ETV Bharat / sitara

"রাস্তার কুকুরদের একটু খেতে দিন", অনুরোধ দিতিপ্রিয়ার - ditipriya roy

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন দিতিপ্রিয়া । সেখানে নিজের পোষ্য পপকর্নের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে ।

sdf
df
author img

By

Published : Apr 13, 2020, 3:34 PM IST

কলকাতা : কোরোনা আতঙ্কের জের । দেশজুড়ে জারি লকডাউন । গৃহবন্দী সবাই । খেতে পাচ্ছে না রাস্তার অধিকাংশ কুকুর । তাই এই পরিস্থিতিতে সবাইকে রাস্তার কুকুরদের খাবার দেওয়ার অনুরোধ করেছেন দিতিপ্রিয়া রায় ।

শুটিং বন্ধ থাকায় এখন ঘরেই রয়েছেন দিতিপ্রিয়া । পাশাপাশি বন্ধ রয়েছে স্কুলও । তাই বাড়িতে বেশ খোশ মেজাজে রয়েছেন তিনি । খেলে বেরাচ্ছেন নিজের পোষ্য পপকর্নের সঙ্গে । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি । সেখানে পপকর্নে সঙ্গে খেলতে দেখা গিয়েছে তাঁকে । আর সেই ভিডিয়ো শেয়ার করার সঙ্গে সঙ্গে একটি বার্তাও দেন তিনি ।

ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিয়োতে পপকর্ন কতটা খুশি । কিন্তু, আপনাদের বাড়ির বাইরে রাস্তায় এমন অনেক কুকুর রয়েছে যারা একেবারেই খুশি নয় । কারণ লকডাউনের জন্য তারা অনেক দিন ধরেই কিছু খেতে পারছে না । তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি দয়া করে তাদের এই সময় বেঁচে থাকার জন্য কিছু খাবার দিন । পরিস্থিতি খুবই কঠিন ।"

এই ভিডিয়ো শেয়ার করার পাশাপাশি সবাইকে বাড়িতে থাকার জন্য অনুরোধও করেছেন দিতিপ্রিয়া ।

টলিউডের বাকি অভিনেত্রীদের মতো এখন বাড়িতেই কাটছে দিতিপ্রিয়ার জীবন । ছবি এঁকে ও বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলে সময় কাটাচ্ছেন তিনি । তবে সেই মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় খুব একটা শেয়ার করতে দেখা যায়নি তাঁকে ।

আর এই কোয়ারেন্টাইনে অনেক কিছুই উপলব্ধি করছেন দিতিপ্রিয়া । তা অবশ্য নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি ।

কলকাতা : কোরোনা আতঙ্কের জের । দেশজুড়ে জারি লকডাউন । গৃহবন্দী সবাই । খেতে পাচ্ছে না রাস্তার অধিকাংশ কুকুর । তাই এই পরিস্থিতিতে সবাইকে রাস্তার কুকুরদের খাবার দেওয়ার অনুরোধ করেছেন দিতিপ্রিয়া রায় ।

শুটিং বন্ধ থাকায় এখন ঘরেই রয়েছেন দিতিপ্রিয়া । পাশাপাশি বন্ধ রয়েছে স্কুলও । তাই বাড়িতে বেশ খোশ মেজাজে রয়েছেন তিনি । খেলে বেরাচ্ছেন নিজের পোষ্য পপকর্নের সঙ্গে । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি । সেখানে পপকর্নে সঙ্গে খেলতে দেখা গিয়েছে তাঁকে । আর সেই ভিডিয়ো শেয়ার করার সঙ্গে সঙ্গে একটি বার্তাও দেন তিনি ।

ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিয়োতে পপকর্ন কতটা খুশি । কিন্তু, আপনাদের বাড়ির বাইরে রাস্তায় এমন অনেক কুকুর রয়েছে যারা একেবারেই খুশি নয় । কারণ লকডাউনের জন্য তারা অনেক দিন ধরেই কিছু খেতে পারছে না । তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি দয়া করে তাদের এই সময় বেঁচে থাকার জন্য কিছু খাবার দিন । পরিস্থিতি খুবই কঠিন ।"

এই ভিডিয়ো শেয়ার করার পাশাপাশি সবাইকে বাড়িতে থাকার জন্য অনুরোধও করেছেন দিতিপ্রিয়া ।

টলিউডের বাকি অভিনেত্রীদের মতো এখন বাড়িতেই কাটছে দিতিপ্রিয়ার জীবন । ছবি এঁকে ও বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলে সময় কাটাচ্ছেন তিনি । তবে সেই মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় খুব একটা শেয়ার করতে দেখা যায়নি তাঁকে ।

আর এই কোয়ারেন্টাইনে অনেক কিছুই উপলব্ধি করছেন দিতিপ্রিয়া । তা অবশ্য নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.