কলকাতা : "গুমনামী বাবা" নিয়ে ডিরেক্টর অনিকেত চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে #গুমনামিজোচ্চরফেরেব্বাজ ফেসবুকে পোস্ট করছেন অনিকেত। গুমনামী বাবাকে নিয়ে লেখা এই পোস্টে অবাক সকলেই । পোস্টগুলির মূল বক্তব্য, গুমনামী বাবা কোনও মতে নেতাজি হতে পারে না ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, তিনি গুমনামী বাবা নিয়ে জানতে পড়ে ফেলেছেন অনুজ ধরের লেখা 'নেতাজী ফিরেছিলেন' ও 'কোনানড্রাম : সুভাষ বোসেজ় লাইফ আফটার ডেথ' । আর এই বই পড়েই তাঁর আপত্তি গুমনামী বাবা নিয়ে । তাঁর দাবি, এই গুমনামী বাবা আর যেই হোক, নেতাজী কখনও হতে পারেন না ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
তিনি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, "অত্যন্ত নিম্নস্তরের জোচ্চোর কে নেতাজী বলে চালানোর চেষ্টা করেছেন দুজন লেখক। নেতাজীর দুর্ভাগ্য যে এরকম একজন জোচ্চর ফেরেব্বাজের সঙ্গে তাঁর নাম উচ্চারিত হচ্ছে। হ্যাঁ আমি গুমনামি বাবার কথাই বলছি।" আবার কোনও পোস্টে লিখেছেন, "বিরিঞ্চি বাবার মত বা আমার মতে তার চেয়েও বড় এই জোচ্চর এই গুমনামি ওরফে মহাকাল ওরফে নেতাজী এক জায়গায় বলছেন “তিনি মুক্তি বাহিনী তৈরি করতে চান, যে বাহিনীতে মুসলমান আর কমিউনিস্ট রা থাকবেনা!” (পাতা ৩৮৫-৩৮৬) মরে গেলেও এই কথা নেতাজীর মুখ দিয়ে বের হবে এ কথা কোনো বাঙালি বিশ্বাস করতে পারে বলে আমার মনে হয় না, যদি না সে অর্থের বিনিময়ে নিজেকে বিক্রি করে।"
![Aniket Chattopadhaya](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3631578_wb_aniket.jpg)
এদিকে শুরু হয়ে গেছে সৃজিত মুখার্জির পরবর্তী সিনেমা 'গুমনামী বাবা'-র শুটিং । গুমনামী বাবার চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে । শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় 2020 সালের জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে ছবিটি ।