কলকাতা : বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জির প্রযোজনা সংস্থা 'এন আইডিয়াজ়' তৈরি করতে চলেছে একটি ওয়েব সিরিজ়। সেটি তৈরি হবে আসামি রশিদ খানের জীবনের উপর ভিত্তি করে। এই খবরের সঙ্গে রয়েছে আরও এক চমক। কারণ রশিদ খানের চরিত্রে অভিনয় করতে চলেছেন ঋদ্ধি সেন।
![প্রসেনজিৎ চট্টোপাধ্যায়](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3473126_ridhdhi-3.jpg)
![প্রসেনজিৎ চট্টোপাধ্যায়](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3473126_ridhdhi-1.jpg)
ইন্ডাস্ট্রির একাংশের বক্তব্য, প্রসেনজিৎ চ্যাটার্জির মতো প্রযোজকের যত তাড়াতাড়ি সম্ভব ওয়েব সিরিজ় তৈরি করা দরকার। কারণ, তাঁরা প্রত্যেকেই আশা রাখেন বুম্বাদার উপর। প্রত্যাশা করেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা থেকে তৈরি হবে এক মনে রাখার মতো ওয়েব সিরিজ়।