ETV Bharat / sitara

"চিত্ত যেথা ভয় শূন্য", কবিতা পাঠ রঞ্জন ঘোষের

ETV ভারতের দর্শকের জন্যে রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রার্থনা' কবিতাটি আবৃত্তি করেন পরিচালক রঞ্জন ঘোষ । তিনি মনে করেন, এটি সময়োপযোগী ।

sdf
fds
author img

By

Published : Apr 27, 2020, 5:18 PM IST

Updated : Apr 27, 2020, 11:30 PM IST

কলকাতা : সম্প্রতি তাঁর ছবি 'আহারে' এশিয়ার 25টি খাবারের ছবির তালিকায় জায়গা করে নিয়েছে । তিনি পরিচালক রঞ্জন ঘোষ । লকডাউনের কারণে পিছিয়ে গিয়েছে তাঁর শুটিং । যদিও এই সময় বাড়িতে বসে পছন্দের কাজ করছেন তিনি । লেখাপড়া, কবিতা পাঠ এই সবই করছেন । ETV ভারত সিতারার দর্শকদের জন্য আবৃত্তিও করেন তিনি ।

sdf
.

ঠিক ছিল শুটিং করবেন । কিন্তু, লকডাউনের জেরে আপাতত তা বন্ধ । রঞ্জন বলেন, "আমি একটা শুটিংয়ের প্ল্যান করেছিলাম মে মাসের শেষের দিকে । চলার কথা ছিল জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। সেটা আমার পরবর্তী ছবির কাজ । অগত্যা আটকে গেল । সারা পৃথিবী এখন লকডাউন হয়ে আছে । বিশেষ করে এখানে যেমন কোরোনার পরিস্থিতি, যেভাবে মানুষ সংক্রমিত হচ্ছেন, মারা যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে ছবি তৈরি করা একটা অমানবিক ব্যাপার । এত মানুষের একসঙ্গে জড়ো হওয়া এবং সেখান থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে । ছবিটার ব্যাপারেও আমরা ঘোষণা করতাম । সেটাও পিছিয়ে গেল । যদিও সেটা এখন আমাদের প্রায়োরিটি নয় । এখন প্রায়োরিটি মানুষের সুস্থ হয়ে ওঠা, সুস্থ পরিবেশ ফিরে পাওয়া ।"

একজন চলচ্চিত্র পরিচালকের কাজই ছবি নিয়ে ভাবা, বিভিন্ন জায়গায় যাওয়া, লোকের সঙ্গে মিটিং করা । এই সময়ে বিষয়টা কতটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে রঞ্জনের কাছে ? তিনি বলেন, "এই পুরো বিষয়টা ভীষণভাবে যন্ত্রণাদায়ক । আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা অনেকটা সময় অপেক্ষা করার পরই একটা ছবি তৈরি করতে পারি । যখনই এগোই, কোনও কারণে বন্ধ হয়ে গেলে খুব দুঃখ হয় ।"

sdf
.

সেই দুঃখ কাটানোর ওষুধ কী, সেটাও আমাদের জানালেন রঞ্জন । বলেন, "সেই যন্ত্রণা কাটাচ্ছি এক দারুণ উপায়ে । আমি যখন ফিল্ম স্কুলে পড়তাম, যে ফিল্ম টেক্সট বইগুলো পড়েছিলাম, তাও প্রায় 10 বছরের উপর হয়ে গেছে । এখন সেই বইগুলো যখন নতুন করে পড়ছি, তখন সেগুলো অন্যভাবে ধরা দিচ্ছে । এই সময় আমি 2 থেকে 3টে বই আবার পড়ে ফেলেছি । ফিল্মস্কুলের দিনগুলোতে ফিরে গিয়েছি ।"

পরিচালনার পাশাপাশি রঞ্জনের আরেকটি পছন্দের বিষয় হল কবিতা পাঠ করা । বলেন, "ছোটোবেলায় আমি আবৃত্তি করতাম । কিন্তু বিগত 12-13 বছরে সেটা করা হয়নি । সেই কবিতাগুলো নতুন করে রিভিজ়িট করছি, আবৃত্তি করছি ।"

ETV ভারতের দর্শকের জন্যে রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রার্থনা' কবিতাটি আবৃত্তি করেন রঞ্জন । তিনি মনে করেন, এটি সময়োপযোগী ।

কবিতা পাঠ করলেন রঞ্জন ঘোষ

এই সময় অর্থনৈতিক সমস্যায় ভুগছেন অনেকে । আটকে গিয়েছে একাধিক প্রোজেক্টের পেমেন্ট । এ প্রসঙ্গে রঞ্জন বলেন, "এটা তো খুবই গুরুতর অবস্থা । কাজ আটকে গেলে পেমেন্ট আটকে যায় । সেই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই । যাতে সময়টা তাড়াতাড়ি কেটে যায়, এটাই আশা করি । সবাই যাতে কাজে ফিরতে পারি ।"

কলকাতা : সম্প্রতি তাঁর ছবি 'আহারে' এশিয়ার 25টি খাবারের ছবির তালিকায় জায়গা করে নিয়েছে । তিনি পরিচালক রঞ্জন ঘোষ । লকডাউনের কারণে পিছিয়ে গিয়েছে তাঁর শুটিং । যদিও এই সময় বাড়িতে বসে পছন্দের কাজ করছেন তিনি । লেখাপড়া, কবিতা পাঠ এই সবই করছেন । ETV ভারত সিতারার দর্শকদের জন্য আবৃত্তিও করেন তিনি ।

sdf
.

ঠিক ছিল শুটিং করবেন । কিন্তু, লকডাউনের জেরে আপাতত তা বন্ধ । রঞ্জন বলেন, "আমি একটা শুটিংয়ের প্ল্যান করেছিলাম মে মাসের শেষের দিকে । চলার কথা ছিল জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। সেটা আমার পরবর্তী ছবির কাজ । অগত্যা আটকে গেল । সারা পৃথিবী এখন লকডাউন হয়ে আছে । বিশেষ করে এখানে যেমন কোরোনার পরিস্থিতি, যেভাবে মানুষ সংক্রমিত হচ্ছেন, মারা যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে ছবি তৈরি করা একটা অমানবিক ব্যাপার । এত মানুষের একসঙ্গে জড়ো হওয়া এবং সেখান থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে । ছবিটার ব্যাপারেও আমরা ঘোষণা করতাম । সেটাও পিছিয়ে গেল । যদিও সেটা এখন আমাদের প্রায়োরিটি নয় । এখন প্রায়োরিটি মানুষের সুস্থ হয়ে ওঠা, সুস্থ পরিবেশ ফিরে পাওয়া ।"

একজন চলচ্চিত্র পরিচালকের কাজই ছবি নিয়ে ভাবা, বিভিন্ন জায়গায় যাওয়া, লোকের সঙ্গে মিটিং করা । এই সময়ে বিষয়টা কতটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে রঞ্জনের কাছে ? তিনি বলেন, "এই পুরো বিষয়টা ভীষণভাবে যন্ত্রণাদায়ক । আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা অনেকটা সময় অপেক্ষা করার পরই একটা ছবি তৈরি করতে পারি । যখনই এগোই, কোনও কারণে বন্ধ হয়ে গেলে খুব দুঃখ হয় ।"

sdf
.

সেই দুঃখ কাটানোর ওষুধ কী, সেটাও আমাদের জানালেন রঞ্জন । বলেন, "সেই যন্ত্রণা কাটাচ্ছি এক দারুণ উপায়ে । আমি যখন ফিল্ম স্কুলে পড়তাম, যে ফিল্ম টেক্সট বইগুলো পড়েছিলাম, তাও প্রায় 10 বছরের উপর হয়ে গেছে । এখন সেই বইগুলো যখন নতুন করে পড়ছি, তখন সেগুলো অন্যভাবে ধরা দিচ্ছে । এই সময় আমি 2 থেকে 3টে বই আবার পড়ে ফেলেছি । ফিল্মস্কুলের দিনগুলোতে ফিরে গিয়েছি ।"

পরিচালনার পাশাপাশি রঞ্জনের আরেকটি পছন্দের বিষয় হল কবিতা পাঠ করা । বলেন, "ছোটোবেলায় আমি আবৃত্তি করতাম । কিন্তু বিগত 12-13 বছরে সেটা করা হয়নি । সেই কবিতাগুলো নতুন করে রিভিজ়িট করছি, আবৃত্তি করছি ।"

ETV ভারতের দর্শকের জন্যে রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রার্থনা' কবিতাটি আবৃত্তি করেন রঞ্জন । তিনি মনে করেন, এটি সময়োপযোগী ।

কবিতা পাঠ করলেন রঞ্জন ঘোষ

এই সময় অর্থনৈতিক সমস্যায় ভুগছেন অনেকে । আটকে গিয়েছে একাধিক প্রোজেক্টের পেমেন্ট । এ প্রসঙ্গে রঞ্জন বলেন, "এটা তো খুবই গুরুতর অবস্থা । কাজ আটকে গেলে পেমেন্ট আটকে যায় । সেই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই । যাতে সময়টা তাড়াতাড়ি কেটে যায়, এটাই আশা করি । সবাই যাতে কাজে ফিরতে পারি ।"

Last Updated : Apr 27, 2020, 11:30 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.