ETV Bharat / sitara

নিজের হাতে ঘরের মেয়ে ও হবু জামাইকে আইবুড়োভাত খাওয়ালেন শিবপ্রসাদ

author img

By

Published : Dec 3, 2020, 10:47 PM IST

আর মাত্র কয়েকদিন পরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গৌরব চ্যাটার্জি ও দেবলীনা কুমার । আর তার আগে জমিয়ে আইবুড়ো ভাত খাচ্ছেন তাঁরা । সম্প্রতি তাঁদের আইবুড়োভাত খাওয়ান শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় ।

asd
sdf

কলকাতা : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা । তারপরই এক হবে গৌরব চ্যাটার্জি ও দেবলীনা কুমারের চার হাত । শোনা যাচ্ছে, 9 ডিসেম্বরেই বিয়ের পিঁড়েতে বসতে চলেছেন তাঁরা । আর তার আগে তাঁদের আইবুড়োভাত খাওয়াতে ব্যস্ত টলি পাড়ার একাধিক তারকা । সম্প্রতি 'ঘরের মেয়ে' দেবলীনা ও হবু জামাইকে আইবুড়োভাত খাওয়ালেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় ।

সম্প্রতি ধারাবাহিক 'রাণী রাসমণি'-র সেটে গৌরবের জন্য আইবুড়োভাতের এলাহি আয়োজন করা হয়েছিল । ওই ধারাবাহিকের সব কলাকুশলীরা নিয়ম মেনে আশীর্বাদ করে তাঁকে আইবুড়োভাত খাওয়ান । সেই মেনুতে ছিল সাদা ভাত থেকে শুরু করে ডাল, আলুভাজা, তরকারি, চিংড়ি মাছ, পোলাও, মটন, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি, দই । সাজিয়ে গুছিয়ে সবই কাঁসার থালায় করে পরিবেশন করা হয় পরদার মথুরের সামনে ।

আর এবার এই তারকা জুটিকে আইবুড়োবাত খাওয়ালেন শিবপ্রসাদ ও নন্দিতা । হবু দম্পতিকে নিজেদের হাতে খাইয়েও দিতে দেখা যায় তাঁদের । তাঁদের খাবারের জন্য এলাহি আয়োজন করা হয়েছিল । মেনুতে ছিল-বাসমতি চালের ভাত, ডাল, ঝিরি ঝিরি আলুভাজা, চিকেন শাম্মি কাবাব, ফিশফ্রাই, গলদা চিংড়ির মালাইকারি, মটন কষা, চাটনি, মিষ্টি, আইসক্রিম ।

সূত্রের খবর, একদম ঘরোয়াভাবেই দেবলীনা ও গৌরবের বিয়ের আয়োনজন করা হবে । 9 ডিসেম্বর বিয়ে করবেন তাঁরা । আর আগামীবছর মার্চ-এপ্রিলে রিসেপশন করবেন তাঁরা ।

কলকাতা : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা । তারপরই এক হবে গৌরব চ্যাটার্জি ও দেবলীনা কুমারের চার হাত । শোনা যাচ্ছে, 9 ডিসেম্বরেই বিয়ের পিঁড়েতে বসতে চলেছেন তাঁরা । আর তার আগে তাঁদের আইবুড়োভাত খাওয়াতে ব্যস্ত টলি পাড়ার একাধিক তারকা । সম্প্রতি 'ঘরের মেয়ে' দেবলীনা ও হবু জামাইকে আইবুড়োভাত খাওয়ালেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় ।

সম্প্রতি ধারাবাহিক 'রাণী রাসমণি'-র সেটে গৌরবের জন্য আইবুড়োভাতের এলাহি আয়োজন করা হয়েছিল । ওই ধারাবাহিকের সব কলাকুশলীরা নিয়ম মেনে আশীর্বাদ করে তাঁকে আইবুড়োভাত খাওয়ান । সেই মেনুতে ছিল সাদা ভাত থেকে শুরু করে ডাল, আলুভাজা, তরকারি, চিংড়ি মাছ, পোলাও, মটন, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি, দই । সাজিয়ে গুছিয়ে সবই কাঁসার থালায় করে পরিবেশন করা হয় পরদার মথুরের সামনে ।

আর এবার এই তারকা জুটিকে আইবুড়োবাত খাওয়ালেন শিবপ্রসাদ ও নন্দিতা । হবু দম্পতিকে নিজেদের হাতে খাইয়েও দিতে দেখা যায় তাঁদের । তাঁদের খাবারের জন্য এলাহি আয়োজন করা হয়েছিল । মেনুতে ছিল-বাসমতি চালের ভাত, ডাল, ঝিরি ঝিরি আলুভাজা, চিকেন শাম্মি কাবাব, ফিশফ্রাই, গলদা চিংড়ির মালাইকারি, মটন কষা, চাটনি, মিষ্টি, আইসক্রিম ।

সূত্রের খবর, একদম ঘরোয়াভাবেই দেবলীনা ও গৌরবের বিয়ের আয়োনজন করা হবে । 9 ডিসেম্বর বিয়ে করবেন তাঁরা । আর আগামীবছর মার্চ-এপ্রিলে রিসেপশন করবেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.