ETV Bharat / sitara

ভক্তদের কাছে এবার 'ব্রাদার অফ দি নেশন' সোনু সুদ - বলিউড

সোনু সুদের সমাজসেবাকে সম্মান জানাতে ভারতীয় বেসরকারী এক বিমান সংস্থা তাদের বিমানের গায়ে সোনু সুদের ছবি ব্যবহার করে ৷ সোমবার সেই বিমানের প্রথম আকাশে ওড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোনু ৷ এই ছবি পোষ্ট করতেই ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভরে যায় কমেন্ট বক্স ৷

সোনু সুদ
সোনু সুদ
author img

By

Published : Apr 6, 2021, 1:02 PM IST

Updated : Apr 6, 2021, 7:25 PM IST

হায়দরাবাদ,6 এপ্রিল : কিছুদিন আগেই তাঁর নিঃস্বার্থ সমাজ সেবাকে সম্মান জানাতে ভারতীয় বেসরকারী এক বিমান সংস্থা তাদের বিমানের গায়ে সোনু সুদের ছবি ব্যবহার করেছে ৷ সোমবার সেই বিমান প্রথম আকাশে উড়ল ৷ আর অভিনেতা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করতেই তাতে হাজার হাজার ভক্তদের শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে ৷ ভক্তরা তাঁকে বললেন 'ব্রাদার অফ দি নেশন'৷

শুধু মাত্র অভিনয়ই নয়, সমাজসেবা মুলক কাজের জন্যও সোনুর সুখ্যাতি আছে ৷ করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাসে, ট্রেনে , বিমানে করে বাড়ি ফেরানোর জন্য যে উদ্যোগ নিয়েছিলেন তিনি৷ রয়েছে অনলাইলে পড়ুয়াদের পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া ৷ কখনও বা জুগিয়েছেন চিকিৎসার খরচ ৷ আর এইসব কাজই সোনুকে ভক্তদের মনে জায়গা করে দিয়েছে৷ তেলেঙ্গালায় তাঁকে সম্মান জানাতে তৈরী হয়েছে মন্দিরও ৷ তাঁর এইসব কাজকেই সম্মান জানাতে ভারতীয় বেসরকারী এক বিমান সংস্থা তাদের বিমানের গায়ে সোনু সুদের ছবি ব্যবহার করে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সোমবার সেই বিমানের প্রথম আকাশে ওড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোনু ৷ পোষ্টটি করে অভিনেতা লেখেন ,"আকাশে বিমানটিকে উড়তে দেখে,আমার মনে হচ্ছে জীবনে নিশ্চয় সঠিক কিছু করেছি৷" এই ছবি পোষ্ট করতেই ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভরে যায় কমেন্ট বক্স ৷ কেউ কেউ গান্ধিজী এবং সোনুর ছবি একসঙ্গে করে লিখেছেন গান্ধিজী যদি 'ফাদার অফ দি নেশন' হন তাহলে সোনু সুদ 'ব্রাদার অফ দি নেশন' ৷

আরও পড়ুন : সোনু সুদের সমাজসেবাকে সম্মান ভারতীয় বিমান সংস্থার

বর্তমান পরিস্থিতে বলিউড কিংবা টলিউডের তারকারা বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করে মানুষের সেবার প্রতিশ্রুতি দিচ্ছেন ৷ সেখানে বলিউডের এই অভিনেতা নিঃশব্দে নিঃস্বার্থ ভাবে মানুষের কাজ করে চলেছেন ৷ কোনও রকম প্রচারের আশা ছাড়াই ৷

হায়দরাবাদ,6 এপ্রিল : কিছুদিন আগেই তাঁর নিঃস্বার্থ সমাজ সেবাকে সম্মান জানাতে ভারতীয় বেসরকারী এক বিমান সংস্থা তাদের বিমানের গায়ে সোনু সুদের ছবি ব্যবহার করেছে ৷ সোমবার সেই বিমান প্রথম আকাশে উড়ল ৷ আর অভিনেতা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করতেই তাতে হাজার হাজার ভক্তদের শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে ৷ ভক্তরা তাঁকে বললেন 'ব্রাদার অফ দি নেশন'৷

শুধু মাত্র অভিনয়ই নয়, সমাজসেবা মুলক কাজের জন্যও সোনুর সুখ্যাতি আছে ৷ করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাসে, ট্রেনে , বিমানে করে বাড়ি ফেরানোর জন্য যে উদ্যোগ নিয়েছিলেন তিনি৷ রয়েছে অনলাইলে পড়ুয়াদের পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া ৷ কখনও বা জুগিয়েছেন চিকিৎসার খরচ ৷ আর এইসব কাজই সোনুকে ভক্তদের মনে জায়গা করে দিয়েছে৷ তেলেঙ্গালায় তাঁকে সম্মান জানাতে তৈরী হয়েছে মন্দিরও ৷ তাঁর এইসব কাজকেই সম্মান জানাতে ভারতীয় বেসরকারী এক বিমান সংস্থা তাদের বিমানের গায়ে সোনু সুদের ছবি ব্যবহার করে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সোমবার সেই বিমানের প্রথম আকাশে ওড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোনু ৷ পোষ্টটি করে অভিনেতা লেখেন ,"আকাশে বিমানটিকে উড়তে দেখে,আমার মনে হচ্ছে জীবনে নিশ্চয় সঠিক কিছু করেছি৷" এই ছবি পোষ্ট করতেই ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভরে যায় কমেন্ট বক্স ৷ কেউ কেউ গান্ধিজী এবং সোনুর ছবি একসঙ্গে করে লিখেছেন গান্ধিজী যদি 'ফাদার অফ দি নেশন' হন তাহলে সোনু সুদ 'ব্রাদার অফ দি নেশন' ৷

আরও পড়ুন : সোনু সুদের সমাজসেবাকে সম্মান ভারতীয় বিমান সংস্থার

বর্তমান পরিস্থিতে বলিউড কিংবা টলিউডের তারকারা বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করে মানুষের সেবার প্রতিশ্রুতি দিচ্ছেন ৷ সেখানে বলিউডের এই অভিনেতা নিঃশব্দে নিঃস্বার্থ ভাবে মানুষের কাজ করে চলেছেন ৷ কোনও রকম প্রচারের আশা ছাড়াই ৷

Last Updated : Apr 6, 2021, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.