ETV Bharat / sitara

Shilpa Shetty: 60 দিন পর রাজ কুন্দ্রার মুক্তিতে কী বললেন শিল্পা শেট্টি ? - শিল্পা শেট্টির খবর

সাংঘাতিক ঝড়ের পর ভালো কিছুও ঘটে ৷ রাজ কুন্দ্রার (Raj Kundra) জামিনে মুক্তি পাওয়াকে এ ভাবেই ব্যাখ্যা করতে চাইলেন তাঁর স্ত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)৷

heres-what-shilpa-shetty-has-to-say-as-raj-kundra-gets-bail-after-60-days-jail
60 দিন পর রাজ কুন্দ্রার মুক্তিতে কী বললেন শিল্পা শেট্টি ?
author img

By

Published : Sep 21, 2021, 12:46 PM IST

Updated : Sep 21, 2021, 5:50 PM IST

মুম্বই, 21 সেপ্টেম্বর: 2 মাস পর জামিনে মুক্তি পেয়েছেন স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) ৷ একে খুব খারাপ একটা ঝড়ের পর রামধনু হিসেবেই দেখছেন স্ত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ৷ তাঁর মতে, ভয়ংকর ঝড়ের পর ভাল কিছুও ঘটে ৷

সোমবার 50,000 টাকার বন্ডে পর্ন মামলায় অভিযুক্ত ব্যবসায়ী রাজ কুন্দ্রার জামিন মঞ্জুর করে মুম্বইয়ের আদালত (Mumbai court)৷ এরপরই ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের আনন্দ প্রকাশ করেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি ৷ তিনি যে উদ্ধৃতিটি শেয়ার করেন সেখানে লেখা রয়েছে, "রামধনুর অস্তিত্বই প্রমাণ করে যে, খারাপ ঝড়ের পর ভাল ঘটনাও ঘটে ৷"

heres-what-shilpa-shetty-has-to-say-as-raj-kundra-gets-bail-after-60-days-jail
শিল্পার ইনস্টা স্টোরি

গত 19 জুলাই রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ গ্রেফতার করা হয়েছিল আরও 11 জনকে ৷ এর পর বারবার জামিনের আর্জি জানালেও রাজ কুন্দ্রার জামিন মঞ্জুর করেনি আদালত ৷ গত 16 সেপ্টেম্বর পর্নোগ্রাফি মামলায় ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল (Crime Branch Property Cell) ৷ 1400 পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে রাজের স্ত্রী তথা বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)-সহ 43 জন সাক্ষীর বয়ানের উল্লেখ ছিল ৷

আরও পড়ুন: Raj Kundra: 2 মাস পর পর্ন মামলায় জামিন রাজ কুন্দ্রার

গত শনিবার ফের জামিনের আর্জি জানান রাজ কুন্দ্রা ৷ তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ পর্ন কনটেন্ট তৈরির ক্ষেত্রে তাঁর সক্রিয় যোগ রয়েছে এমন কোনও তথ্য-প্রমাণ পুলিশ চার্জশিটে দেখাতে পারেনি বলে দাবি করেন কুন্দ্রা ৷ তাঁর আইনজীবী প্রশান্ত পাতিল আদালতে বলেন, "ডিজিটাল প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট আপলোড করা হবে, সেই সিদ্ধান্ত কুন্দ্রা বা রিয়ান নিতেন না ৷ 1400 পাতার চার্জশিটে এমন একটিও প্রমাণ নেই যেখানে দেখা যাচ্ছে যে কুন্দ্রা কনটেন্ট আপলোড করেছেন ৷"

আরও পড়ুন: Shilpa Shetty: "আমি ভুল করেছি", ইঙ্গিতবাহী পোস্টে কী বলতে চাইলেন শিল্পা ?

যদিও সরকার পক্ষের আইনজীবী রাজ কুন্দ্রার জামিনের তীব্র বিরোধিতা করেন ৷ তিনি জামিন পেয়ে গেলে তথ্য লোপাটের চেষ্টা করবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি ৷ তবে সেই আর্জিতে সায় না-দিয়ে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে আদালত ৷ রাজ কুন্দ্রার পাশাপাশি তাঁর সহকর্মী রিয়ান থর্পকেও জামিন দিয়েছে আদালত ৷

আরও পড়ুন: Shilpa Shetty Raj Kundra - রাজের বিরুদ্ধে চার্জশিট পেশের দিনেই বৈষ্ণোদেবীতে শিল্পা

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কাটরাতে বৈষ্ণো দেবীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন শিল্পা শেট্টি ৷ ঈশ্বরের আশীর্বাদ পেতে ঘোড়ায় চেপে তাঁর মন্দিরে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ অন্যান্য ভক্তদের সঙ্গে কথাও বলেন 'ধড়কন' স্টার ৷

রাজের গ্রেফতারির ধাক্কায় কিছুদিনের বিরতি নেওয়ার পর ফের কাজে ফিরেছেন শিল্পা শেট্টি ৷ ডান্স রিয়েলিটি শো সুপার ডান্সার 4-এ গীতা কাপুর ও অনুরাগ বসুর সঙ্গে বিচারকের আসনে বসছেন তিনি ৷ আর বড় পর্দায় দীর্ঘ বিরতি কাটিয়ে সম্প্রতি প্রিয়দর্শনের মুভি হাঙ্গামা 2-তে অভিনয় করেছেন তিনি ৷

আরও পড়ুন : Raj Kundra pornography case : ছ’ঘণ্টার জেরায় আগাগোড়া রাজকে নির্দোষ বলে দাবি শিল্পার

মুম্বই, 21 সেপ্টেম্বর: 2 মাস পর জামিনে মুক্তি পেয়েছেন স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) ৷ একে খুব খারাপ একটা ঝড়ের পর রামধনু হিসেবেই দেখছেন স্ত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ৷ তাঁর মতে, ভয়ংকর ঝড়ের পর ভাল কিছুও ঘটে ৷

সোমবার 50,000 টাকার বন্ডে পর্ন মামলায় অভিযুক্ত ব্যবসায়ী রাজ কুন্দ্রার জামিন মঞ্জুর করে মুম্বইয়ের আদালত (Mumbai court)৷ এরপরই ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের আনন্দ প্রকাশ করেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি ৷ তিনি যে উদ্ধৃতিটি শেয়ার করেন সেখানে লেখা রয়েছে, "রামধনুর অস্তিত্বই প্রমাণ করে যে, খারাপ ঝড়ের পর ভাল ঘটনাও ঘটে ৷"

heres-what-shilpa-shetty-has-to-say-as-raj-kundra-gets-bail-after-60-days-jail
শিল্পার ইনস্টা স্টোরি

গত 19 জুলাই রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ গ্রেফতার করা হয়েছিল আরও 11 জনকে ৷ এর পর বারবার জামিনের আর্জি জানালেও রাজ কুন্দ্রার জামিন মঞ্জুর করেনি আদালত ৷ গত 16 সেপ্টেম্বর পর্নোগ্রাফি মামলায় ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল (Crime Branch Property Cell) ৷ 1400 পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে রাজের স্ত্রী তথা বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)-সহ 43 জন সাক্ষীর বয়ানের উল্লেখ ছিল ৷

আরও পড়ুন: Raj Kundra: 2 মাস পর পর্ন মামলায় জামিন রাজ কুন্দ্রার

গত শনিবার ফের জামিনের আর্জি জানান রাজ কুন্দ্রা ৷ তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ পর্ন কনটেন্ট তৈরির ক্ষেত্রে তাঁর সক্রিয় যোগ রয়েছে এমন কোনও তথ্য-প্রমাণ পুলিশ চার্জশিটে দেখাতে পারেনি বলে দাবি করেন কুন্দ্রা ৷ তাঁর আইনজীবী প্রশান্ত পাতিল আদালতে বলেন, "ডিজিটাল প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট আপলোড করা হবে, সেই সিদ্ধান্ত কুন্দ্রা বা রিয়ান নিতেন না ৷ 1400 পাতার চার্জশিটে এমন একটিও প্রমাণ নেই যেখানে দেখা যাচ্ছে যে কুন্দ্রা কনটেন্ট আপলোড করেছেন ৷"

আরও পড়ুন: Shilpa Shetty: "আমি ভুল করেছি", ইঙ্গিতবাহী পোস্টে কী বলতে চাইলেন শিল্পা ?

যদিও সরকার পক্ষের আইনজীবী রাজ কুন্দ্রার জামিনের তীব্র বিরোধিতা করেন ৷ তিনি জামিন পেয়ে গেলে তথ্য লোপাটের চেষ্টা করবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি ৷ তবে সেই আর্জিতে সায় না-দিয়ে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে আদালত ৷ রাজ কুন্দ্রার পাশাপাশি তাঁর সহকর্মী রিয়ান থর্পকেও জামিন দিয়েছে আদালত ৷

আরও পড়ুন: Shilpa Shetty Raj Kundra - রাজের বিরুদ্ধে চার্জশিট পেশের দিনেই বৈষ্ণোদেবীতে শিল্পা

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কাটরাতে বৈষ্ণো দেবীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন শিল্পা শেট্টি ৷ ঈশ্বরের আশীর্বাদ পেতে ঘোড়ায় চেপে তাঁর মন্দিরে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ অন্যান্য ভক্তদের সঙ্গে কথাও বলেন 'ধড়কন' স্টার ৷

রাজের গ্রেফতারির ধাক্কায় কিছুদিনের বিরতি নেওয়ার পর ফের কাজে ফিরেছেন শিল্পা শেট্টি ৷ ডান্স রিয়েলিটি শো সুপার ডান্সার 4-এ গীতা কাপুর ও অনুরাগ বসুর সঙ্গে বিচারকের আসনে বসছেন তিনি ৷ আর বড় পর্দায় দীর্ঘ বিরতি কাটিয়ে সম্প্রতি প্রিয়দর্শনের মুভি হাঙ্গামা 2-তে অভিনয় করেছেন তিনি ৷

আরও পড়ুন : Raj Kundra pornography case : ছ’ঘণ্টার জেরায় আগাগোড়া রাজকে নির্দোষ বলে দাবি শিল্পার

Last Updated : Sep 21, 2021, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.