ETV Bharat / sitara

আইসিইউতে থাকলেও স্থিতিশীল দিলীপ কুমার ; ভালো আছেন নাসিরুদ্দিনও - নাসিরুদ্দিন শাহ

দিলীপ কুমারের (Dilip Kumar) শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ তবে এখনও আইসিইউতেই আছেন তিনি ৷ ভালো আছেন আরেক অভিনেতা নাসিরুদ্দিন শাহও (Naseeruddin Shah) ৷ তিনিও হাসপাতালেই আছেন ৷

dilip-kumar-health-update-saira-banu-says-sahab-still-in-the-icu
আইসিইউ-তেই, তবে স্থিতিশীল দিলীপ কুমার ; ভালো আছেন নাসিরুদ্দিনও
author img

By

Published : Jul 4, 2021, 7:50 PM IST

মুম্বই, 4 জুলাই : এখনও আইসিইউতেই আছেন বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar) ৷ তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁর স্ত্রী তথা প্রবীণ অভিনেত্রী সায়রা বানু ৷ এ দিকে, এখনও হাসপাতালে ভর্তি থাকলেও আগের থেকে ভালো আছেন বলিউডের আর এক প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah) ৷ তাঁর অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছেন ডাক্তাররা ৷

গত 29 জুন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় 98 বছরের অভিনেতা দিলীপ কুমারকে ৷ একই মাসে সেই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হন তিনি ৷ হাসপাতালের একটি সূত্র জানায়, শেষ বার তাঁর শ্বাসকষ্টের যে সমস্যা ছিল, এ বারও তাঁর সেই একই সমস্যা দেখা দিয়েছে ৷ তাঁর বয়সের কথা ভেবে এবং আগেও যেহেতু একই সমস্যা হয়েছিল, সেই জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করাই ঠিক হবে বলে মনে করে তাঁর পরিবার ৷ প্রতিনিয়ত যাতে পর্যবেক্ষণে রাখা যায়, সে জন্য তাঁকে আইসিইউতে রাখা হয়েছে ৷ তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ চিন্তার কিছু নেই ৷

শনিবার দিলীপ কুমারের শারীরিক অবস্থার খবর জানিয়ে সায়রা বানু বলেন, "সাহেব এখন অনেক ভালো আছেন ৷ আমরা এখনও আইসিইউতেই আছি ৷ আজ তিনি খুবই ভাল আছেন ৷ এখান থেকে তাঁকে বের করে নিয়ে যেতে হলে সবার প্রার্থনা প্রয়োজন ৷

dilip-kumar-health-update-saira-banu-says-sahab-still-in-the-icu
আইসিইউ-তেই, তবে স্থিতিশীল দিলীপ কুমার ; ভালো আছেন নাসিরুদ্দিনও

আরও পড়ুন: ফের আইসিইউতে দিলীপ কুমার, হাসপাতালে নাসিরুদ্দিনও

হাসপাতালের সূত্র জানিয়েছে, দিলীপ কুমারের শ্বাসকষ্ট এখন নিয়ন্ত্রণে রয়েছে ৷ তবে আরও 2-1 দিন তিনি হাসপাতালেই থাকবেন ৷ তাঁর পরিবারের ইচ্ছেমতো এখনও তাঁকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে ৷ বয়সের কথা বিবেচনা করে তাঁর সমস্ত সমস্যা কাটিয়েই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে ৷

পাঁচ দশকেরও বেশি সময় বলিউডে রাজত্ব করেছেন দিলীপ কুমার ৷ মুঘল-এ-আজম, দেবদাস, নয়া দৌড়, রাম অউর শ্যাম-সহ বহু ফিল্মে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি ৷ 1998 সালে শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছে কিলা ফিল্মে ৷

আরও পড়ুন: আমরা আনন্দে আছি, বিবাহবিচ্ছেদ নিয়ে বললেন আমির-কিরণ

দিলীপ কুমার যে দিন হাসপাতালে ভর্তি হন, সেই একই দিনে হাসপাতালে ভর্তি হওয়ার খবর আসে বলিউডের আর এক প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহের ৷ তাঁর ম্যানেজার জানান, দু‘দিন হল নাসিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁকে মেডিক্যাল পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ নিউমোনিয়া হয়েছে তাঁর ৷ ফুসফুসে একটি প্যাচ পাওয়া গিয়েছে ৷ তাঁর অবস্থা এখন স্থিতিশীল ৷ তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷ অভিনেতার সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী রত্না পাঠক ও সন্তানেরা ৷

a
a

নাসিরুদ্দিন এখন আগের থেকে অনেকটাই ভাল আছেন বলে খবর ৷ রবিবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে তাঁর কোনও সমস্যা নেই ৷ তিনি ভাল আছেন ৷ তবে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে 70 বছরের অভিনেতাকে ৷

আরও পড়ুন: ছেলের সঙ্গে ফুটবল খেলার ছবি পোস্ট বুম্বাদার, আপ্লুত নেটিজেনরা

ন্যাশনাল স্কুল অফ ড্রামা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রাক্তনী নাসিরুদ্দিন শাহ বাণিজ্যিক ছবিতেও একটা আলাদা জায়গা করে নিয়েছেন ৷ কর্মা, ত্রিদেব, বিশ্বাত্মা, চমৎকার, মোহরা, সরফরোশ, কৃশ, জিন্দেগি না মিলেগি দোবারা-সহ বিভিন্ন ছবিতে তাঁর অভিনয় মানুষের মনে ছাপ ফেলে গিয়েছে ৷ বহু জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতাকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 2020 সালে অ্যামাজন প্রাইম ভিডিয়ো সিরিজ বন্দিশ ব্যান্ডিটসে ৷

মুম্বই, 4 জুলাই : এখনও আইসিইউতেই আছেন বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar) ৷ তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁর স্ত্রী তথা প্রবীণ অভিনেত্রী সায়রা বানু ৷ এ দিকে, এখনও হাসপাতালে ভর্তি থাকলেও আগের থেকে ভালো আছেন বলিউডের আর এক প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah) ৷ তাঁর অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছেন ডাক্তাররা ৷

গত 29 জুন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় 98 বছরের অভিনেতা দিলীপ কুমারকে ৷ একই মাসে সেই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হন তিনি ৷ হাসপাতালের একটি সূত্র জানায়, শেষ বার তাঁর শ্বাসকষ্টের যে সমস্যা ছিল, এ বারও তাঁর সেই একই সমস্যা দেখা দিয়েছে ৷ তাঁর বয়সের কথা ভেবে এবং আগেও যেহেতু একই সমস্যা হয়েছিল, সেই জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করাই ঠিক হবে বলে মনে করে তাঁর পরিবার ৷ প্রতিনিয়ত যাতে পর্যবেক্ষণে রাখা যায়, সে জন্য তাঁকে আইসিইউতে রাখা হয়েছে ৷ তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ চিন্তার কিছু নেই ৷

শনিবার দিলীপ কুমারের শারীরিক অবস্থার খবর জানিয়ে সায়রা বানু বলেন, "সাহেব এখন অনেক ভালো আছেন ৷ আমরা এখনও আইসিইউতেই আছি ৷ আজ তিনি খুবই ভাল আছেন ৷ এখান থেকে তাঁকে বের করে নিয়ে যেতে হলে সবার প্রার্থনা প্রয়োজন ৷

dilip-kumar-health-update-saira-banu-says-sahab-still-in-the-icu
আইসিইউ-তেই, তবে স্থিতিশীল দিলীপ কুমার ; ভালো আছেন নাসিরুদ্দিনও

আরও পড়ুন: ফের আইসিইউতে দিলীপ কুমার, হাসপাতালে নাসিরুদ্দিনও

হাসপাতালের সূত্র জানিয়েছে, দিলীপ কুমারের শ্বাসকষ্ট এখন নিয়ন্ত্রণে রয়েছে ৷ তবে আরও 2-1 দিন তিনি হাসপাতালেই থাকবেন ৷ তাঁর পরিবারের ইচ্ছেমতো এখনও তাঁকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে ৷ বয়সের কথা বিবেচনা করে তাঁর সমস্ত সমস্যা কাটিয়েই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে ৷

পাঁচ দশকেরও বেশি সময় বলিউডে রাজত্ব করেছেন দিলীপ কুমার ৷ মুঘল-এ-আজম, দেবদাস, নয়া দৌড়, রাম অউর শ্যাম-সহ বহু ফিল্মে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি ৷ 1998 সালে শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছে কিলা ফিল্মে ৷

আরও পড়ুন: আমরা আনন্দে আছি, বিবাহবিচ্ছেদ নিয়ে বললেন আমির-কিরণ

দিলীপ কুমার যে দিন হাসপাতালে ভর্তি হন, সেই একই দিনে হাসপাতালে ভর্তি হওয়ার খবর আসে বলিউডের আর এক প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহের ৷ তাঁর ম্যানেজার জানান, দু‘দিন হল নাসিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁকে মেডিক্যাল পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ নিউমোনিয়া হয়েছে তাঁর ৷ ফুসফুসে একটি প্যাচ পাওয়া গিয়েছে ৷ তাঁর অবস্থা এখন স্থিতিশীল ৷ তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷ অভিনেতার সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী রত্না পাঠক ও সন্তানেরা ৷

a
a

নাসিরুদ্দিন এখন আগের থেকে অনেকটাই ভাল আছেন বলে খবর ৷ রবিবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে তাঁর কোনও সমস্যা নেই ৷ তিনি ভাল আছেন ৷ তবে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে 70 বছরের অভিনেতাকে ৷

আরও পড়ুন: ছেলের সঙ্গে ফুটবল খেলার ছবি পোস্ট বুম্বাদার, আপ্লুত নেটিজেনরা

ন্যাশনাল স্কুল অফ ড্রামা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রাক্তনী নাসিরুদ্দিন শাহ বাণিজ্যিক ছবিতেও একটা আলাদা জায়গা করে নিয়েছেন ৷ কর্মা, ত্রিদেব, বিশ্বাত্মা, চমৎকার, মোহরা, সরফরোশ, কৃশ, জিন্দেগি না মিলেগি দোবারা-সহ বিভিন্ন ছবিতে তাঁর অভিনয় মানুষের মনে ছাপ ফেলে গিয়েছে ৷ বহু জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতাকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 2020 সালে অ্যামাজন প্রাইম ভিডিয়ো সিরিজ বন্দিশ ব্যান্ডিটসে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.