কলকাতা : রাজনৈতিক দলের হয়ে প্রচার করায় বাংলাদেশের অভিনেতা ফিরদৌসকে গতকালই ভারত ছাড়তে হয়েছে। পাশাপাশি তাঁকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে। ফলে এদেশে বাংলায় যা যা কাজ করছিলেন ফিরদৌস সেই সব ছবির কয়েকটির ভবিষ্যত নিয়ে সংশয়ে দেখা দিয়েছে। যার মধ্যে রয়েছে নির্মল চক্রবর্তী পরিচালিত 'দত্তা' ছবিটি।
ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনা সংস্থা 'ভাবনা আজ ও কাল'-এর নিবেদনে তৈরি হচ্ছে এই ছবি। সম্প্রতি বোলপুরে শুরু হয় ছবি শুটিং। সেখানে ছিলেন ফিরদৌসও। এই প্রসঙ্গে ছবির পরিচালক নির্মল চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফিরদৌসের ঘটনাটা তাঁদের একেবারেই অজানা। দত্তা ছবির প্রথম দফার শুটিংয়ে তাঁকে ১১ তারিখই ছেড়ে দেওয়া হয়। এরকমটা যে হবে তিনি একেবারেই ভাবতে পারিনি।
'দত্তা' ছবিতে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণার সঙ্গে ১৫টি ছবিতে কাজ করেছেন ফিরদৌস। এই প্রসঙ্গে ঋতুপর্ণার অনুমান, সম্পূর্ণভাবে না, জেনে না বুঝে হয়তো ফিরদৌস এমন কাজ করেছেন এবং ফিরদৌসের জন্য তাঁর খারাপ লাগছে।
ঘটনার সূত্রপাত গত রবিবার। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগারওয়ালের হয়ে প্রচার করতে দেখা যায় ফিরদৌসকে। BJP-র অভিযোগ, উনি এভাবে প্রচার করতে পারেন না কারণ উনি বিদেশি নাগরিক। এবং ওয়ার্কিং VISA নিয়ে এদেশে এসেছেন। সেখানে প্রচারের কাজ করবে এমন কিছু লেখা নেই। এরপর তাঁর VISA বাতিল করা হয়। পাশাপাশি ব্ল্যাক লিস্ট করা হয়। ফলে নতুন করে VISA এখনই পাবেন না অভিনেতা। এমনকী আর কখনও পাবেন কি না তা নিয়েও সংশয় রয়েছে।
গোটা বিষয়টি নির্বাচন কমিশন খতিয়ে দেখে। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স বিভাগ থেকে ফিরদৌসকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকেও ফিরদৌসকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। যদিও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, MCC-তে বিদেশি নাগরিক প্রচার করতে পারবেন কী পারবেন না সেসব কিছু বলা নেই।