ETV Bharat / sitara

কেমন হবে গৌরব-দেবলীনার বিয়ের সাজ ? - gourab chatterjee

উত্তম কুমারের নাত বউ হতে চলেছেন দেবলীনা । আর স্বয়ং উত্তম কুমার মেয়েদের বেনারসি শাড়ি পরা পছন্দ করতেন । তাই গৌরবের মায়ের ইচ্ছে বিয়ের দিনে ও বউভাত দুই অনুষ্ঠানেই বেনারসি পরুন দেবলীনা । সেই রীতি মেনে সেটাই করা হচ্ছে বলে জানা গিয়েছে ।

dxvf
df
author img

By

Published : Dec 8, 2020, 10:56 PM IST

কলকাতা : রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসবেন দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায় । আর বিয়ের আগের রাতে একটা আলাদা উত্তেজনা তৈরি হয় সবার মনেই । এই তারকা জুটির মনের অবস্থাও একই ।

উত্তম কুমারের নাত বউ হতে চলেছেন দেবলীনা । আর স্বয়ং উত্তম কুমার মেয়েদের বেনারসি শাড়ি পরা পছন্দ করতেন । তাই গৌরবের মায়ের ইচ্ছে বিয়ের দিনে ও বউভাত দুই অনুষ্ঠানেই বেনারসি পরুন দেবলীনা । রীতি মেনে সেটাই করা হচ্ছে বলে জানা গিয়েছে ।

অন্যদিকে গৌরবের পোশাকের দায়িত্ব নিয়েছেন ফ্যাশন ডিজ়াইনার অভিষেক রায় । অভিষেকের ছিমছাম ডিজ়াইন করা পোশাকেই সেজে উঠবেন তিনি । আসলে ছিমছাম সাজেই নিজেকে দেখতে চান গৌরব ।

ইন্ডাস্ট্রিতে গৌরব ও দেবলীনা বরাবরের হিট জুটি । প্রায় তিন বছর সময় ধরে তাঁদের সম্পর্ক । তবে সম্পর্ক কখনওই লুকিয়ে রাখেননি দু'জনে । সোশাল মিডিয়াতে বারবারই প্রকাশ্যে এনেছেন তাঁদের কেমিস্ট্রি মিশ্রিত ছবি । গৌরব একাধিক ধারাবাহিক ও ছবিতে কাজ করেছেন । সম্প্রতি 'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিকে মথুরের চরিত্রে অভিনয় করে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি । আর দেবলীনা তো এই প্রজন্মের অন্যতম উল্লেখযোগ্য অভিনেত্রী । বহু ছবিতে অভিনয়ের পাশাপাশি মিউজ়িক ভিডিয়োতে পারফর্ম করেও রীতিমতো জনপ্রিয় হয়েছেন তিনি ।

কলকাতা : রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসবেন দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায় । আর বিয়ের আগের রাতে একটা আলাদা উত্তেজনা তৈরি হয় সবার মনেই । এই তারকা জুটির মনের অবস্থাও একই ।

উত্তম কুমারের নাত বউ হতে চলেছেন দেবলীনা । আর স্বয়ং উত্তম কুমার মেয়েদের বেনারসি শাড়ি পরা পছন্দ করতেন । তাই গৌরবের মায়ের ইচ্ছে বিয়ের দিনে ও বউভাত দুই অনুষ্ঠানেই বেনারসি পরুন দেবলীনা । রীতি মেনে সেটাই করা হচ্ছে বলে জানা গিয়েছে ।

অন্যদিকে গৌরবের পোশাকের দায়িত্ব নিয়েছেন ফ্যাশন ডিজ়াইনার অভিষেক রায় । অভিষেকের ছিমছাম ডিজ়াইন করা পোশাকেই সেজে উঠবেন তিনি । আসলে ছিমছাম সাজেই নিজেকে দেখতে চান গৌরব ।

ইন্ডাস্ট্রিতে গৌরব ও দেবলীনা বরাবরের হিট জুটি । প্রায় তিন বছর সময় ধরে তাঁদের সম্পর্ক । তবে সম্পর্ক কখনওই লুকিয়ে রাখেননি দু'জনে । সোশাল মিডিয়াতে বারবারই প্রকাশ্যে এনেছেন তাঁদের কেমিস্ট্রি মিশ্রিত ছবি । গৌরব একাধিক ধারাবাহিক ও ছবিতে কাজ করেছেন । সম্প্রতি 'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিকে মথুরের চরিত্রে অভিনয় করে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি । আর দেবলীনা তো এই প্রজন্মের অন্যতম উল্লেখযোগ্য অভিনেত্রী । বহু ছবিতে অভিনয়ের পাশাপাশি মিউজ়িক ভিডিয়োতে পারফর্ম করেও রীতিমতো জনপ্রিয় হয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.