ETV Bharat / sitara

Kulpi: পায়েলকে প্রেম নিবেদন বামনের, ব্যতিক্রমী গল্প শোনাবে কুলপি

বামনের ভালবাসার গল্প (Dwarf 's Love Story) শোনাবে বর্ষালী চট্টোপাধ্যায়ের নতুন বাংলা ছবি কুলপি (Kulpi) ৷ এই ছবিতে রয়েছেন অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar) ৷

dwarf 's love story in Bengali film, payel sarkar to act in kulpi
পায়েলকে প্রেম নিবেদন বামনের, ব্যতিক্রমী গল্প শোনাবে কুলপি
author img

By

Published : Oct 30, 2021, 5:43 PM IST

Updated : Oct 30, 2021, 6:18 PM IST

কলকাতা, 30 অক্টোবর : বর্ষালী চট্টোপাধ্যায়ের হাত ধরে বড় পর্দায় আসছে নতুন বাংলা ছবি 'কুলপি' (Kulpi)। নায়িকার ভূমিকায় পায়েল সরকার (Payel Sarkar) ।

কথায় বলে, বামন হয়ে চাঁদে হাত ! এই প্রবাদটি যে অর্থে ব্যবহৃত হয় তেমনই কিছু ঘটতে চলেছে এবার । কিন্তু এখানে বামন শব্দটি উদাহরণস্বরূপ ব্যবহার করা হচ্ছে না । ছবির গল্পের কেন্দ্রেই রয়েছে এক বামন ।

বামনদের জীবনেও ভালবাসা (Dwarf 's Love Story) আসে । কিন্তু তাঁরা তা প্রকাশে সংকোচ বোধ করেন । বর্ষালী চট্টোপাধ্যায়ের 'কুলপি' বলবে সেই কথাই । গল্পে আছে আরও অনেক বাঁক ।

আরও পড়ুন: Puneeth Rajkumar: পুনিত রাজকুমারকে শেষশ্রদ্ধায় জনসমুদ্র, আজই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি

এই ছবিতে একজন শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পায়েল সরকারকে । তাঁকে একতরফা ভালবাসে কুলদীপ অর্থাৎ কুলপি । কুলপি সার্কাসে জোকার সাজে । কুলপির ভালোবাসা কি বুঝবে কঙ্কনা ? এই প্রশ্নের উত্তর জানে 'কুলপি'ই ।

ছবিতে কুলপির বাবার চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে । সৎ মায়ের চরিত্রে দেখা যাবে চুমকি চৌধুরীকে । এই প্রথমবার চুমকি চৌধুরীকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে । সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রটি বেশ মজার । পাড়ার সকলের ঠাম্মি তিনি । কেন তাঁর চরিত্রটি মজার তা জানতে হলে দেখতে হবে 'কুলপি'। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু । সার্কাস দলের ম্যানেজার হিলটনের চরিত্র তাঁর । কুলপির চরিত্রে প্রত্যয় ঘোষ ।

আরও পড়ুন: Aryan Khan Release : ফিরেছেন আরিয়ান, শাহরুখের জন্মদিনের প্রাক্কালে মন্নতে আগাম দীপাবলি

গড়িয়ার একটি ঝাঁ চকচকে হোটেলে চলছিল এই ছবির একটি গানের শুটিং । গানটি গেয়েছেন কুমার শানু । সব ঠিক থাকলে 2022 সালেই মুক্তি পাবে 'কুলপি'।

আরও পড়ুন: Makeup Artist Award: রূপসজ্জা শিল্পীদের জন্য অ্যাওয়ার্ড শো, বিচারকের আসনে তারকার হাট

কলকাতা, 30 অক্টোবর : বর্ষালী চট্টোপাধ্যায়ের হাত ধরে বড় পর্দায় আসছে নতুন বাংলা ছবি 'কুলপি' (Kulpi)। নায়িকার ভূমিকায় পায়েল সরকার (Payel Sarkar) ।

কথায় বলে, বামন হয়ে চাঁদে হাত ! এই প্রবাদটি যে অর্থে ব্যবহৃত হয় তেমনই কিছু ঘটতে চলেছে এবার । কিন্তু এখানে বামন শব্দটি উদাহরণস্বরূপ ব্যবহার করা হচ্ছে না । ছবির গল্পের কেন্দ্রেই রয়েছে এক বামন ।

বামনদের জীবনেও ভালবাসা (Dwarf 's Love Story) আসে । কিন্তু তাঁরা তা প্রকাশে সংকোচ বোধ করেন । বর্ষালী চট্টোপাধ্যায়ের 'কুলপি' বলবে সেই কথাই । গল্পে আছে আরও অনেক বাঁক ।

আরও পড়ুন: Puneeth Rajkumar: পুনিত রাজকুমারকে শেষশ্রদ্ধায় জনসমুদ্র, আজই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি

এই ছবিতে একজন শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পায়েল সরকারকে । তাঁকে একতরফা ভালবাসে কুলদীপ অর্থাৎ কুলপি । কুলপি সার্কাসে জোকার সাজে । কুলপির ভালোবাসা কি বুঝবে কঙ্কনা ? এই প্রশ্নের উত্তর জানে 'কুলপি'ই ।

ছবিতে কুলপির বাবার চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে । সৎ মায়ের চরিত্রে দেখা যাবে চুমকি চৌধুরীকে । এই প্রথমবার চুমকি চৌধুরীকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে । সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রটি বেশ মজার । পাড়ার সকলের ঠাম্মি তিনি । কেন তাঁর চরিত্রটি মজার তা জানতে হলে দেখতে হবে 'কুলপি'। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু । সার্কাস দলের ম্যানেজার হিলটনের চরিত্র তাঁর । কুলপির চরিত্রে প্রত্যয় ঘোষ ।

আরও পড়ুন: Aryan Khan Release : ফিরেছেন আরিয়ান, শাহরুখের জন্মদিনের প্রাক্কালে মন্নতে আগাম দীপাবলি

গড়িয়ার একটি ঝাঁ চকচকে হোটেলে চলছিল এই ছবির একটি গানের শুটিং । গানটি গেয়েছেন কুমার শানু । সব ঠিক থাকলে 2022 সালেই মুক্তি পাবে 'কুলপি'।

আরও পড়ুন: Makeup Artist Award: রূপসজ্জা শিল্পীদের জন্য অ্যাওয়ার্ড শো, বিচারকের আসনে তারকার হাট

Last Updated : Oct 30, 2021, 6:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.