ETV Bharat / sitara

ওপেন ম্যারেজ থেকে পারভিনের  সঙ্গে সম্পর্ক, আত্মজীবনীতে অকপট কবীর

এই বই প্রকাশের আগে একটি সাক্ষাৎকারে কবীর বলেছেন, 'স্টোরিস আই মাস্ট টেল: দ্য ইমোশনাল লাইফ অফ অ্যান অ্যাক্টর' এই বইতে তিনি তাঁর জীবনের সফর, উথ্থান-পতন, প্রাপ্তি সব কিছুর কথাই থাকবে এই বইতে ৷

কবির বেদী
কবির বেদী
author img

By

Published : Apr 14, 2021, 1:57 PM IST

Updated : Apr 14, 2021, 2:13 PM IST

মুম্বই, 14 এপ্রিল : খুব শীঘ্রই আসতে চলেছে অভিনেতা কবীর বেদির আত্মজীবনী 'স্টোরিস আই মাস্ট টেল: দ্য ইমোশনাল লাইফ অফ অ্যান অ্যাক্টর' ৷ এই বই পাঠকদের কাছে সামনে অনেক নতুন কিছু তুলে ধরবে ৷ ওড়িশার নিত্যশিল্পী প্রমিতা গুপ্তার সঙ্গে ওপেন ম্যারেজ থেকে শুরু করে পারভিন ববির সঙ্গে সম্পর্ক, অভিনেতা এই সব কিছুই রেখেছেন এই বইতে ৷ গত বছর করোনার সময় থেকে তিনি এই বই লিখতে শুরু করেছিলেন ৷

এই বই প্রকাশের আগে একটি সাক্ষাৎকারে কবীর বলেছেন, 'স্টোরিস আই মাস্ট টেল: দ্য ইমোশনাল লাইফ অফ অ্যান অ্যাক্টর' এই বইতে তিনি তাঁর জীবনের সফর, উথ্থান-পতন, প্রাপ্তি সব কিছুর কথাই থাকবে এই বইতে ৷

কবিরের সঙ্গে কন্যা পূজা
কবিরের সঙ্গে কন্যা পূজা

কবীর বেদী জানিয়েছেন, তাঁর কন্যা পূজা বেদি এই বই পড়ে তাঁর মা প্রমিতা সম্পর্কে কী ভাববে তা নিয়ে অভিনেতা চিন্তিত নন ৷ কারণ কিছু বিষয় পড়ে অবাক হলেও প্রমিতা সম্পর্কে পূজা বেশির ভাগটাই জানে ৷ তাই প্রমিতে সম্পর্কে আমার লেখনী পূজাকে খুব বেশি প্রভাবিত করবে বলে আমার মনে হয়না ৷

পারভিন ববির সঙ্গে সম্পর্ক নিয়ে কবীর বলেন, "যখন আপনি কাউকে ভালবাসবেন তখন আপনি তার খেয়াল রাখতে চাইবেন ৷ আমি তাই করেছি ৷ আমি পারভিনের রক্ষাকর্তা হতে চেয়েছিলাম ৷"

তৃতীয় স্ত্রী পারভিন দুস্জন বেদির সঙ্গে কবির বেদি
তৃতীয় স্ত্রী পারভিন দুস্জন বেদির সঙ্গে কবির বেদি

আরও পড়ুন : উগাডি উপলক্ষে প্রকাশ্যে এল আরআরআর ছবির নতুন পোস্টার

মুম্বই, 14 এপ্রিল : খুব শীঘ্রই আসতে চলেছে অভিনেতা কবীর বেদির আত্মজীবনী 'স্টোরিস আই মাস্ট টেল: দ্য ইমোশনাল লাইফ অফ অ্যান অ্যাক্টর' ৷ এই বই পাঠকদের কাছে সামনে অনেক নতুন কিছু তুলে ধরবে ৷ ওড়িশার নিত্যশিল্পী প্রমিতা গুপ্তার সঙ্গে ওপেন ম্যারেজ থেকে শুরু করে পারভিন ববির সঙ্গে সম্পর্ক, অভিনেতা এই সব কিছুই রেখেছেন এই বইতে ৷ গত বছর করোনার সময় থেকে তিনি এই বই লিখতে শুরু করেছিলেন ৷

এই বই প্রকাশের আগে একটি সাক্ষাৎকারে কবীর বলেছেন, 'স্টোরিস আই মাস্ট টেল: দ্য ইমোশনাল লাইফ অফ অ্যান অ্যাক্টর' এই বইতে তিনি তাঁর জীবনের সফর, উথ্থান-পতন, প্রাপ্তি সব কিছুর কথাই থাকবে এই বইতে ৷

কবিরের সঙ্গে কন্যা পূজা
কবিরের সঙ্গে কন্যা পূজা

কবীর বেদী জানিয়েছেন, তাঁর কন্যা পূজা বেদি এই বই পড়ে তাঁর মা প্রমিতা সম্পর্কে কী ভাববে তা নিয়ে অভিনেতা চিন্তিত নন ৷ কারণ কিছু বিষয় পড়ে অবাক হলেও প্রমিতা সম্পর্কে পূজা বেশির ভাগটাই জানে ৷ তাই প্রমিতে সম্পর্কে আমার লেখনী পূজাকে খুব বেশি প্রভাবিত করবে বলে আমার মনে হয়না ৷

পারভিন ববির সঙ্গে সম্পর্ক নিয়ে কবীর বলেন, "যখন আপনি কাউকে ভালবাসবেন তখন আপনি তার খেয়াল রাখতে চাইবেন ৷ আমি তাই করেছি ৷ আমি পারভিনের রক্ষাকর্তা হতে চেয়েছিলাম ৷"

তৃতীয় স্ত্রী পারভিন দুস্জন বেদির সঙ্গে কবির বেদি
তৃতীয় স্ত্রী পারভিন দুস্জন বেদির সঙ্গে কবির বেদি

আরও পড়ুন : উগাডি উপলক্ষে প্রকাশ্যে এল আরআরআর ছবির নতুন পোস্টার

Last Updated : Apr 14, 2021, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.