ETV Bharat / sitara

'ফেলুদা' আমার স্বপ্নের চরিত্র : টোটা

টোটা বলেন, "জীবনে আমার বেশি শখ নেই, একটাই শখ ছিল । কোনওদিন যদি ফেলুদা করতে পারি । অসম্ভব লোভ ছিল চরিত্রটার প্রতি । এবং সেটা ঈশ্বর শুনেছেন । সৃজিত যখন কথাটা আমাকে বলল তখন বিশ্বাস হচ্ছিল না । আমি এখন সুপার সুপার এক্সাইটেড।"

ggf
author img

By

Published : Nov 12, 2019, 6:02 PM IST

কলকাতা : প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর জীবনেই কোনও না কোনও স্বপ্নের চরিত্র থাকে । কেউ তাতে অভিনয়ের সুযোগ পান । আবার কেউ পান না । একইভাবে 'ফেলুদা' চরিত্র ছিল টোটা রায়চৌধুরির স্বপ্নের চরিত্র । আর এবার তাঁর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে । ফেলুদার চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি । ফেলুদাকে নিয়ে ওয়েবসিরিজ় তৈরি করতে চলেছেন পরিচালনা সৃজিত মুখার্জি । আর সৃজিতের থেকেই সেই প্রস্তাবটি পেয়েছেন তিনি । এর জন্য খুবই খুশি তিনি ।

ছবি সম্পর্কে টোটা বলেন, "জীবনে আমার বেশি শখ নেই, একটাই শখ ছিল । কোনওদিন যদি ফেলুদা করতে পারি । অসম্ভব লোভ ছিল চরিত্রটার প্রতি । এবং সেটা ঈশ্বর শুনেছেন । সৃজিত যখন কথাটা আমাকে বলল তখন বিশ্বাস হচ্ছিল না । আমি এখন সুপার সুপার এক্সাইটেড।"

tota roy chowdhury
পোস্টার

এই প্রথমবার সৃজিতের সঙ্গে কাজ করতে চলেছেন টোটা । ওয়েব সিরিজেও প্রথম কাজ করবেন তিনি । এ বিষয়ে বলেন, "আমি সৃজিতের সঙ্গে এই প্রথমবার কাজ করছি । ওয়েব সিরিজ়েও প্রথম । সুজয় ঘোষের একটা শর্ট ফিল্মে প্রথম কাজ করেছিলাম । তবে ফেলুদার শুটিং কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিছু বলেনি । এখন প্ল্যানিং স্টেজে রয়েছে বিষয়টা । এরপর বাকিদের কাস্টিং করবে । ফেলুদা সিরিজ়ের 'ছিন্নমস্তার অভিশাপ' এবং 'যত কাণ্ড কাঠমান্ডুতে' গল্প নিয়ে হবে ওয়েব সিরিজ়টি । 'টিনটোরেটোর যীশু' দেখার পর, সৃজিত বলেছিল কোনওদিন ফেলুদা করলে আমাকে নিয়ে করবে ।"

tota roy chowdhury
এবার ফেলুদার চরিত্রে টোটা

ফেলুদা এবং সৃজিত মুখার্জির প্রথম ওয়েব সিরিজ় দেখানো হবে আড্ডা টাইমসে । তাদের তরফে বলা হয়, "আমরা প্রথমবার সৃজিতের সঙ্গে কাজ করতে চলেছি । আর এবার সৃজিতও ওয়েবে প্রথমবার কোনও সিরিজ় তৈরি করতে চলেছেন । দুটো গল্প আসছে । একেকটা গল্পে 6টা এপিসোড থাকবে । ডিসেম্বরের মাঝামাঝি সপ্তাহ থেকে শুরু হবে শুটিং । জটায়ু করছেন অনির্বাণ চক্রবর্তী । তোপসে এবং মগনলাল মেঘরাজকে খোঁজা চলছে । আমরা অডিয়েন্সেরও মতামত নিচ্ছি । ফেলুদার চরিত্রের জন্য চার জনকে ভেবেছিলাম । অনির্বাণ ভট্টাচার্য, আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরি এবং ইন্দ্রনীল সেনগুপ্ত । টুইটারে আবীর এগিয়ে ছিলেন । মিক্সড ফলাফল এসেছে । কিন্তু, আমরা এবং পরিচালক ঠিক করি টোটাদাই ফেলুদা করবেন । টোটাদা ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করেছেন, 'চোখের বালি' করেছেন, 'শুভ মহরত' করেছেন, মধুর ভাণ্ডারকারের ছবিতেও কাজ করেছেন । আমরা যখন টোটা রায়চৌধুরির কথা ঘোষণা করেছি, ৯০ শতাংশ দর্শক আমাদের আলাদা মেসেজ করে বলেছেন, তাঁরা ভীষণ খুশি । ফিচারস দেখতে গেলে টোটোদা খুব শার্প । ফেলুদার সঙ্গে তাঁর খুব মিল আছে, যেভাবে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন । এই সিরিজ় নিয়ে আমরা খুব আশাবাদী ।"

কলকাতা : প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর জীবনেই কোনও না কোনও স্বপ্নের চরিত্র থাকে । কেউ তাতে অভিনয়ের সুযোগ পান । আবার কেউ পান না । একইভাবে 'ফেলুদা' চরিত্র ছিল টোটা রায়চৌধুরির স্বপ্নের চরিত্র । আর এবার তাঁর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে । ফেলুদার চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি । ফেলুদাকে নিয়ে ওয়েবসিরিজ় তৈরি করতে চলেছেন পরিচালনা সৃজিত মুখার্জি । আর সৃজিতের থেকেই সেই প্রস্তাবটি পেয়েছেন তিনি । এর জন্য খুবই খুশি তিনি ।

ছবি সম্পর্কে টোটা বলেন, "জীবনে আমার বেশি শখ নেই, একটাই শখ ছিল । কোনওদিন যদি ফেলুদা করতে পারি । অসম্ভব লোভ ছিল চরিত্রটার প্রতি । এবং সেটা ঈশ্বর শুনেছেন । সৃজিত যখন কথাটা আমাকে বলল তখন বিশ্বাস হচ্ছিল না । আমি এখন সুপার সুপার এক্সাইটেড।"

tota roy chowdhury
পোস্টার

এই প্রথমবার সৃজিতের সঙ্গে কাজ করতে চলেছেন টোটা । ওয়েব সিরিজেও প্রথম কাজ করবেন তিনি । এ বিষয়ে বলেন, "আমি সৃজিতের সঙ্গে এই প্রথমবার কাজ করছি । ওয়েব সিরিজ়েও প্রথম । সুজয় ঘোষের একটা শর্ট ফিল্মে প্রথম কাজ করেছিলাম । তবে ফেলুদার শুটিং কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিছু বলেনি । এখন প্ল্যানিং স্টেজে রয়েছে বিষয়টা । এরপর বাকিদের কাস্টিং করবে । ফেলুদা সিরিজ়ের 'ছিন্নমস্তার অভিশাপ' এবং 'যত কাণ্ড কাঠমান্ডুতে' গল্প নিয়ে হবে ওয়েব সিরিজ়টি । 'টিনটোরেটোর যীশু' দেখার পর, সৃজিত বলেছিল কোনওদিন ফেলুদা করলে আমাকে নিয়ে করবে ।"

tota roy chowdhury
এবার ফেলুদার চরিত্রে টোটা

ফেলুদা এবং সৃজিত মুখার্জির প্রথম ওয়েব সিরিজ় দেখানো হবে আড্ডা টাইমসে । তাদের তরফে বলা হয়, "আমরা প্রথমবার সৃজিতের সঙ্গে কাজ করতে চলেছি । আর এবার সৃজিতও ওয়েবে প্রথমবার কোনও সিরিজ় তৈরি করতে চলেছেন । দুটো গল্প আসছে । একেকটা গল্পে 6টা এপিসোড থাকবে । ডিসেম্বরের মাঝামাঝি সপ্তাহ থেকে শুরু হবে শুটিং । জটায়ু করছেন অনির্বাণ চক্রবর্তী । তোপসে এবং মগনলাল মেঘরাজকে খোঁজা চলছে । আমরা অডিয়েন্সেরও মতামত নিচ্ছি । ফেলুদার চরিত্রের জন্য চার জনকে ভেবেছিলাম । অনির্বাণ ভট্টাচার্য, আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরি এবং ইন্দ্রনীল সেনগুপ্ত । টুইটারে আবীর এগিয়ে ছিলেন । মিক্সড ফলাফল এসেছে । কিন্তু, আমরা এবং পরিচালক ঠিক করি টোটাদাই ফেলুদা করবেন । টোটাদা ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করেছেন, 'চোখের বালি' করেছেন, 'শুভ মহরত' করেছেন, মধুর ভাণ্ডারকারের ছবিতেও কাজ করেছেন । আমরা যখন টোটা রায়চৌধুরির কথা ঘোষণা করেছি, ৯০ শতাংশ দর্শক আমাদের আলাদা মেসেজ করে বলেছেন, তাঁরা ভীষণ খুশি । ফিচারস দেখতে গেলে টোটোদা খুব শার্প । ফেলুদার সঙ্গে তাঁর খুব মিল আছে, যেভাবে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন । এই সিরিজ় নিয়ে আমরা খুব আশাবাদী ।"

Intro:প্রত্যেক অভিনেতার জীবনেই কোনও না কোনও স্বপ্নের চরিত্র থাকে। কেউ সেই চরিত্রে অভিনয় করার সুযোগ পান। কেউ বা পান না। থেকে দেখতে গেলে অভিনেতা টোটা রায়চৌধুরীর স্বপ্নপূরণ হল আজ। তাঁর ড্রিম ক্যারেক্টর বাংলা সাহিত্যের এবং সিনেমার কালজয়ী গোয়েন্দা ফেলুদার চরিত্রে অভিনয় করতে চলেছেন টোটা। ফেলুদাকে নিয়ে ওয়েবসিরিজ, পরিচালনা করছেন সৃজিত মুখার্জি। সকালে সৃজিতের থেকে এই প্রস্তাব পেয়েছেন টোটা। যেন সপ্তম স্বর্গে চলে গেছেন অভিনেতা। সেই উচ্ছ্বাসই টোটা প্রকাশ করলেন ETV ভারত সিতারার কাছে।




Body:টোটা রায়চৌধুরী আমাদের বলেছেন, "আজকে মনটা ভীষণ ভালো। সকালেই সৃজিতের সঙ্গে কথা হল। বলল, আমি কিন্তু তোমাকেই মনোনয়ন করলাম। সত্যি বিশ্বাস করুন, কথাটা শুনে আমার বিশ্বাস হচ্ছিল না। আমি তো সৃজিতকে বলেই ফেলি, সত্যিই আমার তো বিশ্বাস হচ্ছে না। সৃজিত বলল, তোমাকে সিলেক্ট করলাম, এবার চলো লড়ে যেতে হবে আমাদের। আমি এখন সুপার সুপার এক্সাইটেড। জীবনে আমার বেশি শখ নেই, একটাই শখ ছিল - কোনওদিন যদি ফেলুদা করতে পারি। অসম্ভব লোভ ছিল চরিত্রটার প্রতি। এবং সেইটা ঈশ্বর শুনেছেন। এবং যে সে লোক তো বানাচ্ছেন না, ওয়েব সিরিজটা সৃজিৎ মুখার্জী বানাচ্ছে। এটা তো সোনায় সোহাগা।"

এই প্রথমবার সৃজিৎ এবং টোটা একসঙ্গে কাজ করবেন। ওয়েব সিরিজেও প্রথম কাজ করবেন। টোটা বললেন, "আমি সৃজিতের সঙ্গে এই প্রথম বার কাজ করছি। এটা আমার প্রথম ওয়েব সিরিজও। আমি প্রথম কাজ করেছিলাম সুজয় ঘোষের একটা শর্ট ফিল্মে, 'অহল্যা'। তবে ফেলুদার কবে থেকে শুটিং শুরু এখনও বলেনি আমাকে। পুরোটা আমি জানতে পারব কিছু সময় পরে। এখন সম্পূর্ণটাই প্ল্যানিং স্টেজে। এরপর তোটসে, মগনলাল মেঘরাজের কাস্টিং করবে। ফেলুদা সিরিজের 'ছিন্নমস্তার অভিশাপ' এবং 'যত কাণ্ড কাঠমান্ডুতে' গল্প নিয়ে হবে ফেলুদার ওয়েব সিরিজ।"







Conclusion:আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে আরও একটি বিষয়কে বিশেষভাবে উল্লেখ করেছেন টোটা, বলেছেন, "টিনটোরেটোর যীশু দেখার পর, সৃজিৎ বলেছিল যে, আমি যদি কোনওদিন ফেলুদা করি, আমি তোমাকেই ফেলুদা করব।" এই কথা সৃজিত টোটাকে বলেছিলেন বছর ১২-১৩ আগে। যেমন কথা, তেমন কাজ। সৃজিত সত্যিই টোটাকেই বেছে নিলেন ফেলুদার চরিত্রে। এবার এই নতুন ফেলুদাকে দর্শকের কতটা মনে ধরে, সেটাই দেখার অপেক্ষা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.