ETV Bharat / sitara

Exclusive : প্রসেনজিতের প্রথম ওয়েব সিরিজ়ে ঋদ্ধি - Ridhhi Sen

বাংলা চলচ্চিত্র জগতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'এন আইডিয়াজ়' নিজের জায়গা করে নিয়েছে বিষয়বস্তুর নতুনত্বের কারণে। 'উড়নচণ্ডী', 'মহালায়া'র মতো ছবি তৈরি করেছে এই প্রযোজনা সংস্থা। টেলিভিশনের পরদাতেও ধারাবাহিক প্রযোজনা করেছে। যেমন, ঋতুপর্ণ ঘোষ পরিচালিত 'গানের ওপারে'। এবার তাদের নতুন ভেঞ্চার হল ওয়েব সিরিজ়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
author img

By

Published : Jun 4, 2019, 10:16 PM IST

কলকাতা : বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জির প্রযোজনা সংস্থা 'এন আইডিয়াজ়' তৈরি করতে চলেছে একটি ওয়েব সিরিজ়। সেটি তৈরি হবে আসামি রশিদ খানের জীবনের উপর ভিত্তি করে। এই খবরের সঙ্গে রয়েছে আরও এক চমক। কারণ রশিদ খানের চরিত্রে অভিনয় করতে চলেছেন ঋদ্ধি সেন।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
সাদা-কালো ঋদ্ধি..
ওয়েব সিরিজ়টি পরিচালনা করছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত সুরজিৎ। তাঁর এই নতুন প্রজেক্টের শুটিং শুরু হবে জুন মাসের ২৬ তারিখ থেকে। তবে এখনও নাম ঠিক হয়নি সিরিজ়টির।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
ক্যারিয়ারের শুরু থেকেই অনেক ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছেন তিনি

ইন্ডাস্ট্রির একাংশের বক্তব্য, প্রসেনজিৎ চ্যাটার্জির মতো প্রযোজকের যত তাড়াতাড়ি সম্ভব ওয়েব সিরিজ় তৈরি করা দরকার। কারণ, তাঁরা প্রত্যেকেই আশা রাখেন বুম্বাদার উপর। প্রত্যাশা করেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা থেকে তৈরি হবে এক মনে রাখার মতো ওয়েব সিরিজ়।

কলকাতা : বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জির প্রযোজনা সংস্থা 'এন আইডিয়াজ়' তৈরি করতে চলেছে একটি ওয়েব সিরিজ়। সেটি তৈরি হবে আসামি রশিদ খানের জীবনের উপর ভিত্তি করে। এই খবরের সঙ্গে রয়েছে আরও এক চমক। কারণ রশিদ খানের চরিত্রে অভিনয় করতে চলেছেন ঋদ্ধি সেন।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
সাদা-কালো ঋদ্ধি..
ওয়েব সিরিজ়টি পরিচালনা করছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত সুরজিৎ। তাঁর এই নতুন প্রজেক্টের শুটিং শুরু হবে জুন মাসের ২৬ তারিখ থেকে। তবে এখনও নাম ঠিক হয়নি সিরিজ়টির।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
ক্যারিয়ারের শুরু থেকেই অনেক ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছেন তিনি

ইন্ডাস্ট্রির একাংশের বক্তব্য, প্রসেনজিৎ চ্যাটার্জির মতো প্রযোজকের যত তাড়াতাড়ি সম্ভব ওয়েব সিরিজ় তৈরি করা দরকার। কারণ, তাঁরা প্রত্যেকেই আশা রাখেন বুম্বাদার উপর। প্রত্যাশা করেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা থেকে তৈরি হবে এক মনে রাখার মতো ওয়েব সিরিজ়।

Intro:বাংলা চলচ্চিত্র জগতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা এনআইডিয়াস নিজের জায়গা করে নিয়েছে বিষয়বস্তুর নিপুঁণতার উপর ভিত্তি করে। 'উড়নচণ্ডী', 'মহালায়া'র মতো ছবি তৈরি করেছে এই প্রযোজনা সংস্থা। টেলিভিশনের পর্দাতেও ধারাবাহিক প্রযোজনা করেছে। যেমন, ঋতুপর্ণ ঘোষ পরিচালিত 'গানের ওপারে'।


Body:এবার বুম্বাদার প্রযোজনা সংস্থা এনআইডিয়াস তৈরি করতে চলেছে একটি ওয়েব সিরিজ। সেটি তৈরি হবে আসামি রশিদ খানের জীবনীর উপর।

আরও বড় চমক, এই ওয়েব সিরিজে রশিদ খানের চরিত্রে অভিনয় করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন। কী হবে ছবির নাম, তা অবশ্য ঠিক হয়নি।




Conclusion:আর ছবি পরিচালক। এই ছবিটি পরিচালনা করছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত সুরজিৎতের এই ছবির শুটিং শুরু হবে জুন মাসের ২৬ তারিখ থেকে।

এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজনা সংস্থা একটিও ওয়েব সিরিজ পরিচালনা করেনি। ইন্ডাস্ট্রির একাংশের বক্তব্য, তাঁর মতো প্রযোজকের যত শিগগির সম্ভব ওয়েব সিরিজ তৈরি করা দরকার। কারণ, তাঁরা প্রত্যেকেই আশা রাখে বুম্বাদার উপর। আশা রাখেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা থেকে তৈরি হবে মনে রাখার মতো ওয়েব সিরিজ ও ছবি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.