ETV Bharat / sitara

Nawab Malik: মুম্বইয়ে আন্ডারওয়ার্ল্ডের বাড়বাড়ন্ত নিয়ে 'হাইড্রোজেন বোমা' নবাবের, ফুলঝুরি বলল বিজেপি - নবাব মালিক

দেবেন্দ্র ফড়নবীশের (Devendra Fadnavis) জন্যই মুম্বইয়ে আন্ডারওয়ার্ল্ডের বাড়বাড়ন্ত ৷ ফের তোপ দেগে এ কথা বললেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik) ৷

'Devendra Fadnavis allowed underworld to flourish in Mumbai', says Nawab Malik, Bombay HC to hear defamation suit against him
দেবেন্দ্র ফড়নবীশের জন্যই মুম্বইয়ে আন্ডারওয়ার্ল্ডের বাড়বাড়ন্ত, ফের তোপ নবাবের
author img

By

Published : Nov 10, 2021, 1:00 PM IST

Updated : Nov 10, 2021, 2:02 PM IST

মুম্বই, 10 নভেম্বর : দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis) ও সমীর ওয়াংখেড়ের বন্ধুত্বের কারণেই মুম্বইয়ে ফুলে ফেঁপে উঠতে পেরেছে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীরা ৷ ফের এমনই বিস্ফোরণ ঘটালেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik)৷ তাঁর হুমকি, এখনও আমার ঝুলিতে আরও কিছু বোমা রয়েছে ৷ তার মধ্যে কয়েকটা ফেলব বিধানসভায় ৷ যদিও তাঁর অভিযোগের প্রতিক্রিয়ায় তাঁকে কটাক্ষ করেছে বিজেপি ৷ তাদের দাবি, নবাবের বক্তব্য হাইড্রোজেন বোমা তো দূরস্ত, ফুলঝুরিও ছিল না ৷

এ দিকে, এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বাবা ধ্যানদেব ওয়াংখেড়ে এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন, বুধবার তার শুনানি হতে চলেছে বম্বে হাইকোর্টে ৷

অভিযোগ-পাল্টা অভিযোগ চলছিলই ৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের দাবি ছিল, তিনি দীপাবলির পর মন্ত্রী নবাব মালিক ও তাঁর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগসাজশের বিষয়ে নানা তথ্য তুলে ধরবেন ৷ তাঁর বক্তব্যের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নবাব মালিক বলেছিলেন, তিনি সত্যের হাইড্রোজেন বোমা ফাটিয়ে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে দেবেন্দ্রর যোগসাজশের কথা ফাঁস করে দেবেন ৷

সেই মতোই বুধবার সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তুলে ধরেন মহারাষ্ট্রের মন্ত্রী ৷ তিনি বলেন, শীর্ষ বিজেপি নেতার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের যোগাযোগ রয়েছে ৷ সমীর ওয়াংখেড়ের তদন্তে ভুয়ো নোট উদ্ধারে যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী হিসেবে ফড়নবীশ তাঁদের সুরক্ষা দিয়েছিলেন বলেও অভিযোগ করেন নবাব মালিক ৷

আরও পড়ুন: Aryan Khan: আরিয়ানকে অপহরণ করে টাকা হাতানোই ছক ছিল সমীরের, মাস্টারমাইন্ড বিজেপি নেতা : নবাব

তিনি আরও বলেন, "আমি এমন একজনের বিরুদ্ধে লড়াই করছি, যিনি ভুয়ো মামলায় নিরপরাধ মানুষদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছেন ৷ দেবেন্দ্র ফড়নবীশ শুধু আমার বিষয় থেকে নজরই ঘোরাচ্ছেন না, তিনি একজন অফিসারকে (সমীর ওয়াংখেড়ে) রক্ষা করারও চেষ্টা করছেন ৷" আরিয়ান খানকে ফাঁদে ফেলতে বিজেপি মাদকবিরোধী সংস্থাকে কাজে লাগাচ্ছে বলেও অভিযোগ করেছেন মালিক ৷ তিনি আগেই অভিযোগ করেছিলেন, 14.56 কোটি টাকার নগদ উদ্ধারের ঘটনাকে ধামাচাপা দিয়েছিলেন ফড়নবীশ ৷

আরও পড়ুন: Sameer Wankhede: 2 লাখের জুতো, 20 লাখের ঘড়ি, 50 হাজারের শার্ট পরেন সমীর: নবাব মালিক

তাঁর এই তোপের পাল্টা জবাব দেন দেবেন্দ্র ফড়নবীশ ৷ তিনি লেখক জর্জ বার্নার্ড শয়ের একটি পংক্তি টুইট করেন ৷ তাতে লেখা রয়েছে, "অনেকদিন আগেই শিখেছিলাম যে, কখনও একটি শুয়োরের সঙ্গে লড়াই করবেন না ৷ আপনি নোংরা হয়ে যাবেন, আবার শুয়োর সেটাই পছন্দ করবে ৷" বিজেপির নেতা আশিস শেলার কটাক্ষ করে বলেছেন, "নবাব মালিক দাবি করেছিলেন যে তিনি হাইড্রোজেন বোমা ফাটাবেন ৷ কিন্তু দেখা গেল সেটা আসলে ছিল ফিউজ হওয়া বাজি যা ফাটেইনি ৷ তাঁকে এতটাই অসহায় লাগছে যে, মনে হচ্ছে তাঁর এখন অক্সিজেন প্রয়োজন ৷ তিনি তাঁর মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে মনে হচ্ছে ৷"

আরও পড়ুন: Sameer Wankhede: সমীর ওয়াংখেড়ের নিকাহ নামার ছবি প্রকাশ করে প্রতারণার অভিযোগে সরব মালিক

মুম্বই, 10 নভেম্বর : দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis) ও সমীর ওয়াংখেড়ের বন্ধুত্বের কারণেই মুম্বইয়ে ফুলে ফেঁপে উঠতে পেরেছে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীরা ৷ ফের এমনই বিস্ফোরণ ঘটালেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik)৷ তাঁর হুমকি, এখনও আমার ঝুলিতে আরও কিছু বোমা রয়েছে ৷ তার মধ্যে কয়েকটা ফেলব বিধানসভায় ৷ যদিও তাঁর অভিযোগের প্রতিক্রিয়ায় তাঁকে কটাক্ষ করেছে বিজেপি ৷ তাদের দাবি, নবাবের বক্তব্য হাইড্রোজেন বোমা তো দূরস্ত, ফুলঝুরিও ছিল না ৷

এ দিকে, এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বাবা ধ্যানদেব ওয়াংখেড়ে এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন, বুধবার তার শুনানি হতে চলেছে বম্বে হাইকোর্টে ৷

অভিযোগ-পাল্টা অভিযোগ চলছিলই ৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের দাবি ছিল, তিনি দীপাবলির পর মন্ত্রী নবাব মালিক ও তাঁর সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগসাজশের বিষয়ে নানা তথ্য তুলে ধরবেন ৷ তাঁর বক্তব্যের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নবাব মালিক বলেছিলেন, তিনি সত্যের হাইড্রোজেন বোমা ফাটিয়ে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে দেবেন্দ্রর যোগসাজশের কথা ফাঁস করে দেবেন ৷

সেই মতোই বুধবার সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তুলে ধরেন মহারাষ্ট্রের মন্ত্রী ৷ তিনি বলেন, শীর্ষ বিজেপি নেতার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের যোগাযোগ রয়েছে ৷ সমীর ওয়াংখেড়ের তদন্তে ভুয়ো নোট উদ্ধারে যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী হিসেবে ফড়নবীশ তাঁদের সুরক্ষা দিয়েছিলেন বলেও অভিযোগ করেন নবাব মালিক ৷

আরও পড়ুন: Aryan Khan: আরিয়ানকে অপহরণ করে টাকা হাতানোই ছক ছিল সমীরের, মাস্টারমাইন্ড বিজেপি নেতা : নবাব

তিনি আরও বলেন, "আমি এমন একজনের বিরুদ্ধে লড়াই করছি, যিনি ভুয়ো মামলায় নিরপরাধ মানুষদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছেন ৷ দেবেন্দ্র ফড়নবীশ শুধু আমার বিষয় থেকে নজরই ঘোরাচ্ছেন না, তিনি একজন অফিসারকে (সমীর ওয়াংখেড়ে) রক্ষা করারও চেষ্টা করছেন ৷" আরিয়ান খানকে ফাঁদে ফেলতে বিজেপি মাদকবিরোধী সংস্থাকে কাজে লাগাচ্ছে বলেও অভিযোগ করেছেন মালিক ৷ তিনি আগেই অভিযোগ করেছিলেন, 14.56 কোটি টাকার নগদ উদ্ধারের ঘটনাকে ধামাচাপা দিয়েছিলেন ফড়নবীশ ৷

আরও পড়ুন: Sameer Wankhede: 2 লাখের জুতো, 20 লাখের ঘড়ি, 50 হাজারের শার্ট পরেন সমীর: নবাব মালিক

তাঁর এই তোপের পাল্টা জবাব দেন দেবেন্দ্র ফড়নবীশ ৷ তিনি লেখক জর্জ বার্নার্ড শয়ের একটি পংক্তি টুইট করেন ৷ তাতে লেখা রয়েছে, "অনেকদিন আগেই শিখেছিলাম যে, কখনও একটি শুয়োরের সঙ্গে লড়াই করবেন না ৷ আপনি নোংরা হয়ে যাবেন, আবার শুয়োর সেটাই পছন্দ করবে ৷" বিজেপির নেতা আশিস শেলার কটাক্ষ করে বলেছেন, "নবাব মালিক দাবি করেছিলেন যে তিনি হাইড্রোজেন বোমা ফাটাবেন ৷ কিন্তু দেখা গেল সেটা আসলে ছিল ফিউজ হওয়া বাজি যা ফাটেইনি ৷ তাঁকে এতটাই অসহায় লাগছে যে, মনে হচ্ছে তাঁর এখন অক্সিজেন প্রয়োজন ৷ তিনি তাঁর মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে মনে হচ্ছে ৷"

আরও পড়ুন: Sameer Wankhede: সমীর ওয়াংখেড়ের নিকাহ নামার ছবি প্রকাশ করে প্রতারণার অভিযোগে সরব মালিক

Last Updated : Nov 10, 2021, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.