ETV Bharat / sitara

গোল্ডেন গ্লোব 2020 : রেড কার্পেট মাতালেন তারকারা - Celebs sparkle on the red carpet

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে যোগ দিয়েছিলেন জেনিফার লোপেজ়, অ্যালেক্স রড্রিক, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, জেনেথ পালট্রো, টেলর সুইফ্ট, লিওনার্দো দি ক্যাপ্রিও, ব্র্যাড পিট সহ আরও অনেকে ।

dfg
dfg
author img

By

Published : Jan 6, 2020, 2:42 PM IST

ক্যালিফোর্নিয়া : অনুষ্ঠিত হল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড । লস অ্যাঞ্জেলসের বিভারলি হিল্টনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । ছিলেন হলিউডের এক ঝাঁক তারকা । হাসি-মজা, গ্ল্যামার ও সেলিব্রেশন সব নিয়ে জমজমাট ছিল এই অনুষ্ঠান ।

যোগ দিয়েছিলেন হলিউডের প্রথম সারির তারকারা । ছিলেন জেনিফার লোপেজ়, অ্যালেক্স রড্রিক, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, জেনেথ পালট্রো, টেলর সুইফ্ট, লিওনার্দো দি ক্যাপ্রিও, ব্র্যাড পিট সহ আরও অনেকে ।

জেনিফারের পরনে ছিল ফ্যাশন ডিজ়াইনার ভ্যালেন্টিনোর ডিজ়াইন করা একটি গাউন । গাউনের সামনে ছিল একটি বড় বো । সেরা সহ অভিনেত্রী হিসেবে মনোনীত হন তিনি ।

চোখে পড়ার মতো ছিল জেনেথের নেকলেস । তাঁর ট্রান্সপারেন্ট পোশাকের ভিতর থেকে তা ফুটে উঠেছিল । অন্যদিকে নিয়ন গ্রিন ও ব্ল্যাকের কম্বিনেশনে একটি গাউন পরেন চার্লিজ় থেরন ।

উজ্জ্বল গোলাপী রঙের গাউনের সঙ্গে মানানসই নেকলেস পরেন প্রিয়াঙ্কা চোপড়া । তাঁর সঙ্গেই ছিলেন নিক জোনাস । তাঁর পরনে ছিল ব্ল্যাক সুট । গোটা অনুষ্ঠানেই একসঙ্গে দেখা যায় তাঁদের । ক্যামেরার সামনে একসঙ্গে পোজ়ও দেন তাঁরা ।

ব্র্যাড পিট ও লিওনার্দো দি ক্যাপ্রিও-র বন্ধুত্বের কথা প্রায় সবার জানা । একসঙ্গে 'ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড' ছবিতে একসঙ্গে কাজও করেছেন তাঁরা ।

দেখুন ভিডিয়ো

ক্যালিফোর্নিয়া : অনুষ্ঠিত হল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড । লস অ্যাঞ্জেলসের বিভারলি হিল্টনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । ছিলেন হলিউডের এক ঝাঁক তারকা । হাসি-মজা, গ্ল্যামার ও সেলিব্রেশন সব নিয়ে জমজমাট ছিল এই অনুষ্ঠান ।

যোগ দিয়েছিলেন হলিউডের প্রথম সারির তারকারা । ছিলেন জেনিফার লোপেজ়, অ্যালেক্স রড্রিক, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, জেনেথ পালট্রো, টেলর সুইফ্ট, লিওনার্দো দি ক্যাপ্রিও, ব্র্যাড পিট সহ আরও অনেকে ।

জেনিফারের পরনে ছিল ফ্যাশন ডিজ়াইনার ভ্যালেন্টিনোর ডিজ়াইন করা একটি গাউন । গাউনের সামনে ছিল একটি বড় বো । সেরা সহ অভিনেত্রী হিসেবে মনোনীত হন তিনি ।

চোখে পড়ার মতো ছিল জেনেথের নেকলেস । তাঁর ট্রান্সপারেন্ট পোশাকের ভিতর থেকে তা ফুটে উঠেছিল । অন্যদিকে নিয়ন গ্রিন ও ব্ল্যাকের কম্বিনেশনে একটি গাউন পরেন চার্লিজ় থেরন ।

উজ্জ্বল গোলাপী রঙের গাউনের সঙ্গে মানানসই নেকলেস পরেন প্রিয়াঙ্কা চোপড়া । তাঁর সঙ্গেই ছিলেন নিক জোনাস । তাঁর পরনে ছিল ব্ল্যাক সুট । গোটা অনুষ্ঠানেই একসঙ্গে দেখা যায় তাঁদের । ক্যামেরার সামনে একসঙ্গে পোজ়ও দেন তাঁরা ।

ব্র্যাড পিট ও লিওনার্দো দি ক্যাপ্রিও-র বন্ধুত্বের কথা প্রায় সবার জানা । একসঙ্গে 'ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড' ছবিতে একসঙ্গে কাজও করেছেন তাঁরা ।

দেখুন ভিডিয়ো
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.