ETV Bharat / sitara

ভুল বোঝাবুঝি ঠেলে ফের কাছাকাছি পরম-রাইমা

মুক্তি পেল 'দ্বিতীয় পুরুষ'-এর নতুন গান 'আবার ফিরে এলে' ।

Arijit Singh new bengali song
author img

By

Published : Jan 13, 2020, 11:16 AM IST

কলকাতা : 'বাইশে শ্রাবণ' যেমন পরিচালক হিসেবে সৃজিতকে এক নতুন পরিচয় দিয়েছিল, তেমন ভাবেই সংগীত পরিচালক হিসেবে অনুপম রায় পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা । সেই ছবির রেশ নিয়েই আসছে সৃজিতের নতুন ছবি 'দ্বিতীয় পুরুষ' । গানেও তাই সেই থিমই বজায় রেখেছেন অনুপম । মুক্তি পেল ছবির নতুন গান 'আবার ফিরে এলে' ।

হাজারও ভুল বোঝাবুঝির মাঝে আবার ফিরে আসার গান 'আবার ফিরে এলে' । ছেঁড়া ছেঁড়া পাতলা কষ্টের মধ্যেই যেন গভীর ভালোবাসার আমেজ । ঠোঁটে ঠোঁট দিয়ে ভুলে যাওয়া সমস্ত ক্লেদ, গ্লানি । অরিজিৎ সিংয়ের কণ্ঠে এই প্রতিটা অনুভূতি স্পষ্ট ভাবে ফুটে উঠল এই গানে ।

Arijit Singh new bengali song
গানের দৃশ্যে দুই দম্পতি

পরমব্রত ও রাইমা ছাড়াও এই গানে ফুটে উঠেছে গৌরব ও ঋদ্ধিমার রসায়ন । নতুন আর পুরোনো যেন মিলে গেছে কোথাও । পুলিশ হিসেবে নিজেদের দায়িত্ব পালন করে বাড়ি ফিরে, গৌরব আর পরম যেন হারিয়ে যায় তাদের প্রেয়সীদের ভালোবাসায় ।

শুনে নিন সেই গান...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : 'বাইশে শ্রাবণ' যেমন পরিচালক হিসেবে সৃজিতকে এক নতুন পরিচয় দিয়েছিল, তেমন ভাবেই সংগীত পরিচালক হিসেবে অনুপম রায় পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা । সেই ছবির রেশ নিয়েই আসছে সৃজিতের নতুন ছবি 'দ্বিতীয় পুরুষ' । গানেও তাই সেই থিমই বজায় রেখেছেন অনুপম । মুক্তি পেল ছবির নতুন গান 'আবার ফিরে এলে' ।

হাজারও ভুল বোঝাবুঝির মাঝে আবার ফিরে আসার গান 'আবার ফিরে এলে' । ছেঁড়া ছেঁড়া পাতলা কষ্টের মধ্যেই যেন গভীর ভালোবাসার আমেজ । ঠোঁটে ঠোঁট দিয়ে ভুলে যাওয়া সমস্ত ক্লেদ, গ্লানি । অরিজিৎ সিংয়ের কণ্ঠে এই প্রতিটা অনুভূতি স্পষ্ট ভাবে ফুটে উঠল এই গানে ।

Arijit Singh new bengali song
গানের দৃশ্যে দুই দম্পতি

পরমব্রত ও রাইমা ছাড়াও এই গানে ফুটে উঠেছে গৌরব ও ঋদ্ধিমার রসায়ন । নতুন আর পুরোনো যেন মিলে গেছে কোথাও । পুলিশ হিসেবে নিজেদের দায়িত্ব পালন করে বাড়ি ফিরে, গৌরব আর পরম যেন হারিয়ে যায় তাদের প্রেয়সীদের ভালোবাসায় ।

শুনে নিন সেই গান...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.