কলকাতা : অগাস্ট মাসে মুক্তি পাচ্ছে 'এবার শল্যজিৎ' । এই গোয়েন্দা গল্পের পরিচালনায় রয়েছেন তুহিন সিনহা ও রাহুল । এছাড়াও প্রতিম দাশগুপ্ত পরিচালতি গোয়েন্দা গল্প নিয়ে 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য' আসছে একই মাসে ।
ছবির গল্প কেমন ? ভোরে উঠে শরীরচর্চা করার সময় সৌম্য ও শল্য়জিতের পরিচয় হয় । সৌম্য কলকাতার ছেলে । শল্যজিৎ থাকে সেখানেই । তাদের বন্ধুত্ব গভীর হয়ে উঠতেই খুন হয় সৌম্য । পোস্টমর্টেম রিপোর্টে জানা যায়, সৌম্যকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে । পুলিশ অফিসার সাহার উপস্থিতিতে শল্যজিৎ খুনের তদন্ত শুরু করে । তারপর কী হয় তা নিয়েই সিনেমার গল্প ।
ছবির প্রযোজক সঞ্জয় সিনহাই ছবির নায়ক । অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায় । এছাড়াও রয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়, দিব্যেন্দু শেখর দাস, সবিতা রায়, পায়েল, ঈপ্সিতা ভট্টাচার্য, মৌসুমি সিং সহ আরও অনেকে । সংগীত পরিচালনায় নির্ভীক গোস্বামী, গীতিকার সূর্য চট্টোপাধ্যায়, চিত্রগ্রহণে বিশ্বজিৎ ও রবি । সম্পাদনা করেছেন উত্তম রায় ।