ETV Bharat / sitara

বারবার জামাই হওয়া একঘেয়ে নয় : হিরণ - hiran chatterjee

একাধিক ছবিতে জামাইয়ের ছবিতে অভিনয় করেছেন হিরণ । 'জিও জামাই'-তেও ওই একই চরিত্রে । তবে তার জন্য তাঁর একেবারেই একঘেয়ে লাগে না ।

dfg
dfg
author img

By

Published : Jan 10, 2020, 1:40 PM IST

কলকাতা : আজ মুক্তি পেয়েছে পরিচালক নেহাল দত্তর 'জিও জামাই'। সেখানে আরও একবার জামাইয়ের চরিত্রে অভিনয় করেছেন হিরণ চট্টোপাধ্যায় ।

এই চরিত্র সম্পর্কে হিরণ বলেন, "রুপোলি পরদায় বারবার জামাই হওয়া আমার কাছে মোটেই একঘেয়ে বিষয় নয় । বরং প্রত্যেকবার নতুন ধরনের গল্পে জামাই হচ্ছি । সেটাই বড় ব্যাপার ।"

তিনি আরও বলেন, "এই ছবির একটাই মাত্র মেসেজ, মানুষের সম্পর্ক যেন ভেঙে না যায় । ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগানো যেতে পারে, সেটাই এই ছবির মূলবার্তা । এখানে শ্বশুর-শাশুড়ির সম্পর্ক ভেঙে যাচ্ছে । সেখান থেকে কীভাবে তাঁদের সম্পর্ক আবার নতুনভাবে জোড়া লাগে, সেটা নিয়েই 'জিও জামাই'।"

ছবির সিংহভাগ শুটিং হয়েছে বিশাখাপটনম এবং কলকাতায় । মুখ্য চরিত্রে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, তুলিকা বসু, মৌমিতা চক্রবর্তী, সুমিত গাঙ্গুলি । রয়েছেন নবাগতা ঈশানি ঘোষও ।

সম্পর্ককে কেন্দ্র করে তৈরি ছবিটি । যেখানে শ্বশুর-শাশুড়ির ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে আসে তাঁদের জামাই । হাসির মোড়কে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক নেহাল দত্ত । তিনি বলেন, "আমার প্রত্যেক ছবিরই একটা মেসেজ থাকে । আপনারা প্রত্যেকেই সেটা জানেন । যদিও 'অঙ্গার' একটু অন্যরকম ছিল । তবে 'জিও জমাই'তে একটা মেসেজ আছে । এটা একটা ফিল গুড মুভি । কমেডির উপর দিয়ে আমরা দেখিয়েছি । সেই দিক থেকে দেখতে গেলে, ছবিটা দর্শকদের ভালো লাগবে ।"

দেখুন ভিডিয়ো

কলকাতা : আজ মুক্তি পেয়েছে পরিচালক নেহাল দত্তর 'জিও জামাই'। সেখানে আরও একবার জামাইয়ের চরিত্রে অভিনয় করেছেন হিরণ চট্টোপাধ্যায় ।

এই চরিত্র সম্পর্কে হিরণ বলেন, "রুপোলি পরদায় বারবার জামাই হওয়া আমার কাছে মোটেই একঘেয়ে বিষয় নয় । বরং প্রত্যেকবার নতুন ধরনের গল্পে জামাই হচ্ছি । সেটাই বড় ব্যাপার ।"

তিনি আরও বলেন, "এই ছবির একটাই মাত্র মেসেজ, মানুষের সম্পর্ক যেন ভেঙে না যায় । ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগানো যেতে পারে, সেটাই এই ছবির মূলবার্তা । এখানে শ্বশুর-শাশুড়ির সম্পর্ক ভেঙে যাচ্ছে । সেখান থেকে কীভাবে তাঁদের সম্পর্ক আবার নতুনভাবে জোড়া লাগে, সেটা নিয়েই 'জিও জামাই'।"

ছবির সিংহভাগ শুটিং হয়েছে বিশাখাপটনম এবং কলকাতায় । মুখ্য চরিত্রে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, তুলিকা বসু, মৌমিতা চক্রবর্তী, সুমিত গাঙ্গুলি । রয়েছেন নবাগতা ঈশানি ঘোষও ।

সম্পর্ককে কেন্দ্র করে তৈরি ছবিটি । যেখানে শ্বশুর-শাশুড়ির ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে আসে তাঁদের জামাই । হাসির মোড়কে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক নেহাল দত্ত । তিনি বলেন, "আমার প্রত্যেক ছবিরই একটা মেসেজ থাকে । আপনারা প্রত্যেকেই সেটা জানেন । যদিও 'অঙ্গার' একটু অন্যরকম ছিল । তবে 'জিও জমাই'তে একটা মেসেজ আছে । এটা একটা ফিল গুড মুভি । কমেডির উপর দিয়ে আমরা দেখিয়েছি । সেই দিক থেকে দেখতে গেলে, ছবিটা দর্শকদের ভালো লাগবে ।"

দেখুন ভিডিয়ো
Intro:আর কিছুক্ষণের মধ্যেই মুক্তি পাবে পরিচালক নেহাল দত্তের কমেডি ছবি 'জিও জামাই'। সেখানে ফের একবার দর্শক জামাইয়ের চরিত্রে দেখতে পাবে হিরণ চট্টোপাধ্যায়কে। যদিও বিষয়টি নিয়ে হিরন আমাদের বলেছেন, রুপোলি পর্দায় বারবার জামাই হওয়া তাঁর কাছে মোটেই একঘেয়ে বিষয় নয়। বরং প্রত্যেকবার নতুন ধরনের গল্পে তিনি জামাই হচ্ছেন, সেটাই বড় ব্যাপার।


Body:ছবির সিংহভাগ শুটিং হয়েছে বিশাখাপত্তনম এবং কলকাতায়। হিরণ চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, তুলিকা বসু, মৌমিতা চক্রবর্তী, সুমিত গাঙ্গুলির মত অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন এই ছবিতে। রয়েছেন নবাগতা ঈশানি ঘোষও।

ছবিটির সম্পর্কভিত্তিক। যেখানে শ্বশুর-শাশুড়ির ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে আসে তাঁদের জামাই। হাসির মোড়কে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক নেহাল দত্ত। তিনি আমাদের বলেছেন, "আমার প্রত্যেক ছবিরই একটা মেসেজ থাকে। আপনারা প্রত্যেকেই সেটা জানেন। যদিও 'অঙ্গার' একটু অন্যরকম ছিল। তবে 'জিও জমাই'তে একটা মেসেজ আছে। এটা একটা ফিল গুড মুভি। কমেডির উপর দিয়ে আমরা দেখিয়েছি। সেই দিক থেকে দেখতে গেলে, ছবিটা দর্শকদের ভালো লাগবে। মজা করতে করতে দেখতে পাবে।"




Conclusion:ছবিতে ফের জামাইয়ের চরিত্রে অভিনয় করছেন হিরণ। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। হিরন আমাদের বলেন, "এই ছবির একটাই মাত্র মেসেজ, মানুষের সম্পর্ক যেন ভেঙে না যায়। ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগানো যেতে পারে, সেটাই এই ছবির মূলবার্তা। এখানে শ্বশুর-শাশুড়ির সম্পর্ক ভেঙে যাচ্ছে। সেখান থেকে কীভাবে তাঁদের সম্পর্ক আবার নতুনভাবে জোড়া লাগে, সেটা নিয়েই 'জিও জামাই'।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.