ETV Bharat / sitara

আম্মি হোক বা মা, মাতৃত্বের কোনও ধর্ম থাকে কি ? - রাজ চক্রবর্তীর খবর

ধর্ম নিয়ে আমাদের চারপাশে যা চলছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উপযুক্ত সিনেমা বানালেন রাজ চক্রবর্তী । নাম 'ধর্মযুদ্ধ' । আজ মুক্তি পেল ছবির ট্রেলার । প্রশ্ন তোলা হল, মা-কে দেখে কি তার ধর্ম বোঝা যায় ?

Bengali film dharmajudhho
Bengali film dharmajudhho
author img

By

Published : Feb 14, 2020, 9:33 PM IST

কলকাতা : ছবির নাম যখন 'ধর্মযুদ্ধ', তখন ছবির বিষয়বস্তু সম্পর্কে নতুন করে কিছু বলার নেই । বোঝাই যাচ্ছে ধর্মের নাম মারামারি, কাটাকাটি, প্রতারণা, স্বজনহারা হওয়ার ক্ষোভ, কষ্ট সবকিছুই রয়েছে এই ছবিতে । রমকম আর লার্জার দ্যান লাইফ ছবি পরিচালনার থেকে অনেকদিনই দূরে সরে এসেছেন রাজ চক্রবর্তী । তার সাম্প্রতিকতম প্রমাণ হল 'ধর্মযুদ্ধ' ।

তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে গল্প বুনেছেন রাজ । ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে খুব জোরালো হতে চলেছে ছবির সংলাপ থেকে দৃশ্যায়ন সবকিছুই । স্বাতীলেখা সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র, শুভশ্রী গাঙ্গুলি, সোহম - প্রত্যেকেরই একেবারে ভোল পালটে দিয়েছেন রাজ । ক্যামিও চরিত্রে দেখা গেল রুদ্রপ্রসাদ সেনগুপ্তকেও ।

Bengali film dharmajudhho
স্বাতীলেখা ও ঋত্বিক

আজকে ভ্যালেন্টাইন'স ডে । তবে আজকের দিনটা অন্য একটা কারণেও স্মরণীয় । গত বছর আজকের দিনেই পুলওয়ামা হামলায় 40 জন জওয়ানের মৃত্যু হয় । ধর্ম হোক বা রাজনৈতিক টানাপোড়েন, সাধারণ মানুষ কখনই যুদ্ধ চান না । তাই বদলা নেওয়ার বদলে শান্তিই কাম্য প্রত্যেকের কাছে । 'ধর্মযুদ্ধ'-ও এরকমই এক বার্তা দেবে । তাই হয়তো ভেবেচিন্তেই আজকের দিনে ট্রেলার রিলিজ় করলেন রাজ ।

ছবিটি মুক্তি পাবে 20 মার্চ । দেখে নিন ট্রেলার..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : ছবির নাম যখন 'ধর্মযুদ্ধ', তখন ছবির বিষয়বস্তু সম্পর্কে নতুন করে কিছু বলার নেই । বোঝাই যাচ্ছে ধর্মের নাম মারামারি, কাটাকাটি, প্রতারণা, স্বজনহারা হওয়ার ক্ষোভ, কষ্ট সবকিছুই রয়েছে এই ছবিতে । রমকম আর লার্জার দ্যান লাইফ ছবি পরিচালনার থেকে অনেকদিনই দূরে সরে এসেছেন রাজ চক্রবর্তী । তার সাম্প্রতিকতম প্রমাণ হল 'ধর্মযুদ্ধ' ।

তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে গল্প বুনেছেন রাজ । ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে খুব জোরালো হতে চলেছে ছবির সংলাপ থেকে দৃশ্যায়ন সবকিছুই । স্বাতীলেখা সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র, শুভশ্রী গাঙ্গুলি, সোহম - প্রত্যেকেরই একেবারে ভোল পালটে দিয়েছেন রাজ । ক্যামিও চরিত্রে দেখা গেল রুদ্রপ্রসাদ সেনগুপ্তকেও ।

Bengali film dharmajudhho
স্বাতীলেখা ও ঋত্বিক

আজকে ভ্যালেন্টাইন'স ডে । তবে আজকের দিনটা অন্য একটা কারণেও স্মরণীয় । গত বছর আজকের দিনেই পুলওয়ামা হামলায় 40 জন জওয়ানের মৃত্যু হয় । ধর্ম হোক বা রাজনৈতিক টানাপোড়েন, সাধারণ মানুষ কখনই যুদ্ধ চান না । তাই বদলা নেওয়ার বদলে শান্তিই কাম্য প্রত্যেকের কাছে । 'ধর্মযুদ্ধ'-ও এরকমই এক বার্তা দেবে । তাই হয়তো ভেবেচিন্তেই আজকের দিনে ট্রেলার রিলিজ় করলেন রাজ ।

ছবিটি মুক্তি পাবে 20 মার্চ । দেখে নিন ট্রেলার..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.