কলকাতা : বসিরহাটের তৃণমূল জয়ী প্রার্থী নুসরত জাহান রাজ্যের পরিস্থিতিতে মেতেছেন তাঁর ব্যক্তিগত অনুষ্ঠান পালনে। সাংসদ ও অভিনেত্রী নুসরত ডেস্টিনেশন ওয়েডিং সারতে শনিবারই পাড়ি দিয়েছেন তুরস্কের বোদরুমে। তাই নিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন তিনি। অনেকে তাঁকে দুষছেন, কীভাবে তিনি এই পরিস্থিতিতে দেশ ছাড়লেন?
অন্যদিকে মিমি চক্রবর্তী। যাদবপুরে তৃণমূলের জয়ী প্রার্থী মিমিও, নুসরতের বিয়ের জন্য পাড়ি দিয়েছেন তুরস্কে। শুধু তাই নয়, তুরস্কে গিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেও ট্রোলের শিকার হয়েছেন তিনি।
মিমি নুসরতের মতো সাংসদ-অভিনেতা দেবও দেশের বাইরে ছিলেন। বান্ধবী রুক্মিণীর জন্মদিন পালন করতে তাঁর সঙ্গে তিনি উড়ে গিয়েছেন মালদ্বীপে। যদিও তিনি ফিরে এসেছেন পরশু। তবুও অশান্তির চূড়ান্ত অবস্থায় তিনি দেশের বাইরেই ছিলেন। রাজ্য রাজনীতির এই টালমাটাল অবস্থায় ব্যক্তিগত কারণে রাজ্য তথা দেশ ছাড়ার ঘটনায় তীব্র নিন্দার মুখে পড়তে হয়েছে দেব-নুসরত-মিমিকে।
সদ্য নীলরতন সরকার হাসপাতালের জুনিয়র ডাক্তারদের ঐক্যবদ্ধ অনশন, গোষ্ঠীদ্বন্দ্বে বিভিন্ন রাজনৈতিক কর্মীদের আহত-নিহত হওয়ার ঘটনা, সাম্প্রদায়িক অসম্প্রীতির ঘটনা বেড়েই চলেছে বাংলার বুকে। গতকাল শহর কলকাতায় হয়ে যাওয়া দুটি নাগরিক সভায় উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। দুর্নীতি দমনে এটিকেই যথাযথ পথ বলে মনে করছেন তাঁরা।