ETV Bharat / sitara

Gourab Devlina Circus Er Ghora : প্রথমবার বড় পর্দায় একসঙ্গে রিয়েল লাইফ জুটি গৌরব-দেবলীনা - Rajesh And Ipsita New Film Circus Er Ghora

'আবার বসন্ত বিলাপ'এবং '৬১নং গড়পার লেন'-এর পর এবার রাজেশ দত্ত এবং ইপ্সিতা রায় সরকারের হাত ধরে আসতে চলেছে নতুন ছবি 'সার্কাসের ঘোড়া' (Rajesh And Ipsita New Film Circus Er Ghora)।

New film 'Circus er ghora'
টলিউডের নতুন জুটি গৌরব-দেবলীনাকে নিয়ে রাজেশ-ইপ্সিতার 'সার্কাসের ঘোড়া'
author img

By

Published : Mar 18, 2022, 3:09 PM IST

কলকাতা, 18 মার্চ : পরিচালক রাজেশ দত্ত এবং ইপ্সিতা রায় সরকারের যৌথ পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি 'সার্কাসের ঘোড়া'। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, দীপঙ্কর দে, ইন্দ্রানী হালদার, সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, দেবাশিস ঘোষ, সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্ত-সহ অন্যান্যরা। ছবির প্রযোজনায় দেবাশিস ঘোষ ।

ছবিতে দেখা যাবে এক্স আর্মি অফিসার মাণিকবাবু তাঁর স্ত্রীর সঙ্গে কলকাতাতে থাকেন । মাণিকবাবুর এক পুত্রসন্তান রয়েছে । ছবিতে এই মাণিকবাবুর চরিত্রে অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায় । কর্মব্যস্ত জীবনে কাছের মানুষরা দূরে চলে যায় । সামনাসামনি সাক্ষাৎ নয় সম্পর্কগুলো টিকে থাকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় । ছেলে বিদেশে থাকার সুবাদে মাণিকবাবুর সঙ্গেও তাঁর ছেলের সম্পর্ক সেই সোশ্যাল মিডিয়াতেই আটকে ছিল । নাতির জায়গা পূরণ করতে আগমন ঘটে তাতাইয়ের । মাণিকবাবুর নাতির জায়গা এই তাতাই পূরণ করতে পারবে কি? নাকি রক্তের সম্পর্কটাই মানিকবাবুর জীবনে আসল প্রাধান্য পাবে? এমনই এক টানটান পারিবারিক টানাপোড়েন নিয়ে আসবে 'সার্কাসের ঘোড়া'।

আরও পড়ুন : রাঙিয়ে দিয়ে যাও, বিয়ের পর প্রথম হোলি উদযাপনে সেলেব দম্পতিরা

এই প্রথমবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে রিয়েল লাইফ জুটি গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারকে (Gourab Chatterjee New Film Circus Er Ghora)। রাজেশ দত্ত এবং ইপ্সিতা রায়ের সঙ্গে এর আগে 'আবার বসন্ত বিলাপ' ছবিতে অভিনয় করেছেন দেবলীনা । এবার তিনি জুটি বাঁধবেন স্বামী গৌরবের সঙ্গে । এর আগে পরিচালক রাজেশ দত্ত এবং ইপ্সিতা রায় সরকারের পরিচালনায় 'আবার বসন্ত বিলাপ'এবং '৬১নং গড়পার লেন'-এর মত ছবি উপহার পেয়েছে সিনেপ্রেমীরা । তাই তাঁদের আগামী ছবি নিয়েও দর্শকদের মধ্যে উৎসাহ থাকবে যথেষ্টই ৷

কলকাতা, 18 মার্চ : পরিচালক রাজেশ দত্ত এবং ইপ্সিতা রায় সরকারের যৌথ পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি 'সার্কাসের ঘোড়া'। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, দীপঙ্কর দে, ইন্দ্রানী হালদার, সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, দেবাশিস ঘোষ, সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্ত-সহ অন্যান্যরা। ছবির প্রযোজনায় দেবাশিস ঘোষ ।

ছবিতে দেখা যাবে এক্স আর্মি অফিসার মাণিকবাবু তাঁর স্ত্রীর সঙ্গে কলকাতাতে থাকেন । মাণিকবাবুর এক পুত্রসন্তান রয়েছে । ছবিতে এই মাণিকবাবুর চরিত্রে অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায় । কর্মব্যস্ত জীবনে কাছের মানুষরা দূরে চলে যায় । সামনাসামনি সাক্ষাৎ নয় সম্পর্কগুলো টিকে থাকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় । ছেলে বিদেশে থাকার সুবাদে মাণিকবাবুর সঙ্গেও তাঁর ছেলের সম্পর্ক সেই সোশ্যাল মিডিয়াতেই আটকে ছিল । নাতির জায়গা পূরণ করতে আগমন ঘটে তাতাইয়ের । মাণিকবাবুর নাতির জায়গা এই তাতাই পূরণ করতে পারবে কি? নাকি রক্তের সম্পর্কটাই মানিকবাবুর জীবনে আসল প্রাধান্য পাবে? এমনই এক টানটান পারিবারিক টানাপোড়েন নিয়ে আসবে 'সার্কাসের ঘোড়া'।

আরও পড়ুন : রাঙিয়ে দিয়ে যাও, বিয়ের পর প্রথম হোলি উদযাপনে সেলেব দম্পতিরা

এই প্রথমবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে রিয়েল লাইফ জুটি গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারকে (Gourab Chatterjee New Film Circus Er Ghora)। রাজেশ দত্ত এবং ইপ্সিতা রায়ের সঙ্গে এর আগে 'আবার বসন্ত বিলাপ' ছবিতে অভিনয় করেছেন দেবলীনা । এবার তিনি জুটি বাঁধবেন স্বামী গৌরবের সঙ্গে । এর আগে পরিচালক রাজেশ দত্ত এবং ইপ্সিতা রায় সরকারের পরিচালনায় 'আবার বসন্ত বিলাপ'এবং '৬১নং গড়পার লেন'-এর মত ছবি উপহার পেয়েছে সিনেপ্রেমীরা । তাই তাঁদের আগামী ছবি নিয়েও দর্শকদের মধ্যে উৎসাহ থাকবে যথেষ্টই ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.