কলকাতা : ঋতব্রত বললেন, "মৈনাকদা আমাকে হঠাৎ ফোন করে বলেন, জুলাই মাসে তোর কী কী কাজ আছে। আমি বলি। তারপরই বলেন, আমার আবার একসঙ্গে কাজ করব। শুনে থেকেই আমি খুব একসাইটেড। কারণ চরিত্রটা একটা গোয়েন্দার। নাম বিক্রম ডিটেকটিভ জুনিয়র। এর কোনও সুপার পাওয়ার নেই, যেমনটা অন্যান্য গোয়েন্দাদের থাকে। সাধারণ এক ছেলের গোয়েন্দা হয়ে ওঠার কাহিনি। শুটিং শুরু হবে।"
![গোয়েন্দা ছবি বানাচ্ছেন মৈনাক, অভিনয়ে ঋতব্রত](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3822365_moinakk.jpg)