ETV Bharat / sitara

First song of Bela Shuru : অনুপমের জন্মদিনেই হাজির তাঁর কণ্ঠে 'বেলাশুরু'র প্রথম গান - বেলাশুরুর প্রথম গান সোহাগে আদরে

অনুপম রায়ের জন্মদিনেই(Anupam Roy's birthday) হাজির হল তাঁর কণ্ঠে 'বেলাশুরু'র প্রথম গান সোহাগে আদরে (Bela Shuru first song Sohage Adore)৷

first-song-of-bela-shuru-sohage-adore-released-in-anupam-roys-birthday
অনুপমের জন্মদিনেই হাজির তাঁর কণ্ঠে বেলাশুরুর প্রথম গান
author img

By

Published : Mar 30, 2022, 2:27 PM IST

কলকাতা, 30 মার্চ: শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় প্রযোজিত এবং পরিচালিত, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত জুটির শেষ ছবি 'বেলাশুরু'। অনুপম রায়ের কণ্ঠে এসে গেল ছবির প্রথম গান (first song of Bela Shuru)। 29 মার্চ ছিল সঙ্গীত শিল্পী অনুপম রায়ের জন্মদিন (Anupam Roy's birthday)। আর সে দিনই হাজির হল তাঁর কণ্ঠে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত জুটির শেষ ছবি 'বেলাশুরু'র প্রথম গান (Bela Shuru first song Sohage Adore)। গান প্রকাশের সন্ধ্যায় 'সোহাগে আদরে' গানটি গেয়ে শোনান শিল্পী । কাটলেন কেক । হাজির ছিলেন ছবির অধিকাংশ কুশীলব । সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত জুটির পড়ন্তবেলার প্রেম এই ছবির মূল রসদ । এ ছাড়াও এই ছবিতে প্রেম আসবে নানা ভাবে, নানা কায়দায় ।

আরও পড়ুন: Rituparna-Indigo Clash : কান্নাকাটি করেও মিলল না ফ্লাইটে ওঠার অনুমতি, ঋতুপর্ণার অভিযোগে কী বলল এয়ারলাইন্স সংস্থা

অনুপম জানান, "উইন্ডোজের সঙ্গে কাজ করতে আমার বরাবরই ভাল লাগে । ওরা আমার এক্সটেনডেড ফ্যামিলি । আর আমার জন্মদিনেই আমার কণ্ঠে গান ওরা হাজির করল । এটা আমার কাছে জন্মদিনের উপহারস্বরূপ । আরও কাজ করতে চাই আমি এদের সঙ্গে ।" সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত জুটির এটি শেষ ছবি । তাঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন অপরাজিতা আঢ্য, ইন্দ্রাণী দত্ত, মনামী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তী, অরুণিমা হালদার, ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী-সহ আরও অনেকে । ছবিটি মুক্তি পাবে 20 মে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: HBD Anupam Roy : ঊনচল্লিশে পা বাংলা গানের জগতের 'স্টুডিয়াস বয়' অনুপম রায়ের

ছবির প্রযোজক-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কথায়, "দীর্ঘ দু'বছর অপেক্ষার পর মুক্তি পাচ্ছে এই ছবি । গানও এসে গেল । আশা করি সবার ভাল লাগবে ।"

কলকাতা, 30 মার্চ: শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় প্রযোজিত এবং পরিচালিত, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত জুটির শেষ ছবি 'বেলাশুরু'। অনুপম রায়ের কণ্ঠে এসে গেল ছবির প্রথম গান (first song of Bela Shuru)। 29 মার্চ ছিল সঙ্গীত শিল্পী অনুপম রায়ের জন্মদিন (Anupam Roy's birthday)। আর সে দিনই হাজির হল তাঁর কণ্ঠে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত জুটির শেষ ছবি 'বেলাশুরু'র প্রথম গান (Bela Shuru first song Sohage Adore)। গান প্রকাশের সন্ধ্যায় 'সোহাগে আদরে' গানটি গেয়ে শোনান শিল্পী । কাটলেন কেক । হাজির ছিলেন ছবির অধিকাংশ কুশীলব । সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত জুটির পড়ন্তবেলার প্রেম এই ছবির মূল রসদ । এ ছাড়াও এই ছবিতে প্রেম আসবে নানা ভাবে, নানা কায়দায় ।

আরও পড়ুন: Rituparna-Indigo Clash : কান্নাকাটি করেও মিলল না ফ্লাইটে ওঠার অনুমতি, ঋতুপর্ণার অভিযোগে কী বলল এয়ারলাইন্স সংস্থা

অনুপম জানান, "উইন্ডোজের সঙ্গে কাজ করতে আমার বরাবরই ভাল লাগে । ওরা আমার এক্সটেনডেড ফ্যামিলি । আর আমার জন্মদিনেই আমার কণ্ঠে গান ওরা হাজির করল । এটা আমার কাছে জন্মদিনের উপহারস্বরূপ । আরও কাজ করতে চাই আমি এদের সঙ্গে ।" সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত জুটির এটি শেষ ছবি । তাঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন অপরাজিতা আঢ্য, ইন্দ্রাণী দত্ত, মনামী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তী, অরুণিমা হালদার, ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী-সহ আরও অনেকে । ছবিটি মুক্তি পাবে 20 মে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: HBD Anupam Roy : ঊনচল্লিশে পা বাংলা গানের জগতের 'স্টুডিয়াস বয়' অনুপম রায়ের

ছবির প্রযোজক-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কথায়, "দীর্ঘ দু'বছর অপেক্ষার পর মুক্তি পাচ্ছে এই ছবি । গানও এসে গেল । আশা করি সবার ভাল লাগবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.