কলকাতা : সিনেমা হল খোলার পরই মুক্তি পেয়েছে অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী অভিনীত 'ড্রাকুলা স্যার'। তাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের । তবে এই ধরনের একটা সিনেমার মজা শুধুমাত্র বাঙালি দর্শকরাই নেবেন সেটা কখনও হতে পারে ! তাই এবার ছবিটি মুক্তি পেতে চলেছে হিন্দিতেও । গোটা দেশেই মুক্তি পাবে দেবালয় ভট্টাচার্যের এই ছবি ।
21 অক্টোবর হলে মুক্তি পেয়েছিল 'ড্রাকুলা স্যার'। আর দীপাবলির সময় গোটা দেশে হিন্দিতে মুক্তি পাবে এই ছবি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বাংলা ভাষায় এর আগে কখনও ড্রাকুলা নিয়ে কোনও ছবি তৈরি হয়নি । এখানে এক গ্রামের অত্যন্ত সাধারণ এক স্কুল শিক্ষকের জীবনের কাহিনি তুলে ধরা হয়েছে । সেই স্কুল শিক্ষককের নাম রক্তিম । ড্রাকুলার মত তারও সামনের দুটি দাঁত বড় । তবে দাঁত থাকলেও চিরাচরিত ড্রাকুলারের সিনেমা কিংবা গল্পে আমরা যা দেখেছি, তেমন কোনও প্রাসাদ নেই এই ছবিতে ।
ছবিটি হিন্দিতে মুক্তি পাওয়া প্রসঙ্গে SVF-এর কর্ণধার মহেন্দ্র সোনি ETV ভারতকে বলেন, "বাংলায় এই ছবিটা যথেষ্ট প্রশংসিত হয়েছে । তাই আমার মনে হয়েছে অন্য ভাষার দর্শকও যদি ছবিটা দেখেন তাহলে খুব ভালো হয় । বাইরে থেকেও এই ছবিটার চাহিদা ছিল । তাই আমরা এটাকে হিন্দিতে রিলিজ় করার কথা ভেবেছি । আমার আশা, হিন্দিভাষী দর্শকদের জন্য এই ছবিটা দীপাবলিকে আরও সুন্দর করে তুলবে ।"