হায়দরাবাদ, 19 ফেব্রুয়ারি : বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর ৷ খান্ডালায় পরিবার ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে চারহাত এক হয়েছে বিনোদন জগতের এই দুই পরিচিত মুখের ৷ লাল মারমেড গাউনে বরাবরের মতোই সুন্দরী নববধূ শিবানী ৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার হয়েছে ৷ তবে বিয়ের সময়কার একটি ছবিতে শিবানীর পেটের জায়গা স্ফীত বলে মনে হয়েছে ৷ আর তাতেই নতুন গুঞ্জন শুরু হয়েছে ৷ তাহলে কি শিবানী অন্ত:সত্ত্বা ?
কয়েকদিন আগেই জাভেদ আখতার জানিয়েছিলেন বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছেন তাঁর পুত্র ফারহান আখতার ৷ হবু পুত্রবধু শিবানি দান্ডেকরের ভূয়সী প্রশংসা করে এই মাসেই যে চারহাত এক হচ্ছে তাও জানিয়ে দিয়েছিলেন তিনি ৷ এরপর অবশ্য সামনে এসেছে আরও নানা খবরাখবর ৷ জানা গিয়েছে, সামাজিক বিয়ের পর 21 ফেব্রুয়ারি মুম্বইয়ে রেজিস্ট্রি করতে চলেছেন ফারহান-শিবানী ৷
আজ তাঁদের বৈবাহিক অনুষ্ঠানের একাধিক ছবি সামনে এসেছে ৷ বিয়েতে ফারহান আখতার সেজেছেন কালো স্য়ুটে ৷ তেমনি শিবাণী নিজেকে সাজিয়েছেন লাল গাউনে ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের একবারে ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরা ৷ ছবিটি তোলা হয়েছে গীতিকার জাভেদ আখতারের ফার্ম হাউসে ৷
আরও পড়ুন: 'সিনেমার সমাবর্তন'-এ কারা পেলেন সেরার শিরোপা ? রইল বিজয়ীদের তালিকা
হৃত্বিক রোশন, রিয়া চক্রবর্তী, অমৃতা আরোরার মত অভিনেতা অভিনেত্রীরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷ প্রসঙ্গত, এর আগে হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীকে বিয়ে করেছিলেন ফারহান ৷ তাঁদের দুটি সন্তানও রয়েছে ৷ সেই বিয়ের আয়ু ছিল 16 বছর ৷ অন্য়দিকে শিবানীর বিষয়ে গুজব রয়েছে, তিনি নাকি ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ৷