িতে কিছু লোজজন আসবে । সবাই একসঙ্গে প্রদীপ জ্বালাব, ফানুস ওড়াব । আর কিছু বাজি পোড়াব । মা লক্ষ্মী গণেশের কাছে প্রার্থনা করব যেন সবাই ভালো থাকে ।"

এছাড়া, দীপাবলিতে কী গিফট পেলেন তিনি ? জিজ্ঞাসা করা হলে বলেন, "রোশন খুব সুন্দর একটা ড্রেস দিয়েছে । এছাড়া শ্বশুরবাড়ি থেকে অনেক গিফট পেয়েছি । আর ধনতেরাস উপলক্ষ্যে সোনা কিনেছি । তবে গয়না কিনিনি । শুধু 10 গ্রাম সোনার একটা বিস্কিট কিনেছি ।"

সামনে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'টেকো'। আর ছবিটি যে ভালো হবে সে বিষয়ও বেশ আশাবাদী শ্রাবন্তী । এছাড়া শোনা যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'থালি গার্ল' হিসেবে দেখা যাবে তাঁকে ।

কলকাতা : স্বামী রোশনের সঙ্গে প্রথমবার দীপাবলি পালন শ্রাবন্তীর । দিনটিকে নিজের মতো করেই উপভোগ করছেন তিনি । খুব স্পেশাল কিছু না হলেও পরিবারের সবার সঙ্গেই দিনটি কাটাবেন বলে জানিয়েছেন ।

রোশন সিংয়ের সঙ্গে বিয়ের পর এটাই শ্রাবন্তীর প্রথম দীপাবলি । আজকের দিনের প্ল্যান সম্পর্কে তিনি বলেন, "আমার শাশুড়ি মা পুজো করেন । তাঁর কাছে যাব । গিয়ে পুজোর কাজ করব । এছাড়া বাড়িতে কিছু লোজজন আসবে । সবাই একসঙ্গে প্রদীপ জ্বালাব, ফানুস ওড়াব । আর কিছু বাজি পোড়াব । মা লক্ষ্মী গণেশের কাছে প্রার্থনা করব যেন সবাই ভালো থাকে ।"

এছাড়া, দীপাবলিতে কী গিফট পেলেন তিনি ? জিজ্ঞাসা করা হলে বলেন, "রোশন খুব সুন্দর একটা ড্রেস দিয়েছে । এছাড়া শ্বশুরবাড়ি থেকে অনেক গিফট পেয়েছি । আর ধনতেরাস উপলক্ষ্যে সোনা কিনেছি । তবে গয়না কিনিনি । শুধু 10 গ্রাম সোনার একটা বিস্কিট কিনেছি ।"

সামনে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'টেকো'। আর ছবিটি যে ভালো হবে সে বিষয়ও বেশ আশাবাদী শ্রাবন্তী । এছাড়া শোনা যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'থালি গার্ল' হিসেবে দেখা যাবে তাঁকে ।

Intro:জীবনের খুব সুন্দর সময় দিয়ে যাচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী। সদ্য বিয়ে করেছেন। সামনে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবিতে 'টেকো'। তার উপর খবর এসেছে এবছর ২৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থালি গার্ল হয়েছেন তিনি। আজ দীপাবলি, স্বামী রোশনের সঙ্গে, শ্বশুরবাড়ির সঙ্গে কীভাবে সময় কাটাবেন, শ্রাবন্তী শেয়ার করলেন ETV ভারত সিতারার সঙ্গে। সেইসঙ্গে 'টেকো' নিয়েও উচ্ছাস কম না তাঁর।


Body:শ্রাবন্তী আমাদের বললেন, "আজ দীপাবলি উপলক্ষে বাড়িতে লোকজন আসবে। সবাই একসঙ্গে প্রদীপ জালাব, ফানুস ওড়াব। শব্দহীন বাজিও পোড়াব। মা লক্ষ্মী-গণেশের কাছে প্রার্থনা করব সবাই যেন ভালো থাকে।"

রোশন সিংয়ের সঙ্গে বিয়ের পর এটা শ্রাবন্তীর প্রথম দীপাবলি। কিছু কি বিশেষ প্ল্যান আছে? উত্তরে অভিনেত্রী বললেন, "আমার শাশুড়ি মা পুজো করেন। একটু পরে আমি আমার শাশুড়ি মায়ের কাছে যাব। গিয়ে পুজোর কাজ করব। এবার আমাকে দীপাবলিতে রোশন একটা খুব সুন্দর ড্রেস দিয়েছে। এছাড়াও অনেক গিফট পেয়েছি। আমার শ্বশুরবাড়ি থেকে অনেক গিফট এসেছে। আমি তো ধনতেরাস উপলক্ষে সোনা কিনেছি। তবে কোনও গয়না কিনিনি। একটা ছোট্ট ১০ গ্রামের বিস্কিট কিনেছি সোনার।"




Conclusion:টেকো সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে শ্রাবন্তী বললেন, "আমার মনে হচ্ছে ভালোই হবে ছবিটা। ট্রেলারের রিভিউ দেখে সবাই খুব ভালো বলেছে। আমার শেষের সংলাপটা খুব ভালো লেগেছে, 'আমার চুল ছেড়া যায়'। এটা তো একটা ট্রেন্ড হয়ে গেছে। আর ঋত্বিকদার বলার স্টাইলটা এত অসাধারণ। আমি তো ঋত্বিকদার বিশাল বড় ফ্যান। ঋত্বিকদা আমাদের এখানকার রাজকুমার রাও টাইপের একজন হিরো।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.