ETV Bharat / sitara

তৈরি হচ্ছে সৌমিত্রকে নিয়ে বিশেষ তথ্যচিত্র, জোরকদমে চলছে শুটিং - সৌমিত্র চ্যাটার্জির নতুন ফিল্ম

আজ দক্ষিণ কলকাতার ভারতলক্ষ্মী স্টুডিওতে একজনের পদধূলি পড়েছে । তিনি আর কেউ নন, বাংলা তথা ভারতীয় কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় । তাঁকে ঘিরেই এক বিশাল কর্মকাণ্ড চলছে এই স্টুডিয়োতে । ব্যাপারটা কী ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।

soumitra chatterjee daughter Poulami Dutta
soumitra chatterjee daughter Poulami Dutta
author img

By

Published : Sep 30, 2020, 7:06 PM IST

কলকাতা : অসংখ্য ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । শুধু ছবিতে অভিনয় নয়, পাশাপাশি কবিতা লিখেছেন, নাটক করেছেন, ছবি এঁকেছেন । তবে সৌমিত্রর এই গুণগুলো নিয়ে সেরকম আলোচনা হয়নি । তাছাড়া শিল্পী সৌমিত্রর পাশাপাশি মানুষ সৌমিত্র কেমন ? সেটাও খুব বেশি মানুষ জানেন না । এই দিকগুলোকে আলোকপাত করতেই তৈরি হচ্ছে এই তথ্যচিত্র । মেয়ে পৌলোমী চট্টোপাধ্যায়ের মাথায় প্রথম আসে আইডিয়াটি । বলা ভালো তাঁরই উদ্যোগে এক অসাধারণ কাজের সাক্ষী হতে চলেছে বাংলার চলচ্চিত্র জগৎ । ETV ভারত সিতারা সেই কর্মযজ্ঞের সাক্ষী থেকেছে আজ ।


সিনেমা তৈরি করার সময় বহুমুখী প্রতিভার অধিকারী সৌমিত্রকে ভিড়ের মধ্যে থেকে বাছাই করে এনেছিলেন কালজয়ী পরিচালক সত্যজিৎ রায় । তিনি যেমন নিজে মানিক, তেমন তাঁর জহুরীর চোখ । সত্যজিতের মতোই সৌমিত্রর প্রতিভা কোনও একটি ক্ষেত্রে সীমাবদ্ধ থাকেনি কোনওদিন । অশীতিপর হয়েও সৌমিত্র আজও দৌড়চ্ছেন, দৌড়চ্ছেন নিজের কাজের মধ্যে দিয়ে । কখনও অসুস্থ হয়েছেন বার্ধক্যজনিত কারণে, কখনও বা আটকে থেকেছেন বাড়িতে । কিন্তু বেশিদিন কর্মহীন অবস্থায় বসে থাকেনি সৌমিত্রর যুবক মন ।



এমন একজন মানুষ, যাঁর জীবনের ছবির সংখ্যা বলে হিসেব করা যাবে না, যাঁর কর্মক্ষমতা এখনও যে কোনও হিরোকে হার মানায়, তাঁর জীবনকে কোথাও ধরা থাকবে না ? কোনও রেকর্ড থাকবে না পরবর্তী প্রজন্মের কাছে ? এই ভাবনা থেকেই তৈরি হচ্ছে তথ্যচিত্রটি । শুধু শুকনো কিছু তথ্য নয়, সেখানে থাকবে মননের ছোঁয়া ।

soumitra chatterjee daughter Poulami Dutta
স্টোডিয়োতে..
ভাবলেও ভালো লাগে, কন্যা এবং সুঅভিনেত্রী পৌলোমী চট্টোপাধ্যায় এই পদক্ষেপটি নিয়েছেন । আজ ভারতলক্ষ্মী স্টুডিয়োতে দাঁড়িয়ে ETV ভারত সিতারাকে পৌলোমী স্পষ্ট কণ্ঠে বলেছেন, "আমরা কিংবদন্তিদের কিছু সেভাবে ধরেই রাখতে পারিনি । যেমন, শিশির ভাদুড়ী, শম্ভু মিত্রর কোনও রেকর্ড নেই আমাদের কাছে । আমাদের 'মুখোমুখি' ও সিনেক্স মিলে একসঙ্গে হাতে হাত ধরে এই কাজটি করছি । একটা সিরিজ় ধরে চলবে এই কাজ । আড্ডা ও কথোপকথনের মাধ্যমে সামনে আসবেন এক অন্য সৌমিত্রবাবু ।"
সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে এই তথ্যচিত্র বিষয়ক সিরিজ়টিতে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছেন শিল্প ও সংস্কৃতির বিভিন্ন গুণী মানুষ, যাঁরা বাংলার শিল্প জগতকে সমৃদ্ধ করেছেন । সেইসব নামগুলির মধ্যে রয়েছেন পরিচালক অতনু ঘোষ, সন্দীপ রায়, অভিনেতা কৌশিক সেন, দেবশঙ্কর হালদার, সব্যসাচী চক্রবর্তীর মতো আরও অনেক বিশিষ্ট ব্যক্তি । সিরিজ়ের প্রাথমিক নাম ঠিক হয়েছে 'আমি সৌমিত্র' ।

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..

কলকাতা : অসংখ্য ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । শুধু ছবিতে অভিনয় নয়, পাশাপাশি কবিতা লিখেছেন, নাটক করেছেন, ছবি এঁকেছেন । তবে সৌমিত্রর এই গুণগুলো নিয়ে সেরকম আলোচনা হয়নি । তাছাড়া শিল্পী সৌমিত্রর পাশাপাশি মানুষ সৌমিত্র কেমন ? সেটাও খুব বেশি মানুষ জানেন না । এই দিকগুলোকে আলোকপাত করতেই তৈরি হচ্ছে এই তথ্যচিত্র । মেয়ে পৌলোমী চট্টোপাধ্যায়ের মাথায় প্রথম আসে আইডিয়াটি । বলা ভালো তাঁরই উদ্যোগে এক অসাধারণ কাজের সাক্ষী হতে চলেছে বাংলার চলচ্চিত্র জগৎ । ETV ভারত সিতারা সেই কর্মযজ্ঞের সাক্ষী থেকেছে আজ ।


সিনেমা তৈরি করার সময় বহুমুখী প্রতিভার অধিকারী সৌমিত্রকে ভিড়ের মধ্যে থেকে বাছাই করে এনেছিলেন কালজয়ী পরিচালক সত্যজিৎ রায় । তিনি যেমন নিজে মানিক, তেমন তাঁর জহুরীর চোখ । সত্যজিতের মতোই সৌমিত্রর প্রতিভা কোনও একটি ক্ষেত্রে সীমাবদ্ধ থাকেনি কোনওদিন । অশীতিপর হয়েও সৌমিত্র আজও দৌড়চ্ছেন, দৌড়চ্ছেন নিজের কাজের মধ্যে দিয়ে । কখনও অসুস্থ হয়েছেন বার্ধক্যজনিত কারণে, কখনও বা আটকে থেকেছেন বাড়িতে । কিন্তু বেশিদিন কর্মহীন অবস্থায় বসে থাকেনি সৌমিত্রর যুবক মন ।



এমন একজন মানুষ, যাঁর জীবনের ছবির সংখ্যা বলে হিসেব করা যাবে না, যাঁর কর্মক্ষমতা এখনও যে কোনও হিরোকে হার মানায়, তাঁর জীবনকে কোথাও ধরা থাকবে না ? কোনও রেকর্ড থাকবে না পরবর্তী প্রজন্মের কাছে ? এই ভাবনা থেকেই তৈরি হচ্ছে তথ্যচিত্রটি । শুধু শুকনো কিছু তথ্য নয়, সেখানে থাকবে মননের ছোঁয়া ।

soumitra chatterjee daughter Poulami Dutta
স্টোডিয়োতে..
ভাবলেও ভালো লাগে, কন্যা এবং সুঅভিনেত্রী পৌলোমী চট্টোপাধ্যায় এই পদক্ষেপটি নিয়েছেন । আজ ভারতলক্ষ্মী স্টুডিয়োতে দাঁড়িয়ে ETV ভারত সিতারাকে পৌলোমী স্পষ্ট কণ্ঠে বলেছেন, "আমরা কিংবদন্তিদের কিছু সেভাবে ধরেই রাখতে পারিনি । যেমন, শিশির ভাদুড়ী, শম্ভু মিত্রর কোনও রেকর্ড নেই আমাদের কাছে । আমাদের 'মুখোমুখি' ও সিনেক্স মিলে একসঙ্গে হাতে হাত ধরে এই কাজটি করছি । একটা সিরিজ় ধরে চলবে এই কাজ । আড্ডা ও কথোপকথনের মাধ্যমে সামনে আসবেন এক অন্য সৌমিত্রবাবু ।"
সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে এই তথ্যচিত্র বিষয়ক সিরিজ়টিতে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছেন শিল্প ও সংস্কৃতির বিভিন্ন গুণী মানুষ, যাঁরা বাংলার শিল্প জগতকে সমৃদ্ধ করেছেন । সেইসব নামগুলির মধ্যে রয়েছেন পরিচালক অতনু ঘোষ, সন্দীপ রায়, অভিনেতা কৌশিক সেন, দেবশঙ্কর হালদার, সব্যসাচী চক্রবর্তীর মতো আরও অনেক বিশিষ্ট ব্যক্তি । সিরিজ়ের প্রাথমিক নাম ঠিক হয়েছে 'আমি সৌমিত্র' ।

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.