ETV Bharat / sitara

সংসদে প্রথমদিন মিমি ও নুসরতের, শেয়ার করলেন ছবি - mimi chakraborty

প্রথমদিন কেমন কাটল সংসদে। ছবি শেয়ার করে জানালেন নতুন দুই সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান।

ছবি সৌজন্য মিমি
author img

By

Published : May 27, 2019, 6:00 PM IST

নয়াদিল্লি : এবারের লোকসভা নির্বাচনে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান ও যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী বিপুল ভোটে জিতে পার্লামেন্টে জায়গা করেছেন। সংসদের প্রথম দিনের ছবি শেয়ার করলেন মিমি ও নুসরত।

ছবি সৌজন্য মিমি
ছবি সৌজন্য মিমি

ইন্ডাস্ট্রিতে মিমি ও নুসরাতের বন্ধুত্ব অনেকদিনের। একই সঙ্গে দু'জনে ভোটে দাঁড়ালেন এবার। দু'জনেই জিতেছেন বিপুল ভোটে। তাই পার্লামেন্টে একই সঙ্গে দিলেন ছবি।

...হবে নাই বা কেন। যেকোনও বিপদে একে অপরের পাশে থেকেছেন এই দুই বন্ধু। একজনের মন খারাপে অন্যজন মন ভালো করেছেন। একেই বলে বন্ধুত্ব।

ছবি সৌজন্য মিমি
ছবি সৌজন্য মিমি

সেই বন্ধুত্ব আজ সংসদে পর্যন্ত। মিমি নুসরতের এই ছবি প্রমাণ করে সেটাই।

নয়াদিল্লি : এবারের লোকসভা নির্বাচনে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান ও যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী বিপুল ভোটে জিতে পার্লামেন্টে জায়গা করেছেন। সংসদের প্রথম দিনের ছবি শেয়ার করলেন মিমি ও নুসরত।

ছবি সৌজন্য মিমি
ছবি সৌজন্য মিমি

ইন্ডাস্ট্রিতে মিমি ও নুসরাতের বন্ধুত্ব অনেকদিনের। একই সঙ্গে দু'জনে ভোটে দাঁড়ালেন এবার। দু'জনেই জিতেছেন বিপুল ভোটে। তাই পার্লামেন্টে একই সঙ্গে দিলেন ছবি।

...হবে নাই বা কেন। যেকোনও বিপদে একে অপরের পাশে থেকেছেন এই দুই বন্ধু। একজনের মন খারাপে অন্যজন মন ভালো করেছেন। একেই বলে বন্ধুত্ব।

ছবি সৌজন্য মিমি
ছবি সৌজন্য মিমি

সেই বন্ধুত্ব আজ সংসদে পর্যন্ত। মিমি নুসরতের এই ছবি প্রমাণ করে সেটাই।

Intro:এবারের লোকসভা নির্বাচনে বশিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান এবং যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর জয়জয়কার। বিপুল ভোটে জিতে পার্লামেন্টে জায়গা করেছেন এই দুই তারকা প্রার্থী। দুজনের পার্লামেন্টের প্রথম দিনের ছবি ইটিভি ভারতের সঙ্গে শেয়ার করলেন মিমি ও নুসরাত।




Body:ইন্ডাস্ট্রিতে মিমি ও নুসরাতের বন্ধুত্ব অনেকদিনের। একই সঙ্গে দুজনে ভোটে দাঁড়ালেন এবার। দুজনেই জিতেছেন বিপুল ভোটে। তাই পার্লামেন্টে একই সঙ্গে দিলেন ছবি।

...হবে নাই বা কেন। যেকোনও বিপদে একে অপরের পাশে থেকেছেন এই দুই বন্ধু। একজনের গায়ে কাদা লাগলে, অন্যজন তা সাফ করেছেন। একজনের মন খারাপে অন্যজন মন ভালো করেছেন। একেই বলে বন্ধুত্ব।


Conclusion:সেই বন্ধুত্ব আজ পার্লামেন্ট পর্যন্ত। মিমি নুসরতের এই ছবি প্রমাণ করে সেটাই।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.