ETV Bharat / sitara

কাবাডি নিয়ে ছবি বানাচ্ছেন কৌশিক - 'কাবাডি কাবাডি'

ভারতের মতো দেশে যেখানে ফুটবল ও ক্রিকেটই খেলার শেষ কথা, সেখানে ভারতের হারিয়ে যাওয়া কাবাডি খেলাকে সামনের সারিতে তুলে ধরতে চাইছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ।

কাবাডি নিয়ে ছবি বানাচ্ছেন কৌশিক
কাবাডি নিয়ে ছবি বানাচ্ছেন কৌশিক
author img

By

Published : Apr 1, 2021, 2:21 PM IST

কলকাতা, 1 এপ্রিল : খুব শীঘ্রই আসতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ছবি 'কাবাডি কাবাডি' । বরাবরই প্রান্তিক মানুষদের গল্প নিজের ছবিতে তুলে ধরেছেন পরিচালক ৷ তা সে 'শব্দ' হোক কিংবা 'নগর কীর্তন' তার ছবিতে সমাজে পিছিয়ে পড়া মানুষেরা বারবার অগ্রাধিকার পেয়েছে । এবার কাবাডির মত হারিয়ে যাওয়া খেলা কে নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক । ছবিতে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার ও অর্জুন চক্রবর্তী ।

ভারতের মতো দেশে যেখানে ফুটবল ও ক্রিকেটই খেলার শেষ কথা, সেখানে ভারতের হারিয়ে যাওয়া কাবাডি খেলাকে সামনের সারিতে তুলে ধরতে চাইছেন কৌশিক । কৌশিক প্রায় সব ছবিতেই ঋত্বিক চক্রবর্তী রয়েছেন ৷ এই ছবিতে ঋত্বিককে দেখা যাবে কোচের ভূমিকায় । ঋত্বিকের বোনের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সোহিনী সরকার ।

আসতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ছবি 'কাবাডি কাবাডি'

আরও পড়ুন : রুপোলি পর্দায় ফিরছেন উত্তম কুমার

শোনা গিয়েছিল এই ছবিতে অভিনয় করতে পারেন অভিনেতা অঙ্কুশ । তবে পরিচালক জানান গল্পের প্রয়োজনেই অঙ্কুশ নয় নতুন কোনও অভিনেতার মুখ খুঁজছেন তারা । এই ছবিতে অর্জুন চক্রবর্তীকে দেখা যাবে কাবাডি খেলতে । অভিনেত্রী সোহিনী সরকারকে জিজ্ঞেস করলে তিনি জানান, "শুধু কাবাডি নয় সব ধরনের খেলাতেই সোহিনী পারদর্শী । তবে বর্তমানে চারপাশে রাজনীতির যে খেলা চলছে তাতে তিনি একেবারেই কাঁচা । চারপাশে রং বদল এর যে খেলা তাতে ঢুকতে নারাজ সোহিনী ৷ তিনি জানান তিনি গিরগিটি নন তাই রং বদলান না । ছবির শুটিং খুব শীঘ্রই শুরু হবে ৷

কলকাতা, 1 এপ্রিল : খুব শীঘ্রই আসতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ছবি 'কাবাডি কাবাডি' । বরাবরই প্রান্তিক মানুষদের গল্প নিজের ছবিতে তুলে ধরেছেন পরিচালক ৷ তা সে 'শব্দ' হোক কিংবা 'নগর কীর্তন' তার ছবিতে সমাজে পিছিয়ে পড়া মানুষেরা বারবার অগ্রাধিকার পেয়েছে । এবার কাবাডির মত হারিয়ে যাওয়া খেলা কে নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক । ছবিতে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার ও অর্জুন চক্রবর্তী ।

ভারতের মতো দেশে যেখানে ফুটবল ও ক্রিকেটই খেলার শেষ কথা, সেখানে ভারতের হারিয়ে যাওয়া কাবাডি খেলাকে সামনের সারিতে তুলে ধরতে চাইছেন কৌশিক । কৌশিক প্রায় সব ছবিতেই ঋত্বিক চক্রবর্তী রয়েছেন ৷ এই ছবিতে ঋত্বিককে দেখা যাবে কোচের ভূমিকায় । ঋত্বিকের বোনের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সোহিনী সরকার ।

আসতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ছবি 'কাবাডি কাবাডি'

আরও পড়ুন : রুপোলি পর্দায় ফিরছেন উত্তম কুমার

শোনা গিয়েছিল এই ছবিতে অভিনয় করতে পারেন অভিনেতা অঙ্কুশ । তবে পরিচালক জানান গল্পের প্রয়োজনেই অঙ্কুশ নয় নতুন কোনও অভিনেতার মুখ খুঁজছেন তারা । এই ছবিতে অর্জুন চক্রবর্তীকে দেখা যাবে কাবাডি খেলতে । অভিনেত্রী সোহিনী সরকারকে জিজ্ঞেস করলে তিনি জানান, "শুধু কাবাডি নয় সব ধরনের খেলাতেই সোহিনী পারদর্শী । তবে বর্তমানে চারপাশে রাজনীতির যে খেলা চলছে তাতে তিনি একেবারেই কাঁচা । চারপাশে রং বদল এর যে খেলা তাতে ঢুকতে নারাজ সোহিনী ৷ তিনি জানান তিনি গিরগিটি নন তাই রং বদলান না । ছবির শুটিং খুব শীঘ্রই শুরু হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.