ETV Bharat / sitara

অগাস্টে বাংলায় আসছে গোয়েন্দা 'শল্যজিৎ' - film

অগাস্ট মাসে গোয়েন্দা গল্প নিয়ে আসছে নতুন বাংলা ছবি 'এবার শল্যজিৎ' । ছবির প্রযোজক সঞ্জয় সিনহাই ছবির নায়ক ।

এবার শল্যজিৎ
author img

By

Published : Jun 30, 2019, 4:50 PM IST

Updated : Jun 30, 2019, 5:11 PM IST

কলকাতা : অগাস্ট মাসে মুক্তি পাচ্ছে 'এবার শল্যজিৎ' । এই গোয়েন্দা গল্পের পরিচালনায় রয়েছেন তুহিন সিনহা ও রাহুল । এছাড়াও প্রতিম দাশগুপ্ত পরিচালতি গোয়েন্দা গল্প নিয়ে 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য' আসছে একই মাসে ।

ছবির গল্প কেমন ? ভোরে উঠে শরীরচর্চা করার সময় সৌম্য ও শল্য়জিতের পরিচয় হয় । সৌম্য কলকাতার ছেলে । শল্যজিৎ থাকে সেখানেই । তাদের বন্ধুত্ব গভীর হয়ে উঠতেই খুন হয় সৌম্য । পোস্টমর্টেম রিপোর্টে জানা যায়, সৌম্যকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে । পুলিশ অফিসার সাহার উপস্থিতিতে শল্যজিৎ খুনের তদন্ত শুরু করে । তারপর কী হয় তা নিয়েই সিনেমার গল্প ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ছবির প্রযোজক সঞ্জয় সিনহাই ছবির নায়ক । অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায় । এছাড়াও রয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়, দিব্যেন্দু শেখর দাস, সবিতা রায়, পায়েল, ঈপ্সিতা ভট্টাচার্য, মৌসুমি সিং সহ আরও অনেকে । সংগীত পরিচালনায় নির্ভীক গোস্বামী, গীতিকার সূর্য চট্টোপাধ্যায়, চিত্রগ্রহণে বিশ্বজিৎ ও রবি । সম্পাদনা করেছেন উত্তম রায় ।

কলকাতা : অগাস্ট মাসে মুক্তি পাচ্ছে 'এবার শল্যজিৎ' । এই গোয়েন্দা গল্পের পরিচালনায় রয়েছেন তুহিন সিনহা ও রাহুল । এছাড়াও প্রতিম দাশগুপ্ত পরিচালতি গোয়েন্দা গল্প নিয়ে 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য' আসছে একই মাসে ।

ছবির গল্প কেমন ? ভোরে উঠে শরীরচর্চা করার সময় সৌম্য ও শল্য়জিতের পরিচয় হয় । সৌম্য কলকাতার ছেলে । শল্যজিৎ থাকে সেখানেই । তাদের বন্ধুত্ব গভীর হয়ে উঠতেই খুন হয় সৌম্য । পোস্টমর্টেম রিপোর্টে জানা যায়, সৌম্যকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে । পুলিশ অফিসার সাহার উপস্থিতিতে শল্যজিৎ খুনের তদন্ত শুরু করে । তারপর কী হয় তা নিয়েই সিনেমার গল্প ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ছবির প্রযোজক সঞ্জয় সিনহাই ছবির নায়ক । অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায় । এছাড়াও রয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়, দিব্যেন্দু শেখর দাস, সবিতা রায়, পায়েল, ঈপ্সিতা ভট্টাচার্য, মৌসুমি সিং সহ আরও অনেকে । সংগীত পরিচালনায় নির্ভীক গোস্বামী, গীতিকার সূর্য চট্টোপাধ্যায়, চিত্রগ্রহণে বিশ্বজিৎ ও রবি । সম্পাদনা করেছেন উত্তম রায় ।

Intro:প্রতিম দাশগুপ্ত পরিচালিত ছবি 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য' মুক্তি পাচ্ছে এবছর অগাস্ট মাসে। ছবিতে শান্তিলাল একজন গোয়েন্দা। বাঙালি দর্শকের কাছে তার পরিচিতি নতুন। শান্তিলাল কেমন, তা নিয়ে ইতিমধ্যেই দর্শক মনে আগ্রহ জেগেছে। সেই অগাস্ট মাসে আরও একটি গোয়েন্দা চরিত্র আসতে চলেছে শহরে। সেই ছবির নাম 'এবার শল্যজিৎ'। পরিচালনায় তুহিন সিনহা ও রাহুল।


Body:ছবির গল্প কেমন? ভোরে উঠে শরীরচর্চা করার সময় সময় এবং শল্যজিতের পরিচয় হয়। সৌম্য মূলত কলকাতার ছেলে। আর শল্যজিৎ থাকে সেখানেই। সৌম্য আর শল্যজিতের মধ্যে বন্ধুত্ব যখন বেশ গভীর হয়ে উঠেছে, ঠিক সেই সময় সৌম্য খুন হয়। পোস্টমর্টেম রিপোর্টে জানা যায়, যে বিষ খাইয়ে কেউ মেরেছে সৌম্যকে। সৌম্য ছাড়া রয়েছে তার বোন মধুছন্দা। সামান্য দূরে তার বাড়ি। পুলিশ অফিসার সাহার উপস্থিতিতে শল্যজিৎ খুনের তদন্ত শুরু করে। তারপর কী হয় সেই নিয়ে গল্প।




Conclusion:ছবির প্রযোজক যিনি, তিনিই ছবির নায়ক। তার নাম সঞ্জয় সিনহা। ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায়। রয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়, দিব্যেন্দু শেখর দাস, সবিতা রায়, পায়েল, ঈপ্সিতা ভট্টাচার্য, মৌসুমী সিং এবং প্রীতম।

ছবির সংগীত পরিচালনায় নির্ভীক গোস্বামী, গীতিকার সূর্য চট্টোপাধ্যায়, চিত্রগ্রহণে বিশ্বজিৎ ও রবি, শিল্পনির্দেশনায় রাজীব পাল ও সম্পাদনায় উত্তম রায়।

কলাকুশলীদের বক্তব্য শুনতে দেখুন ভিডিও :
Last Updated : Jun 30, 2019, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.