ETV Bharat / sitara

Nusrat Jahan: ঈশানের জন্মে যশকে অভিনন্দন ভক্তের, জল্পনা উসকে ইনস্টা স্টোরিতে শেয়ার নুসরতের - যশ দাশগুপ্ত

সন্তানের জন্মের জন্য নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্তকে (Yash Dasgupta) অভিনন্দন জানিয়ে ভিডিয়ো পোস্ট করলেন এক ভক্ত ৷ সেই ভিডিয়ো নুসরত নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করায় শুরু হয়েছে নয়া জল্পনা ৷

does nusrat jahan approve her sons father is yash dasgupta ? she shares fan's video that congratulates yashrat for child
Nusrat Jahan: পুত্র ঈশানের বাবা যশই ! অবশেষে মেনে নিলেন নুসরত?
author img

By

Published : Sep 3, 2021, 8:38 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর : প্যান্ডোরার বাক্স কি একটু একটু করে খুলছে ? গত কয়েক মাস ধরে যে প্রশ্নে তোলপাড় নেটপাড়া, এ বার কি তার জবাব দিতে চলেছেন সাংসদ তথা টলিউডের অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) ? তিনি কি এ বার তাহলে মেনে নিচ্ছেন যে, তাঁর সদ্যোজাত ছেলের বাবা বর্তমান বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত (Yash Dasgupta)? তাঁর ভাবগতিকে এই ইঙ্গিতই পাচ্ছেন নেট নাগরিকরা ৷ তাঁদের দাবি, সাম্প্রতিক পোস্টে নুসরত পরোক্ষে স্বীকার করে নিয়েছেন যে, যশই তাঁর পুত্র ঈশানের বাবা ৷

ঠিক কী ঘটেছে ?

সদ্যোজাত পুত্রের জন্য নুসরত জাহানকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর এক ভক্ত ৷ নুসরত জাহান ফ্যান ফরএভার নামে তাঁর ভক্তদের একটি ইনস্টাগ্রাম পেজে ভিডিয়োটি পোস্ট করা হয় ৷ সেখানে নুসরত ও যশের রসায়নের নানা মুহূর্তের দৃশ্য তুলে ধরা হয়েছে ৷ আর ভিডিয়োটির ক্যাপশনে নুসরতের পাশাপাশি যশকেও সন্তান হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন সেই ভক্ত ৷

তিনি লিখেছেন, "ঈশানের জন্য যশরতকে অভিনন্দন ৷ আমাদের বেবিজানের কোনও ছবি যেহেতু আমরা এখনও পাইনি, তাই আমি আপনাদের দু'জনকে শুভেচ্ছা জানানোর জন্য ছোট একটা ভিডিয়ো বানিয়েছি ৷ নুসরাতিয়ানদের তরফে বেবিএনজেকে অনেক ভালোবাসা ৷" এই পোস্টটি যশ ও নুসরতকে ট্যাগও করা হয়েছে ৷

does nusrat jahan approve her sons father is yash dasgupta ? she shares fan's video that congratulates yashrat for child
Nusrat Jahan: পুত্র ঈশানের বাবা যশই ! অবশেষে মেনে নিলেন নুসরত?

আরও পড়ুন: Nusrat Jahan: মা হওয়ার পর নতুন ছবি পোস্ট নুসরতের, ছেলের বাবার পরিচয়ের ইঙ্গিত

তবে বিষয়টি এখানেই থেমে যায়নি ৷ এই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন স্বয়ং অভিনেত্রী-সাংসদ ৷ এতেই সরব হয়েছেন নেট নাগরিকরা ৷ তাঁদের দাবি, এই পোস্টটি নিজের হ্যান্ডেলে শেয়ার করে নুসরত পরোক্ষে এটাই স্বীকার করে নিলেন যে, তাঁর সন্তানের পিতা যশই ৷

নুসরত জাহানের সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসা থেকেই শুরু হয়েছে জোর জল্পনা ৷ টলি অভিনেত্রীর সন্তানের বাবা কে ? তাঁর একসময়ের লিভ-ইন পার্টনার নিখিল জৈন (Nikhil Jain)? নাকি অভিনেত্রীর বর্তমান বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত ? গর্ভবতী থাকাকালীন এমনকী সন্তানের জন্মের পরও এই প্রশ্নগুলির জবাব মেলেনি অভিনেত্রীর থেকে ৷ তবে গতকালের একটি পোস্ট দেখার পর নেট নাগরিকরা বলতে থাকেন যে, এ ব্যাপারে ধীরে ধীরে নীরবতা ভাঙতে চাইছেন অভিনেত্রী ৷ তিনি এ বার ছেলের বাবার নাম প্রকাশ্যে আনতে চাইছেন ৷

আরও পড়ুন: Nusrat Jahan: ছেলেকে নিয়ে বাড়ি ফিরে প্রথম ছবি পোস্ট নুসরতের

মা হওয়ার পর তাঁর নয়া লুকের ছবি পোস্ট করতেই এই জল্পনা শুরু হয় ৷ নেট নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে সেই ছবির ক্যাপশন ৷ সেখানে নুসরত লিখেছেন, "যাঁদের পরামর্শ নেন না, তাঁদের সমালোচনাকেও পাত্তা দেবেন না...৷" এটি লেখার পর নিউরোল, নিউমমিলাইফ ও নিউলুক বলে হ্যাশট্যাগ দেন তৃণমূল সাংসদ ৷ আর শেষে লেখেন, "ছবি সৌজন্য : ড্যাডি ৷" এই প্রথম তাঁর সন্তানের বাবার কথা উল্লেখ করলেন নুসরত ৷ নাম না-করলেও তিনি জানিয়ে দেন, সদ্য মা হওয়া অভিনেত্রীর ছবিটি তুলেছেন তাঁর সন্তানের পিতা ৷ নুসরতের এই স্বীকারোক্তি থেকেই দুয়ে দুয়ে চার করেছেন নেট নাগরিকরা ৷

আরও পড়ুন: Nusrat Jahan : ছেলে কোলে যশ, হাসপাতাল থেকে ছুটি নুসরতের

অন্তঃসত্ত্বা অভিনেত্রীকে বাইরে খেতে নিয়ে যাওয়া, তাঁর যত্ন-আত্তি করা, তাঁকে হাসপাতালে ভর্তি করা, সন্তানের জন্মের সময় সারাদিন সেখানে উপস্থিত থাকা, সদ্যোজাতকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরনো, গাড়ি চালিয়ে মা-সন্তানকে নিয়ে বাড়ি ফেরা - এই সব ক্ষেত্রেই দেখা গিয়েছে যশ দাশগুপ্তকে ৷ কাজেই তাঁকেই নুসরতের সন্তানের বাবা হিসেবে দেখছেন নেট নাগরিকরা ৷ আর নুসরতের আজকের পোস্ট সেই ইঙ্গিতকেই আরও জোরালো করল ৷

কলকাতা, 3 সেপ্টেম্বর : প্যান্ডোরার বাক্স কি একটু একটু করে খুলছে ? গত কয়েক মাস ধরে যে প্রশ্নে তোলপাড় নেটপাড়া, এ বার কি তার জবাব দিতে চলেছেন সাংসদ তথা টলিউডের অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) ? তিনি কি এ বার তাহলে মেনে নিচ্ছেন যে, তাঁর সদ্যোজাত ছেলের বাবা বর্তমান বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত (Yash Dasgupta)? তাঁর ভাবগতিকে এই ইঙ্গিতই পাচ্ছেন নেট নাগরিকরা ৷ তাঁদের দাবি, সাম্প্রতিক পোস্টে নুসরত পরোক্ষে স্বীকার করে নিয়েছেন যে, যশই তাঁর পুত্র ঈশানের বাবা ৷

ঠিক কী ঘটেছে ?

সদ্যোজাত পুত্রের জন্য নুসরত জাহানকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর এক ভক্ত ৷ নুসরত জাহান ফ্যান ফরএভার নামে তাঁর ভক্তদের একটি ইনস্টাগ্রাম পেজে ভিডিয়োটি পোস্ট করা হয় ৷ সেখানে নুসরত ও যশের রসায়নের নানা মুহূর্তের দৃশ্য তুলে ধরা হয়েছে ৷ আর ভিডিয়োটির ক্যাপশনে নুসরতের পাশাপাশি যশকেও সন্তান হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন সেই ভক্ত ৷

তিনি লিখেছেন, "ঈশানের জন্য যশরতকে অভিনন্দন ৷ আমাদের বেবিজানের কোনও ছবি যেহেতু আমরা এখনও পাইনি, তাই আমি আপনাদের দু'জনকে শুভেচ্ছা জানানোর জন্য ছোট একটা ভিডিয়ো বানিয়েছি ৷ নুসরাতিয়ানদের তরফে বেবিএনজেকে অনেক ভালোবাসা ৷" এই পোস্টটি যশ ও নুসরতকে ট্যাগও করা হয়েছে ৷

does nusrat jahan approve her sons father is yash dasgupta ? she shares fan's video that congratulates yashrat for child
Nusrat Jahan: পুত্র ঈশানের বাবা যশই ! অবশেষে মেনে নিলেন নুসরত?

আরও পড়ুন: Nusrat Jahan: মা হওয়ার পর নতুন ছবি পোস্ট নুসরতের, ছেলের বাবার পরিচয়ের ইঙ্গিত

তবে বিষয়টি এখানেই থেমে যায়নি ৷ এই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন স্বয়ং অভিনেত্রী-সাংসদ ৷ এতেই সরব হয়েছেন নেট নাগরিকরা ৷ তাঁদের দাবি, এই পোস্টটি নিজের হ্যান্ডেলে শেয়ার করে নুসরত পরোক্ষে এটাই স্বীকার করে নিলেন যে, তাঁর সন্তানের পিতা যশই ৷

নুসরত জাহানের সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসা থেকেই শুরু হয়েছে জোর জল্পনা ৷ টলি অভিনেত্রীর সন্তানের বাবা কে ? তাঁর একসময়ের লিভ-ইন পার্টনার নিখিল জৈন (Nikhil Jain)? নাকি অভিনেত্রীর বর্তমান বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত ? গর্ভবতী থাকাকালীন এমনকী সন্তানের জন্মের পরও এই প্রশ্নগুলির জবাব মেলেনি অভিনেত্রীর থেকে ৷ তবে গতকালের একটি পোস্ট দেখার পর নেট নাগরিকরা বলতে থাকেন যে, এ ব্যাপারে ধীরে ধীরে নীরবতা ভাঙতে চাইছেন অভিনেত্রী ৷ তিনি এ বার ছেলের বাবার নাম প্রকাশ্যে আনতে চাইছেন ৷

আরও পড়ুন: Nusrat Jahan: ছেলেকে নিয়ে বাড়ি ফিরে প্রথম ছবি পোস্ট নুসরতের

মা হওয়ার পর তাঁর নয়া লুকের ছবি পোস্ট করতেই এই জল্পনা শুরু হয় ৷ নেট নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে সেই ছবির ক্যাপশন ৷ সেখানে নুসরত লিখেছেন, "যাঁদের পরামর্শ নেন না, তাঁদের সমালোচনাকেও পাত্তা দেবেন না...৷" এটি লেখার পর নিউরোল, নিউমমিলাইফ ও নিউলুক বলে হ্যাশট্যাগ দেন তৃণমূল সাংসদ ৷ আর শেষে লেখেন, "ছবি সৌজন্য : ড্যাডি ৷" এই প্রথম তাঁর সন্তানের বাবার কথা উল্লেখ করলেন নুসরত ৷ নাম না-করলেও তিনি জানিয়ে দেন, সদ্য মা হওয়া অভিনেত্রীর ছবিটি তুলেছেন তাঁর সন্তানের পিতা ৷ নুসরতের এই স্বীকারোক্তি থেকেই দুয়ে দুয়ে চার করেছেন নেট নাগরিকরা ৷

আরও পড়ুন: Nusrat Jahan : ছেলে কোলে যশ, হাসপাতাল থেকে ছুটি নুসরতের

অন্তঃসত্ত্বা অভিনেত্রীকে বাইরে খেতে নিয়ে যাওয়া, তাঁর যত্ন-আত্তি করা, তাঁকে হাসপাতালে ভর্তি করা, সন্তানের জন্মের সময় সারাদিন সেখানে উপস্থিত থাকা, সদ্যোজাতকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরনো, গাড়ি চালিয়ে মা-সন্তানকে নিয়ে বাড়ি ফেরা - এই সব ক্ষেত্রেই দেখা গিয়েছে যশ দাশগুপ্তকে ৷ কাজেই তাঁকেই নুসরতের সন্তানের বাবা হিসেবে দেখছেন নেট নাগরিকরা ৷ আর নুসরতের আজকের পোস্ট সেই ইঙ্গিতকেই আরও জোরালো করল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.