ETV Bharat / sitara

দিশাকে ভেজা চুমু ? নিজের 'নো কিস' নিয়ম ভাঙলেন সলমন ? - রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই

'রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' ফিল্মে কি নিজের 'নো কিস' নীতি থেকে বেরিয়ে এসে দিশা পাটানিকে ভেজা চুমু দিলেন সলমন খান ? এই জল্পনা নিজেই কাটালেন অভিনেতা ৷

Did Salman Khan break his 'no kiss' policy in 'Radhe: Your Most Wanted Bhai'?
দিশাকে ভেজা চুমু ? নিজের 'নো কিস' নিয়ম ভাঙলেন সলমন ?
author img

By

Published : May 11, 2021, 1:14 PM IST

মুম্বই, 11 মে : চুম্বনে না ৷ এই নীতি থেকে কি বেরিয়ে এলেন বলিউডের স্টার সলমন খান ? তাঁর আপকামিং ফিল্ম 'রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' ফিল্মের যে ট্রেলার প্রকাশিত হয়েছে, তার একটি দৃশ্য দেখে এই প্রশ্ন ঘোরাফেরা করছে ভাইজানের ভক্তদের মনে ৷ দৃশ্যটি দেখে মনে হয়েছে অভিনেত্রী দিশা পাটানিকে ভেজা চুমু দিয়েছেন সলমন ৷ ভক্তদের মনের জল্পনা অবশ্য কাটিয়ে দিয়েছেন স্বয়ং দাবাং স্টার ৷

তাঁর কেরিয়ারে বহু সুপারহিট ফিল্ম থাকলেও এখনও পর্যন্ত কোনও অভিনেত্রীর সঙ্গে চুম্বনরত কোনও দৃশ্যে দেখা যায়নি সলমন খানকে ৷ তবে তাঁর আপকামিং ফিল্মের একটি দৃশ্য দর্শকদের মনে প্রশ্নের জন্ম দিয়েছিল ৷ তবে ধোঁয়াশা কাটিয়ে সল্লু মিঞ্চা জানিয়েছেন, নিজের তৈরি করা নিয়ম কখনও ভাঙবেন না তিনি ৷ অর্থাত্ 'নো কিস' পলিসি তিনি এখনও মেনে চলছেন ৷

দিশার সঙ্গে তাঁর ওই দৃশ্য প্রসঙ্গে সলমন জানিয়েছেন, "না, আমি ওঁকে চুমু দিইনি ৷ আমি টেপের উপর চুমু দিয়েছি ৷ ম্যায়নে পেয়ার কিয়াতেও কাচের উপর লিপস্টিকের ছাপে আমি চুমু দিয়েছিলাম, নায়িকা ছিলেন কাচের উলটো দিকে ৷"

আরও পড়ুন: করোনা মোকাবিলায় ফ্রান্স থেকে ভারতে অক্সিজেন প্লান্ট আনছেন সোনু সুদ

প্রভু দেবার 'রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' ফিল্মে রয়েছেন রণদীপ হুদা ও জ্যাকি শ্রফও ৷ ছবিটি মুক্তি পাচ্ছে 13 মে ৷

মুম্বই, 11 মে : চুম্বনে না ৷ এই নীতি থেকে কি বেরিয়ে এলেন বলিউডের স্টার সলমন খান ? তাঁর আপকামিং ফিল্ম 'রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' ফিল্মের যে ট্রেলার প্রকাশিত হয়েছে, তার একটি দৃশ্য দেখে এই প্রশ্ন ঘোরাফেরা করছে ভাইজানের ভক্তদের মনে ৷ দৃশ্যটি দেখে মনে হয়েছে অভিনেত্রী দিশা পাটানিকে ভেজা চুমু দিয়েছেন সলমন ৷ ভক্তদের মনের জল্পনা অবশ্য কাটিয়ে দিয়েছেন স্বয়ং দাবাং স্টার ৷

তাঁর কেরিয়ারে বহু সুপারহিট ফিল্ম থাকলেও এখনও পর্যন্ত কোনও অভিনেত্রীর সঙ্গে চুম্বনরত কোনও দৃশ্যে দেখা যায়নি সলমন খানকে ৷ তবে তাঁর আপকামিং ফিল্মের একটি দৃশ্য দর্শকদের মনে প্রশ্নের জন্ম দিয়েছিল ৷ তবে ধোঁয়াশা কাটিয়ে সল্লু মিঞ্চা জানিয়েছেন, নিজের তৈরি করা নিয়ম কখনও ভাঙবেন না তিনি ৷ অর্থাত্ 'নো কিস' পলিসি তিনি এখনও মেনে চলছেন ৷

দিশার সঙ্গে তাঁর ওই দৃশ্য প্রসঙ্গে সলমন জানিয়েছেন, "না, আমি ওঁকে চুমু দিইনি ৷ আমি টেপের উপর চুমু দিয়েছি ৷ ম্যায়নে পেয়ার কিয়াতেও কাচের উপর লিপস্টিকের ছাপে আমি চুমু দিয়েছিলাম, নায়িকা ছিলেন কাচের উলটো দিকে ৷"

আরও পড়ুন: করোনা মোকাবিলায় ফ্রান্স থেকে ভারতে অক্সিজেন প্লান্ট আনছেন সোনু সুদ

প্রভু দেবার 'রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' ফিল্মে রয়েছেন রণদীপ হুদা ও জ্যাকি শ্রফও ৷ ছবিটি মুক্তি পাচ্ছে 13 মে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.