কলকাতা : ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋতব্রত মুখোপাধ্যায়। তিনিই গল্পের জুনিয়র গোয়েন্দা। যে পরীক্ষার খাতায় কিছু না লিখে ছবি আঁকে, যে তার সমবয়সী ছেলেমেয়েদের থেকে অনেকটা এগিয়ে বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার দিক থেকে।
ছবিতে আর এক মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতব্রতর রিয়েল লাইফ ফাদার শান্তিলাল মুখোপাধ্যায়। এখানে মূলত শান্তিলালের সাহায্যেই ফুটে বেরোচ্ছে ঋতব্রতর গোয়েন্দা সত্তা। এছাড়াও রয়েছেন অনুশা বিশ্বনাথন। অনুশাকে এর আগে 'ধনঞ্জয়' বা 'জেনারেশন আমি'-র মতো ছবি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
'বর্ণপরিচয়' সিনেমাটা থেকে মৈনাক ভৌমিক হাত পাকাচ্ছেন থ্রিলার জঁরে। তাঁর পরিচালিত প্রথম থ্রিলার ছিল সেটা। আর 'গোয়েন্দা জুনিয়র' দ্বিতীয়। দ্বিতীয় থ্রিলারে কতটা পাকলেন মৈনাক? উত্তর জানা যাবে 20 সেপ্টেম্বর, সেদিনই মুক্তি পাবে 'গোয়েন্দা জুনিয়র'।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">