ETV Bharat / sitara

Gifts given to Jacqueline Nora by Sukesh to be Seized: জ্যাকলিন-নোরাকে সুকেশের দেওয়া উপহার বাজেয়াপ্ত করবে ইডি

জ্যাকলিন ফার্নান্ডেজ (jacqueline fernandez news) ও নোরা ফতেহিকে (Nora Fatehi news) সুকেশ চন্দ্রশেখরের দেওয়া উপহার বাজেয়াপ্ত করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Gifts given to Jacqueline-Nora by Sukesh to be seized)৷

Gifts given to jacqueline fernandez Nora Fatehi by Sukesh Chandrashekhar to be seized
জ্যাকলিন-নোরাকে সুকেশের দেওয়া উপহার বাজেয়াপ্ত করবে ইডি
author img

By

Published : Dec 22, 2021, 7:55 PM IST

নয়াদিল্লি, 22 ডিসেম্বর: প্রতারণা মামলায় অভিযুক্ত মাল্টিমিলিয়নেয়ার সুকেশ চন্দ্রশেখর বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (jacqueline fernandez news) ও নোরা ফতেহিকে (Nora Fatehi news) বহুমূল্যের বেশ কিছু উপহার দিয়েছিলেন ৷ সেগুলি শিগগিরই বাজেয়াপ্ত করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Gifts given to Jacqueline Nora by Sukesh to be seized)৷ উপহার হিসেবে যেহেতু কয়েকটি পোষ্যও দেওয়া হয়েছিল, তাই সেই পোষ্যের সমান মূল্যের সম্পত্তি অ্যাটাচ করা হবে বলে জানিয়েছে ইডি ৷

বিশ্বস্ত সূত্রের খবর, সুকেশের থেকে যে বিএমডব্লিউ গাড়িটি উপহার (Gifts given to jacqueline fernandez Nora Fatehi) পেয়েছিলেন, তা ইডি আধিকারিকরা যে কোনও সময়ে নিয়ে যেতে পারেন বলে জানিয়েছেন নোরা ফতেহি ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় ইডি আধিকারিকদের তিনি এ কথা বলেন বলে জানা গিয়েছে ৷ পিএমএলএ-র 5 নং ধারা মেনে এই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চালাবে ইডি ৷

সুকেশের থেকে পাওয়া উপহার দিয়ে দিতে চেয়েছেন বলিউডের আর এক অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও ৷ তিনিও জিজ্ঞাসাবাদের সময় আধিকারিকদের বলেছেন, উপহারগুলি তাঁরা বাজেয়াপ্ত করে নিতে পারেন ৷

আরও পড়ুন: Nora-Sukesh Chat Leak : ‘রেঞ্জ রোভার পছন্দ ?’ ফাঁস নোরা-সুকেশের চ্যাট

সূত্রের দাবি, সুকেশ চন্দ্রশেখর নোরাকে ও জ্যাকলিনকে যে দামি দামি উপহার দিয়েছিলেন, সেগুলি সবই বাজেয়াপ্ত করবে ইডি ৷ তবে তার আগে তাদের এই মামলার তদন্তের চার্জশিট পেশ করতে হবে ৷ সেই কারণে উপহারগুলি বাজেয়াপ্ত করতে কিছুটা সময় লাগবে ৷ সূত্র বলেছেন, "জ্যাকলিন জানিয়েছেন যে, তিনি সুকেশের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানতেন না ৷ সুকেশের উপহার বাজেয়াপ্ত করার প্রক্রিয়ায় সাহায্য করতে চেয়েছেন জ্যাকলিন ৷"

আরও পড়ুন : আর্থিক প্রতারণা কাণ্ডে ফের জ্যাকলিনকে তলব ইডি'র

সূত্র আরও জানিয়েছেন যে, "আমরা পিঙ্কি ইরানিকেও গ্রেফতার করেছি ৷ এ সব নিয়ে ব্যস্ততা চলছে ৷ চার্জশিট দাখিল করা, নতুন যারা গ্রেফতার হয়েছে তাদের বয়ান নেওয়া - এই সব কাজে সময় লাগে ৷ এই মামলায় আরও 7 জনকে আমাদের গ্রেফতার করতে হবে ৷ এরপর তাদের বয়ানও নিতে হবে ৷ কাজেই কিছুটা সময় লাগবে ৷"

আরও পড়ুন : আর্থিক জালিয়াতির মামলায় ইডি'র সামনে হাজিরা নোরা ফতেহির

এই মামলায় এখনও পর্যন্ত সাক্ষী দুই অভিনেত্রীই ৷ 200 কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের মামলায় তাঁদের দুজনেরই বয়ান রেকর্ড করেছে ইডি ৷

নয়াদিল্লি, 22 ডিসেম্বর: প্রতারণা মামলায় অভিযুক্ত মাল্টিমিলিয়নেয়ার সুকেশ চন্দ্রশেখর বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (jacqueline fernandez news) ও নোরা ফতেহিকে (Nora Fatehi news) বহুমূল্যের বেশ কিছু উপহার দিয়েছিলেন ৷ সেগুলি শিগগিরই বাজেয়াপ্ত করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Gifts given to Jacqueline Nora by Sukesh to be seized)৷ উপহার হিসেবে যেহেতু কয়েকটি পোষ্যও দেওয়া হয়েছিল, তাই সেই পোষ্যের সমান মূল্যের সম্পত্তি অ্যাটাচ করা হবে বলে জানিয়েছে ইডি ৷

বিশ্বস্ত সূত্রের খবর, সুকেশের থেকে যে বিএমডব্লিউ গাড়িটি উপহার (Gifts given to jacqueline fernandez Nora Fatehi) পেয়েছিলেন, তা ইডি আধিকারিকরা যে কোনও সময়ে নিয়ে যেতে পারেন বলে জানিয়েছেন নোরা ফতেহি ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় ইডি আধিকারিকদের তিনি এ কথা বলেন বলে জানা গিয়েছে ৷ পিএমএলএ-র 5 নং ধারা মেনে এই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চালাবে ইডি ৷

সুকেশের থেকে পাওয়া উপহার দিয়ে দিতে চেয়েছেন বলিউডের আর এক অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও ৷ তিনিও জিজ্ঞাসাবাদের সময় আধিকারিকদের বলেছেন, উপহারগুলি তাঁরা বাজেয়াপ্ত করে নিতে পারেন ৷

আরও পড়ুন: Nora-Sukesh Chat Leak : ‘রেঞ্জ রোভার পছন্দ ?’ ফাঁস নোরা-সুকেশের চ্যাট

সূত্রের দাবি, সুকেশ চন্দ্রশেখর নোরাকে ও জ্যাকলিনকে যে দামি দামি উপহার দিয়েছিলেন, সেগুলি সবই বাজেয়াপ্ত করবে ইডি ৷ তবে তার আগে তাদের এই মামলার তদন্তের চার্জশিট পেশ করতে হবে ৷ সেই কারণে উপহারগুলি বাজেয়াপ্ত করতে কিছুটা সময় লাগবে ৷ সূত্র বলেছেন, "জ্যাকলিন জানিয়েছেন যে, তিনি সুকেশের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানতেন না ৷ সুকেশের উপহার বাজেয়াপ্ত করার প্রক্রিয়ায় সাহায্য করতে চেয়েছেন জ্যাকলিন ৷"

আরও পড়ুন : আর্থিক প্রতারণা কাণ্ডে ফের জ্যাকলিনকে তলব ইডি'র

সূত্র আরও জানিয়েছেন যে, "আমরা পিঙ্কি ইরানিকেও গ্রেফতার করেছি ৷ এ সব নিয়ে ব্যস্ততা চলছে ৷ চার্জশিট দাখিল করা, নতুন যারা গ্রেফতার হয়েছে তাদের বয়ান নেওয়া - এই সব কাজে সময় লাগে ৷ এই মামলায় আরও 7 জনকে আমাদের গ্রেফতার করতে হবে ৷ এরপর তাদের বয়ানও নিতে হবে ৷ কাজেই কিছুটা সময় লাগবে ৷"

আরও পড়ুন : আর্থিক জালিয়াতির মামলায় ইডি'র সামনে হাজিরা নোরা ফতেহির

এই মামলায় এখনও পর্যন্ত সাক্ষী দুই অভিনেত্রীই ৷ 200 কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের মামলায় তাঁদের দুজনেরই বয়ান রেকর্ড করেছে ইডি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.