দিল্লি : দিল্লিতে অনুষ্ঠিত 10 তম জাগরণ ফিল্ম ফেস্টিভালে স্মরণ করা হবে কিংবদন্তিদের । ফেস্টিভালে প্রত্য়েকের দু'টি করে ছবি দেখানো হবে ।
দেখা যাবে ভীরু দেবগনের জনপ্রিয় ছবি । তিনি বলিউডের একজন জনপ্রিয় পরিচালক, স্টান্টম্যান ও অ্যাকশন কোরিওগ্রাফার । এছাড়াও তাঁর একটি পরিচয় হল তিনি অজয় দেবগণের বাবা । দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ও ছবি নির্মাতা কাদের খানের ছবিও । ফেস্টিভালে রয়েছে মৃণাল সেনের মতো কিংবদন্তির তৈরি ছবি । এছাড়া এই তালিকায় রয়েছে গিরিশ কারনাডের মতো অভিনতা তথা ছবি নির্মাতার ছবি ।
20 জুলাই সিরি ফোর্ট অডিটোরিয়ামে ছবি নির্মাতা রোহিত শেট্টি ফিল্ম সমালোচক রাজীব মসন্দের সঙ্গে একটি সেমিনারের আয়োজন করেছেন । এই সেমিনারে ভীরু দেবগনকে নিয়ে আলোচনা হবে ।
18 জুলাই দিল্লিতে এই ফেস্টিভাল শুরু হবে । দিল্লির পর কানপুর, লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, আগ্রা, মিরাট, দেরাদুন, হিসার, লুধিয়ানা, পাটনা, রাঁচি, জামশেদপুর, গোরখপুর, রায়পুর, ইন্দোর ও ভোপালে চলবে ফেস্টিভালটি । 29 সেপ্টেম্বর মুম্বাইতে শেষ হবে JFF।