ETV Bharat / sitara

হল বন্ধের আশঙ্কায় ছবির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পরিচালকরা - corona virus

কোরোনা আতঙ্কের জেরে বন্ধ বলিউডের একাধিক শুটিং । পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির তারিখও । পাশপাশি একাধিক রাজ্যে বন্ধ সিনেমা হল । সেখানে টলিউড ইন্ডাস্ট্রির কী হবে তা নিয়ে চিন্তিত পরিচালকরা । হল বন্ধ হলে ছবিগুলির ভবিষ্যৎ কী হবে সেটাই এখন আলোচ্য বিষয় হয়ে উঠেছে এই ইন্ডাস্ট্রির কলাকুশলীদের কাছে ।

ংমন
ংমন
author img

By

Published : Mar 16, 2020, 4:14 PM IST

কলকাতা : বিনোদন জগতে ইতিমধ্যেই থাবা বসিয়েছে কোরোনা ভাইরাস । যার জেরে বন্ধ বলিউডের একাধিক ছবির শুটিং । পিছিয়ে গেছে ছবি মুক্তির তারিখও । যদিও টলিউড ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত তেমন কোনও সিনেমার শুটিং বন্ধ হওয়ার খবর পাওয়া যায়নি । এমনকী, পিছিয়ে যায়নি ছবির মুক্তির তারিখও । তবে শুটিং বন্ধ হবে নাকি পিছিয়ে যাবে ছবি মুক্তির তারিখ । সেই ভাগ্য নির্ধারিত হবে নির্দিষ্ট একটি বৈঠকে । দু-এক দিনের মধ্যেই বৈঠক হবে বলে জানা গেছে । যা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন পরিচালকরা ।

ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের (IMPPA) প্রতিনিধি দলের সঙ্গে গতকাল একটি বৈঠক করে ফেডেরেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্লোয়িজ়, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (IFTDA), ওয়েস্টার্ন ইন্ডিয়া ফিল্ম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (WIFPA) ও ইন্ডিয়ান ফিল্ম ও টিভি প্রোডিউসার্স কাউন্সিলের (IFPTC) সদস্যরা । সেখানেই 19 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সব ধরনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে । এমনকী, এই সময়ের মধ্যে বেশ কিছু রাজ্যে বন্ধ রাখা হয়েছে সিনেমা হলগুলিও । তার মধ্যে সবার প্রথমে এই পদক্ষেপ নেয় কেরালা । এরপর একে একে দিল্লি, মহারাষ্ট্র, তেলাঙ্গানা এবং জম্মু ও কাশ্মীরেও 31 মার্চ পর্যন্ত সিনেমা হলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ।

এদিকে কোরোনা আতঙ্কের মধ্যেই কলকাতার হলগুলিতে চলছে দুটি বাংলা সিনেমা 'পার্সেল' এবং 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। এছাড়া টানা 50 দিন ধরে প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে 'দ্বিতীয় পুরুষ' ছবিটিও । এবার হল বন্ধ হয়ে গেলে এই ছবিগুলির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে চিন্তায় পড়ে গেছেন প্রযোজক ও পরিচালকরা ।

এ প্রসঙ্গে 'পার্সেল'-এর পরিচালক ইন্দ্রাশিস আচার্য বলেন, "হলে আমার ছবিটা ভালোই চলছে । তবে কোরোনা ভাইরাসের জেরে যদি হল বন্ধ থাকে, কী করা যেতে পারে ! ব্যবসার জায়গা থেকে বিশাল ক্ষতির মুখ দেখতে হবে । ছবিটা একেবারেই নতুন । ওয়ার্ড অফ মাউথের দৌলতে চলছে । তবে আমি আশা করব, রিওপেন হবে । জানি না সেটা হবে কি না । তবে সেটাই হওয়া উচিত । এখানে তো কারোর কোনও দায় বা দোষ নেই । পুরোটাই প্রাকৃতিক দুর্যোগ ।"

কলকাতা : বিনোদন জগতে ইতিমধ্যেই থাবা বসিয়েছে কোরোনা ভাইরাস । যার জেরে বন্ধ বলিউডের একাধিক ছবির শুটিং । পিছিয়ে গেছে ছবি মুক্তির তারিখও । যদিও টলিউড ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত তেমন কোনও সিনেমার শুটিং বন্ধ হওয়ার খবর পাওয়া যায়নি । এমনকী, পিছিয়ে যায়নি ছবির মুক্তির তারিখও । তবে শুটিং বন্ধ হবে নাকি পিছিয়ে যাবে ছবি মুক্তির তারিখ । সেই ভাগ্য নির্ধারিত হবে নির্দিষ্ট একটি বৈঠকে । দু-এক দিনের মধ্যেই বৈঠক হবে বলে জানা গেছে । যা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন পরিচালকরা ।

ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের (IMPPA) প্রতিনিধি দলের সঙ্গে গতকাল একটি বৈঠক করে ফেডেরেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্লোয়িজ়, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (IFTDA), ওয়েস্টার্ন ইন্ডিয়া ফিল্ম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (WIFPA) ও ইন্ডিয়ান ফিল্ম ও টিভি প্রোডিউসার্স কাউন্সিলের (IFPTC) সদস্যরা । সেখানেই 19 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সব ধরনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে । এমনকী, এই সময়ের মধ্যে বেশ কিছু রাজ্যে বন্ধ রাখা হয়েছে সিনেমা হলগুলিও । তার মধ্যে সবার প্রথমে এই পদক্ষেপ নেয় কেরালা । এরপর একে একে দিল্লি, মহারাষ্ট্র, তেলাঙ্গানা এবং জম্মু ও কাশ্মীরেও 31 মার্চ পর্যন্ত সিনেমা হলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ।

এদিকে কোরোনা আতঙ্কের মধ্যেই কলকাতার হলগুলিতে চলছে দুটি বাংলা সিনেমা 'পার্সেল' এবং 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। এছাড়া টানা 50 দিন ধরে প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে 'দ্বিতীয় পুরুষ' ছবিটিও । এবার হল বন্ধ হয়ে গেলে এই ছবিগুলির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে চিন্তায় পড়ে গেছেন প্রযোজক ও পরিচালকরা ।

এ প্রসঙ্গে 'পার্সেল'-এর পরিচালক ইন্দ্রাশিস আচার্য বলেন, "হলে আমার ছবিটা ভালোই চলছে । তবে কোরোনা ভাইরাসের জেরে যদি হল বন্ধ থাকে, কী করা যেতে পারে ! ব্যবসার জায়গা থেকে বিশাল ক্ষতির মুখ দেখতে হবে । ছবিটা একেবারেই নতুন । ওয়ার্ড অফ মাউথের দৌলতে চলছে । তবে আমি আশা করব, রিওপেন হবে । জানি না সেটা হবে কি না । তবে সেটাই হওয়া উচিত । এখানে তো কারোর কোনও দায় বা দোষ নেই । পুরোটাই প্রাকৃতিক দুর্যোগ ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.