ETV Bharat / sitara

আজ মস্তিষ্কের MRI হতে পারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের - soumitra health condition

আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের মস্তিষ্কের MRI করা হতে পারে বলে জানিয়েছেন ওই বেসরকারি হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডন ।

asd
sd
author img

By

Published : Oct 12, 2020, 10:26 AM IST

Updated : Oct 12, 2020, 10:52 AM IST

কলকাতা : দ্বিতীয়বার প্লাজ়মা থেরাপির পর এখন অনেকটা ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । আজ তাঁর মস্তিষ্কের MRI করা হতে পারে বলে জানিয়েছেন ওই বেসরকারি হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডন ।

ভারতলক্ষ্মী স্টুডিয়োতে সব নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের উপর তৈরি তথ্যচিত্রের শুটিং করছিলেন সৌমিত্রবাবু । 1 অক্টোবর শুটিং শেষ হয় । তারপর 2 অক্টোবর থেকেই অসুস্থবোধ করছিলেন তিনি । এরপর বাবার শরীরের কথা চিন্তা করে পরবর্তী শুটিংয়ের তারিখ বাতিল করে দেন মেয়ে পৌলমী । এদিকে কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 5 অক্টোবর সৌমিত্রবাবুর কোরোনা পরীক্ষা করানো হয় । 6 অক্টোবর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁকে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি ।

হাসপাতালে ভরতি হওয়ার পর ঠিকই ছিলেন । কেবিনে শুয়ে লেখালেখি করছিলেন । কিন্তু, 9 অক্টোবর হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU (ইনটেনসিভ থেরাপি ইউনিট)-তে স্থানান্তরিত করা হয় । এখনও ITU-তে অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি । শনিবার ও রবিবার তাঁর প্লাজ়মা থেরাপি হয়েছিল ।

সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা প্রসঙ্গে হাসপাতালের CEO বলেন, "গতকালের তুলনায় আজ ভালো আছেন । গতকাল আমরা দ্বিতীয় প্লাজ়মা থেরাপি করেছিলাম । তারপর থেকে অনেকটা ভালো আছেন । ভালোভাবে ঘুমিয়েছেন । শরীরে অক্সিজেন স্যাচুরেশন 100 শতাংশ । অস্থিরতা অনেকটা কমেছে । শ্বাসকষ্ট নেই । আজ আমরা তাঁর মস্তিষ্কের MRI করার চেষ্টা করব ।"

কলকাতা : দ্বিতীয়বার প্লাজ়মা থেরাপির পর এখন অনেকটা ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । আজ তাঁর মস্তিষ্কের MRI করা হতে পারে বলে জানিয়েছেন ওই বেসরকারি হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডন ।

ভারতলক্ষ্মী স্টুডিয়োতে সব নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের উপর তৈরি তথ্যচিত্রের শুটিং করছিলেন সৌমিত্রবাবু । 1 অক্টোবর শুটিং শেষ হয় । তারপর 2 অক্টোবর থেকেই অসুস্থবোধ করছিলেন তিনি । এরপর বাবার শরীরের কথা চিন্তা করে পরবর্তী শুটিংয়ের তারিখ বাতিল করে দেন মেয়ে পৌলমী । এদিকে কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 5 অক্টোবর সৌমিত্রবাবুর কোরোনা পরীক্ষা করানো হয় । 6 অক্টোবর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁকে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি ।

হাসপাতালে ভরতি হওয়ার পর ঠিকই ছিলেন । কেবিনে শুয়ে লেখালেখি করছিলেন । কিন্তু, 9 অক্টোবর হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU (ইনটেনসিভ থেরাপি ইউনিট)-তে স্থানান্তরিত করা হয় । এখনও ITU-তে অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি । শনিবার ও রবিবার তাঁর প্লাজ়মা থেরাপি হয়েছিল ।

সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা প্রসঙ্গে হাসপাতালের CEO বলেন, "গতকালের তুলনায় আজ ভালো আছেন । গতকাল আমরা দ্বিতীয় প্লাজ়মা থেরাপি করেছিলাম । তারপর থেকে অনেকটা ভালো আছেন । ভালোভাবে ঘুমিয়েছেন । শরীরে অক্সিজেন স্যাচুরেশন 100 শতাংশ । অস্থিরতা অনেকটা কমেছে । শ্বাসকষ্ট নেই । আজ আমরা তাঁর মস্তিষ্কের MRI করার চেষ্টা করব ।"

Last Updated : Oct 12, 2020, 10:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.