ETV Bharat / sitara

Golondaaj Trailer: পুজোয় খেলবে গোলন্দাজ, ট্রেলারে নজরকাড়া দেব - দেবের খবর

বিশ্বকর্মা পুজোয় মুক্তি পেল গোলন্দাজের ট্রেলার (Golondaaj Trailer) ৷ ছবির মুখ্য চরিত্র নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দেব (Dev)-কে দেখে উচ্ছ্বসিত ভক্তরা ৷

dev's movie golondaaj trailer out, film will be released during durga puja
পুজোয় খেলবে গোলন্দাজ, ট্রেলারে নজরকাড়া দেব
author img

By

Published : Sep 17, 2021, 6:10 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোয় মুক্তি পেল বহু প্রতীক্ষিত বাংলা ছবি গোলন্দাজের ট্রেলার (Golondaaj Trailer) ৷ ছবির মুখ্য চরিত্র নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দেবের (Dev) অভিনয় বেশ নজরকাড়া ৷ ট্রেলার দেখেই ছবি নিয়ে দারুণ প্রত্যাশা জন্মেছে দর্শকদের মনে ৷

2 মিনিট 50 সেকেন্ডের ট্রেলারের শুরুতেই তুলে ধরা হয়েছে ব্রিটিশদের আগ্রাসী মনোভাব ৷ খেলাধুলোয় সেরা হওয়ার ঝুটো অহংকারে যে কোনও উপায়ে দেশবাসীকে দাবিয়ে রাখার প্রচেষ্টা ৷ আর তারই বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার কাহিনী গোলন্দাজ ৷ মুখ্য চরিত্র দেবকে বলতে শোনা গিয়েছে, খেলার মাঠ মানুষকে বাঁধে, ভাঙে না ৷ সেই খেলার মাঠ থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের পণ নিয়েছিল গল্পের গোলন্দাজ ৷ ট্রেলারে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রীর ভূমিকায় ইশা সাহাকেও কয়েকটি দৃশ্যে বেশ আকর্ষণীয় লেগেছে ৷ ছোট্ট নগেন্দ্রর চরিত্রে নজর কেড়েছে নেতাজি ধারাবাহিক খ্যাত অঙ্কিত মজুমদার ।

আরও পড়ুন: টানটান টিজ়ারে মন ছোঁয়া 'গোলন্দাজ' দেব

আজ টুইটারে গোলন্দাজের ট্রেলার প্রকাশের কথা ঘোষণা করে এসভিএফ ৷ ক্যাপশনে লেখা হয়, "খেলার মাঠে স্বাধীনতার এক অভূতপূর্ব সংগ্রাম !" জানিয়ে দেওয়া হয় ছবিটি মুক্তি পাচ্ছে ভরা পুজোর মরসুমে ৷ আগামী 10 অক্টোবর ৷

আরও পড়ুন: Jaya Ahsan: নকশাল আন্দোলন নিয়ে ছবি, নওয়াজকে সঙ্গী করে এবার বলিউডে পা জয়ার

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে ভারতের ফুটবলের জনক বলা হলেও, বাঙালির স্মৃতির অতলে হারিয়ে গিয়েছেন তিনি ৷ তাঁকেই এ বার বড় পর্দায় তুলে ধরছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় । তবে এটি বায়োপিক নয় ৷ এটি ইতিহাসের উপর নির্ভর করে একটি ফিকশন ছবি । বাঙালির ফুটবল নিয়ে আবেগ বহু যুগ ধরে ৷ তবে স্বাধীনতার আগে 1879 সালের এই ফুটবলারকে বেমালুম ভুলে গিয়েছে বাঙালি ৷ গোলন্দাজের হাত ধরে সেই ইতিহাসই আবারও হাজির হবে বর্তমানের সামনে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: Roja: প্রেমের জোয়ারে পিয়া-অর্ণব, ছোট পর্দায় আসছে রোজা

পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রের জন্য দেবের থেকে ভাল আর কেউ তাঁর চোখে পড়েনি । এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে । তিনি জানিয়েছেন, দেবের মতো অভিনেতারাই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছেন ৷ তাঁদের পথ অনুসরণ করেছেন অনির্বাণরা ৷ জাঁকজমকপূর্ণ ভাবে হয়েছিল গোলন্দাজের টিজার লঞ্চ ৷ এই ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী দেব ৷ এই ছবির শুটিং শুরু হয়েছিল 2019 সালে ৷ এরপরে 2020 কেটেছে করোনার আতঙ্কে ৷ 2021-এ এখনও পর্যন্ত সেই একই অবস্থা ৷ তবে তাতে পথ রুদ্ধ হয়নি গোলন্দাজের ৷ টানা দু'বছর শুটিং চলার পর অবশেষে মুক্তি পেতে চলেছে দেবের বহুপ্রতীক্ষিত ফিল্ম ৷

আরও পড়ুন: Soham Payel: সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবিতে ফের জুটি বাঁধছেন সোহম-পায়েল

কলকাতা, 17 সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোয় মুক্তি পেল বহু প্রতীক্ষিত বাংলা ছবি গোলন্দাজের ট্রেলার (Golondaaj Trailer) ৷ ছবির মুখ্য চরিত্র নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দেবের (Dev) অভিনয় বেশ নজরকাড়া ৷ ট্রেলার দেখেই ছবি নিয়ে দারুণ প্রত্যাশা জন্মেছে দর্শকদের মনে ৷

2 মিনিট 50 সেকেন্ডের ট্রেলারের শুরুতেই তুলে ধরা হয়েছে ব্রিটিশদের আগ্রাসী মনোভাব ৷ খেলাধুলোয় সেরা হওয়ার ঝুটো অহংকারে যে কোনও উপায়ে দেশবাসীকে দাবিয়ে রাখার প্রচেষ্টা ৷ আর তারই বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার কাহিনী গোলন্দাজ ৷ মুখ্য চরিত্র দেবকে বলতে শোনা গিয়েছে, খেলার মাঠ মানুষকে বাঁধে, ভাঙে না ৷ সেই খেলার মাঠ থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের পণ নিয়েছিল গল্পের গোলন্দাজ ৷ ট্রেলারে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রীর ভূমিকায় ইশা সাহাকেও কয়েকটি দৃশ্যে বেশ আকর্ষণীয় লেগেছে ৷ ছোট্ট নগেন্দ্রর চরিত্রে নজর কেড়েছে নেতাজি ধারাবাহিক খ্যাত অঙ্কিত মজুমদার ।

আরও পড়ুন: টানটান টিজ়ারে মন ছোঁয়া 'গোলন্দাজ' দেব

আজ টুইটারে গোলন্দাজের ট্রেলার প্রকাশের কথা ঘোষণা করে এসভিএফ ৷ ক্যাপশনে লেখা হয়, "খেলার মাঠে স্বাধীনতার এক অভূতপূর্ব সংগ্রাম !" জানিয়ে দেওয়া হয় ছবিটি মুক্তি পাচ্ছে ভরা পুজোর মরসুমে ৷ আগামী 10 অক্টোবর ৷

আরও পড়ুন: Jaya Ahsan: নকশাল আন্দোলন নিয়ে ছবি, নওয়াজকে সঙ্গী করে এবার বলিউডে পা জয়ার

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে ভারতের ফুটবলের জনক বলা হলেও, বাঙালির স্মৃতির অতলে হারিয়ে গিয়েছেন তিনি ৷ তাঁকেই এ বার বড় পর্দায় তুলে ধরছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় । তবে এটি বায়োপিক নয় ৷ এটি ইতিহাসের উপর নির্ভর করে একটি ফিকশন ছবি । বাঙালির ফুটবল নিয়ে আবেগ বহু যুগ ধরে ৷ তবে স্বাধীনতার আগে 1879 সালের এই ফুটবলারকে বেমালুম ভুলে গিয়েছে বাঙালি ৷ গোলন্দাজের হাত ধরে সেই ইতিহাসই আবারও হাজির হবে বর্তমানের সামনে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: Roja: প্রেমের জোয়ারে পিয়া-অর্ণব, ছোট পর্দায় আসছে রোজা

পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রের জন্য দেবের থেকে ভাল আর কেউ তাঁর চোখে পড়েনি । এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে । তিনি জানিয়েছেন, দেবের মতো অভিনেতারাই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছেন ৷ তাঁদের পথ অনুসরণ করেছেন অনির্বাণরা ৷ জাঁকজমকপূর্ণ ভাবে হয়েছিল গোলন্দাজের টিজার লঞ্চ ৷ এই ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী দেব ৷ এই ছবির শুটিং শুরু হয়েছিল 2019 সালে ৷ এরপরে 2020 কেটেছে করোনার আতঙ্কে ৷ 2021-এ এখনও পর্যন্ত সেই একই অবস্থা ৷ তবে তাতে পথ রুদ্ধ হয়নি গোলন্দাজের ৷ টানা দু'বছর শুটিং চলার পর অবশেষে মুক্তি পেতে চলেছে দেবের বহুপ্রতীক্ষিত ফিল্ম ৷

আরও পড়ুন: Soham Payel: সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবিতে ফের জুটি বাঁধছেন সোহম-পায়েল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.